নয়াদিল্লি, 19 মে : জ্ঞানবাপী মসজিদ নিয়ে কোনও পদক্ষেপ করতে নিষেধ করল সুপ্রিম কোর্ট ৷ বৃহস্পতিবার বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি পিএস নরসিমহার বেঞ্চ আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈনকে জানান, শুক্রবার সর্বোচ্চ আদালতে এই মামলার শুনানি না হওয়া পর্যন্ত বারাণসীর সিভিল কোর্ট যেন এ বিষয়ে শুনানি না করে ৷ বিষ্ণু শঙ্কর জৈন আদালতকে এই মামলার শুনানি শুক্রবার করার অনুরোধ জানিয়েছেন (Supreme Court asked Varanasi Civil Court not to proceed with hearing the Gyanvapi case) ৷
বিষ্ণু শঙ্কর জৈন হিন্দু পক্ষের আইনজীবী ৷ অন্যদিকে অঞ্জুমান ইনতেজামিয়া মসজিদের (Anjuman Intezamia Masjid) ম্যানেজমেন্ট কমিটির পক্ষের প্রবীণ আইনজীবী হাজেফা আহমদী (Senior advocate Huzefa Ahmadi) জানান, সারা দেশে বিভিন্ন মসজিদ সিল করে দেওয়ার জন্য আদালতে আবেদন জমা পড়েছে ৷ বারাণসীতে জ্ঞানবাপী মামলার শুনানি চলছে এবং 'ওয়াজুখানা'র (Wazukhana ablution room) দেওয়ালটি ভেঙে ফেলার জন্য আবেদন করা হয়েছে ৷
আরও পড়ুন : Aurangzeb Tomb : ঔরঙ্গজেবের সমাধি ধ্বংসের হুমকি মহারাষ্ট্র নবনির্মাণ সেনা নেতার
আহমদী জানান তিনি বিচারকের শারীরিক অসুস্থতার কারণে হিন্দু পক্ষের এই আবেদনের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ করতে পারেননি ৷ তবে হিন্দু ভক্তরা যেন সিভিল কোর্টের জোরে কিছু করতে না পারে, তার ব্যবস্থা নেওয়া হবে ৷
অবশ্য আইনজীবী বিষ্ণু আশ্বস্ত করেছেন, হিন্দু পক্ষ বারাণসীর সিভিল কোর্টে শুনানির জন্য যাচ্ছে না ৷ 17 মে দেশের সর্বোচ্চ আদালত বারাণসীর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে জ্ঞানবাপী-শ্রীঙ্গার গৌরী কমপ্লেক্স এলাকায় 'শিবলিঙ্গ' রক্ষার কথা জানান ৷ অন্য় দিকে মসজিদে মুসলিমদের নমাজ পাঠের অনুমতি দেন ৷
আরও পড়ুন : AIMPLB over Gyanvapi Masjid : জ্ঞানবাপী মসজিদ একটি মসজিদ এবং মসজিদই থাকবে, মন্তব্য খালিদ সইফুল্লাহ রহমানির