নয়াদিল্লি, 2 মার্চ: দেশের নির্বাচন কমিশনারদের নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ বৃহস্পতিবার শীর্ষ আদালতের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এই নির্দেশ দিয়েছে ৷ নির্দেশে বলা হয়েছে, প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা ও দেশের প্রধান বিচারপতিকে নিয়ে গঠিত একটি কমিটি নির্বাচন কমিশনারদের বাছাই করবে ৷ কমিটির সেই সুপারিশের ভিত্তিতে নিয়োগ চূড়ান্ত করবেন রাষ্ট্রপতি (Supreme Court on EC Appointment) ৷
উল্লেখ্য, দেশে নির্বাচন কমিশন ও কমিশনের সদস্যদের ভূমিকা নিয়ে সম্প্রতি বারবার প্রশ্ন উঠেছে ৷ বিরোধীদের ইঙ্গিত, শাসকদলের সুবিধা করে দিতে অনেক ক্ষেত্রে কাজ করছেন জাতীয় নির্বাচন কমিশনের সদস্যরা ৷ কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে অতীতে ৷ সেই প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের এদিনের নির্দেশকে বেশ অর্থবহ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷ এই নির্দেশের ফলে এবার থেকে নির্বাচন কমিশনার পদে কাউকে বাছতে হলে বৈঠকে বসতে হবে তিন সদস্যের এই কমিটিকে ৷ বৃহস্পতিবার বিচারপতি কেএম জোসেফ, বিচারপতি অজয় রাস্তোগি, বিচারপতি অনিরূদ্ধ বোস, বিচারপতি ঋষিকেশ রায় ও বিচারপতি সিটি রবিকুমারের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ এই নির্দেশ দিয়েছে ৷
আরও পড়ুন: আদানি ইস্যুতে কমিটি গড়ল সুপ্রিম কোর্ট, দু’মাসের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ
এতদিন যে ব্যবস্থা প্রচলিত ছিল তাতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে গৃহীত পরামর্শ মেনে নির্বাচন কমিশনারদের নিয়োগ করতেন রাষ্ট্রপতি ৷ সম্প্রতি, নির্বাচন কমিশনার পদে অরুণ গোয়েলের নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছিল ৷ সুপ্রিম কোর্ট জানিয়েছে, অরুণ গোয়েলের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে না, তাঁর নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে ৷ এদিন রায় ঘোষণার সময় বিচারপতি কেএম জোসেফ বলেন, নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে হবে এবং সে কাজ হতে হবে সংবিধান নির্দেশিত স্বচ্ছ ও আইনের নিয়ম মেনে ৷
উল্লেখ্য, এর আগে দাবি উঠেছিল নির্বাচন কমিশনার ও মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়োগে সুপ্রিম কোর্টে কলোজিয়ামের মতো একটি ব্যবস্থা তৈরি করতে হবে, যাতে সেই নিয়োগে স্বচ্ছতা থাকে ৷ তবে এদিন কলোজিয়ামের মতো ব্যবস্থা না-গড়লেও প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা ও প্রধান বিচারপতিকে নিয়ে কমিটি গড়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷