নয়াদিল্লি, 2 জানুয়ারি: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আদালতের অনুমতি ছাড়া নতুন করে কোনও এফআইআর করা যাবে না, ডিসেম্বরে এমনই নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট ৷ তাঁর বিরুদ্ধে ইতিমধ্যে দায়ের হওয়া মামলাগুলির উপরও স্থগিতাদেশ দেয় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ৷ এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে (Supreme Court) আবেদন করেছিলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা ৷ তবে সেই মামলা সোমবার হাইকোর্টেই ফেরত পাঠাল শীর্ষ আদালত (Supreme Court refused to entertain a plea by West Bengal minister Birbaha Hansda) ৷
বীরবাহার দায়ের করা মামলার প্রেক্ষিতে এদিন সুপ্রিম কোর্ট কোনও নির্দেশ দিতে রাজি হয়নি ৷ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি পিএস নরসিমার বেঞ্চ মামলাটি কলকাতা হাইকোর্টেই ফিরিয়ে দিয়েছে ৷ এই সংক্রান্ত অন্য একটি মামলার শুনানি 10 জানুয়ারি কলকাতা হাইকোর্টে হওয়ার কথা রয়েছে ৷ সুপ্রিম কোর্ট এদিন বলে, "10 জানুয়ারি হাইকোর্টে এই সংক্রান্ত একটি মামলার শুনানি আছে ৷ আবেদনকারী তাই সেখানেই আবেদন করতে পারেন ৷ বিষয়টিতে এখনই সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের প্রয়োজন নেই ৷"
আরও পড়ুন: দুই রুশ নাগরিকের রহস্যমৃত্যুতে ওড়িশা পুলিশের কাছে রিপোর্ট চাইল জাতীয় মানবাধিকার কমিশন
তৃণমূল নেত্রী বীরবাহা হাঁসদার হয়ে এদিন সুপ্রিম কোর্টে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল ৷ তিনি সুপ্রিম কোর্টে জানান, শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে নতুন কোনও এফআইআর দায়ের করা যাবে না বলে হাইকোর্ট নির্দেশ দিয়েছে ৷ এর বিরুদ্ধে রাজ্যের তরফেও শীর্ষ আদালতে মামলা করা হয়েছে তাই এই দুটি মামলা একসঙ্গে শোনা হোক ৷
অন্যদিকে শুভেন্দুর হয়ে আইনজীবী পিএস পাটওয়ালিয়া আদালতে জানান, প্রায় প্রতিদিনই শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হচ্ছিল ৷ পদপিষ্টের ঘটনাতেও তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চাওয়া হয়েছিল ৷ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব করা হচ্ছে ৷ রাজ্যের তরফে দায়ের করা এই সংক্রান্ত একটি মামলার শুনানি 10 জানুয়ারি রয়েছে কলকাতা হাইকোর্টে ৷ দু'পক্ষের বক্তব্য শোনার পর এদিন সুপ্রিম কোর্ট বীরবাহা হাঁসদার আইনজীবী কপিল সিব্বলকে পরামর্শ দেয় হাইকোর্টে এই আবেদন করতে ৷