নয়াদিল্লি, 15 নভেম্বর : দূষণ নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে কেন্দ্রীয় সরকারকে বৈঠক ডাকতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ একইসঙ্গে শীর্ষ আদালত জানিয়েছে যে, ফসলের গোড়া পোড়ানো নিয়ে কৃষকদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়, তার কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা ও ভিত্তি নেই ৷
সোমবার দিল্লি ও রাজধানী সংলগ্ন অঞ্চল বা এনসিআরের দূষণ নিয়ে চলা একটি মামলার শুনানিতে এদিন সুপ্রিম কোর্ট এই মন্তব্য করেছে ৷ ওই শুনানিতে আদালত জানিয়েছে, দিল্লি-এনসিআরে যে পরিমাণ দূষণ হয়, তার 10 শতাংশও ফসলের গোড়া পোড়ানো থেকে হয় না ৷
আরও পড়ুন : Delhi Pollution : দূষণ নিয়ন্ত্রণে লকডাউনে রাজি দিল্লি সরকার, পাশের রাজ্যগুলিতেও একই বিধি কার্যকরের প্রস্তাব
সুপ্রিম কোর্ট দূষণের জন্য নির্মাণ কাজ, শিল্প, পরিবহণ, গাড়িকেই দায়ী করেছে ৷ সেই কারণেই কেন্দ্রকে দূষণ নিয়ন্ত্রণে জরুরি বৈঠক ডাকতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ৷ যাতে কম গুরুত্বপূর্ণ কাজগুলিকে বন্ধ করা যায় বা বাড়ি থেকে কাজের ব্যবস্থা করা যায় ৷
এদিন শুনানি হয় দেশের প্রধান বিচারপতি এনভি রামানার বেঞ্চে ৷ আদালত কেন্দ্রকে এই নিয়ে আগামিকালই বৈঠক ডাকার নির্দেশ দিয়েছে ৷ কেন্দ্রের তরফে এদিন শুনানিতে উপস্থিত ছিলেন সলিসিটার জেনারেল তুষার মেহতা ৷ তিনি আদালতকে দূষণ নিয়ন্ত্রণে কেন্দ্রের করা পদক্ষেপগুলি জানান ৷ ইতিমধ্যে কেন্দ্র ও দিল্লি, পঞ্জাব, হরিয়ানা সরকারের মধ্যে দূষণ নিয়ন্ত্রণ নিয়ে বৈঠক হয়েছে বলে আদালতের কাছে জানিয়েছেন তিনি ৷
আরও পড়ুন : Delhi Pollution : দিল্লির দূষণ বাগে আনতে বন্ধ স্কুল, বাড়ি থেকে সরকারি কাজের ফরমান
সেখানে তিনিও ফসলের গোড়া পোড়ানো থেকে 10 শতাংশ দূষণ হয় বলে আদালতের সঙ্গে সমহমত পোষণ করেন ৷ কেন্দ্রের তরফে আদালতে যে হলফনামা জমা দেওয়া হয়েছে, সেখানে 75 শতাংশ দূষণের জন্য শিল্প, ধুলো ও পরিবহণকে দায়ী করা হয়েছে ৷ সেই কারণে দূষণ নিয়ে কৃষকদের সমালোচনা করা উচিত নয় বলে শীর্ষ আদালত মন্তব্য করেছে ৷