ETV Bharat / bharat

Threat Call to SBI : '10 লক্ষ টাকা ঋণ না দিলে ব্যাংক উড়িয়ে দেব', মুম্বইয়ে ফোন গেল বাংলা থেকে - SBI chairman receives threat call

ঋণ দিতেই হবে ৷ এই দাবিতে ফোন আসে দক্ষিণ মুম্বইয়ে এসবিআইয়ের অফিসে ৷ ফোনে বলা হয় ওই বিশাল অঙ্কের টাকা না পেলে চেয়ারম্যান খুন পর্যন্ত হতে পারেন (SBI Chairman gets threat call over loan sanction) ! পাশাপাশি নাশকতা হতে পারে ব্যাংকে ।

SBI Loan Sanction
ETV Bharat
author img

By

Published : Oct 15, 2022, 1:59 PM IST

Updated : Oct 15, 2022, 2:24 PM IST

মুম্বই, 15 অক্টোবর: "হয় ঋণ অনুমোদন করুন, নাহলে ব্যাংক উড়িয়ে দেব", এমন হুমকি পেয়েছে ব্যাঙ্ক ৷ শুধু তাই নয় ব্যাঙ্কের শীর্ষকর্তাকে অপহরণ করে খুনও করা হবে । ঘটনাটি ঘটেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দক্ষিণ মুম্বই শাখায় (State Bank of India, South Mumbai) ৷ এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ফোন করে ব্যাংকের চেয়ারম্যানকে অপহরণ এবং খুনের হুমকি দেন ৷ 10 লক্ষ টাকার ঋণ মঞ্জুর করলেই নাকি ঘটবে এমন ঘটনা ! শনিবার এক পুলিশ আধিকারিক ঘটনাটি জানান (SBI Chairman gets threat call over sanction of Rupees 10 Lakhs) ৷

নারিমান পয়েন্টের কর্পোরেট সেন্টারের কাছে এসবিআই চেয়ারম্যানের আপ্তসহায়কের (Personal Assistant of SBI Chairman) অফিস ৷ বুধবার, 12 অক্টোবর সকালে সেখানে এই হুমকি ফোন আসে ৷ পরদিন বৃহস্পতিবারই অজ্ঞাতপরিচয় ব্যক্তির নামে অভিযোগ দায়ের করেন ব্যাংকের সহকারী নিরাপত্তা ম্যানেজার (Assistant Security Manager) অজয়কুমার শ্রীবাস্তব ৷

আরও পড়ুন: অম্বানিদের হুমকি, ভিনরাজ্য থেকে অভিযুক্তকে গ্রেফতার করল মুম্বই পুলিশ

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এই ফোনটি এসেছিল পশ্চিমবঙ্গ থেকে ৷ মুম্বই পুলিশ ইতিমধ্যে অভিযুক্তকে ধরতে রওনা দিয়েছে বলে জানালেন পুলিশ আধিকারিক ৷ অভিযোগকারী অজয় কুমার জানান, ফোনে ওই ব্যক্তিকে নিজেকে জিয়া উল আলি বলে পরিচয় দেয় ৷ তিনি বলেন, "ফোনের ওপারে থাকা ব্যক্তি এসবিআই চেয়ারম্যানকে অপহরণ ও খুনের হুমকি দেন ৷ ঋণ মঞ্জুর না করলে ব্যাংকের কর্পোরেট অফিসটি উড়িয়ে দেওয়া হবে বলেও জানান ৷" এরপরই শ্রীবাস্তব মেরিন ড্রাইভ পুলিশ স্টেশনে গিয়ে অভিযোগ দায়ের করেন ৷ ভারতীয় দণ্ডবিধির 506 (2) ধারায় এফআইআর করা হয় ৷ পুলিশ তদন্তে নেমে ওই ফোন নম্বরের 'কল ডিটেল রেকর্ড' (Call Detail Record, CDR) সংগ্রহ করে জানতে পারে ফোনটি পশ্চিমবঙ্গ থেকে করা হয়েছিল ৷ এরপরই পশ্চিমবঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নেয় পুলিশ ।

আরও পড়ুন: আত্মীয়রা দুবাই যাচ্ছিলেন, তাঁদের আটকাতে বিমানে বোমা রাখার ভুয়ো হুমকি

মুম্বই, 15 অক্টোবর: "হয় ঋণ অনুমোদন করুন, নাহলে ব্যাংক উড়িয়ে দেব", এমন হুমকি পেয়েছে ব্যাঙ্ক ৷ শুধু তাই নয় ব্যাঙ্কের শীর্ষকর্তাকে অপহরণ করে খুনও করা হবে । ঘটনাটি ঘটেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দক্ষিণ মুম্বই শাখায় (State Bank of India, South Mumbai) ৷ এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ফোন করে ব্যাংকের চেয়ারম্যানকে অপহরণ এবং খুনের হুমকি দেন ৷ 10 লক্ষ টাকার ঋণ মঞ্জুর করলেই নাকি ঘটবে এমন ঘটনা ! শনিবার এক পুলিশ আধিকারিক ঘটনাটি জানান (SBI Chairman gets threat call over sanction of Rupees 10 Lakhs) ৷

নারিমান পয়েন্টের কর্পোরেট সেন্টারের কাছে এসবিআই চেয়ারম্যানের আপ্তসহায়কের (Personal Assistant of SBI Chairman) অফিস ৷ বুধবার, 12 অক্টোবর সকালে সেখানে এই হুমকি ফোন আসে ৷ পরদিন বৃহস্পতিবারই অজ্ঞাতপরিচয় ব্যক্তির নামে অভিযোগ দায়ের করেন ব্যাংকের সহকারী নিরাপত্তা ম্যানেজার (Assistant Security Manager) অজয়কুমার শ্রীবাস্তব ৷

আরও পড়ুন: অম্বানিদের হুমকি, ভিনরাজ্য থেকে অভিযুক্তকে গ্রেফতার করল মুম্বই পুলিশ

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এই ফোনটি এসেছিল পশ্চিমবঙ্গ থেকে ৷ মুম্বই পুলিশ ইতিমধ্যে অভিযুক্তকে ধরতে রওনা দিয়েছে বলে জানালেন পুলিশ আধিকারিক ৷ অভিযোগকারী অজয় কুমার জানান, ফোনে ওই ব্যক্তিকে নিজেকে জিয়া উল আলি বলে পরিচয় দেয় ৷ তিনি বলেন, "ফোনের ওপারে থাকা ব্যক্তি এসবিআই চেয়ারম্যানকে অপহরণ ও খুনের হুমকি দেন ৷ ঋণ মঞ্জুর না করলে ব্যাংকের কর্পোরেট অফিসটি উড়িয়ে দেওয়া হবে বলেও জানান ৷" এরপরই শ্রীবাস্তব মেরিন ড্রাইভ পুলিশ স্টেশনে গিয়ে অভিযোগ দায়ের করেন ৷ ভারতীয় দণ্ডবিধির 506 (2) ধারায় এফআইআর করা হয় ৷ পুলিশ তদন্তে নেমে ওই ফোন নম্বরের 'কল ডিটেল রেকর্ড' (Call Detail Record, CDR) সংগ্রহ করে জানতে পারে ফোনটি পশ্চিমবঙ্গ থেকে করা হয়েছিল ৷ এরপরই পশ্চিমবঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নেয় পুলিশ ।

আরও পড়ুন: আত্মীয়রা দুবাই যাচ্ছিলেন, তাঁদের আটকাতে বিমানে বোমা রাখার ভুয়ো হুমকি

Last Updated : Oct 15, 2022, 2:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.