ETV Bharat / bharat

Mahatma Gandhi's Great-Grandson Detained: মুম্বইয়ে অগস্ট ক্রান্তি দিবসের শান্তিযাত্রার আগে আটক মহাত্মা গান্ধির প্রপৌত্র - মহাত্মা গান্ধি

Santacruz Police Detained Tushar Gandhi: মুম্বইয়ে অগস্ট ক্রান্তি দিবসের শান্তিযাত্রা অনুষ্ঠানের আগে আটক করা হল মহাত্মা গান্ধির প্রপৌত্র তুষার গান্ধিকে ৷ তিনি নিজেই টুইটারে এ কথা জানিয়েছেন ৷

Tushar Gandhi Detained
মহাত্মা গান্ধির প্রপৌত্র তুষার গান্ধি
author img

By

Published : Aug 9, 2023, 1:08 PM IST

Updated : Aug 9, 2023, 2:14 PM IST

মুম্বই, 9 অগস্ট: আজ অগস্ট ক্রান্তি দিবস উপলক্ষে শান্তিযাত্রা বের করার আগেই মহাত্মা গান্ধির প্রপৌত্র তুষার গান্ধিকে আটক করেছে সান্তাক্রুজ পুলিশ। বুধবার অর্থাৎ 9 অগস্ট ভারত ছাড়ো আন্দোলনের বার্ষিকী ও অগস্ট ক্রান্তি দিবস। বুধবার মুম্বইয়ের গিরগাঁও চৌপাট্টি ও অগস্ট ক্রান্তি ময়দানে অনুষ্ঠানের আয়োজন করা হয় । মিছিল শুরুর আগেই তুষার গান্ধি এবং মহাত্মা গান্ধির অনুগামী জিজি পারেখকে সান্তাক্রুজ পুলিশ আটক করেছে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, গিরগাঁও চৌপাট্টিতে অগস্ট ক্রান্তি ময়দানে জমায়েত ও বিক্ষোভের অনুমতি দেয়নি পুলিশ ।

তুষার গান্ধি ইটিভি ভারতকে বলেন, "প্রতি বছরের মতো এবারও আমরা শান্তিযাত্রা বের করি । তবে শান্তিযাত্রায় আইনশৃঙ্খলার অবনতি হতে পারে বলে মনে করে প্রশাসন । তাই বাড়ি থেকে বের হওয়ার আগেই সান্তাক্রুজ পুলিশ আমাকে গ্রেফতার করে । পুলিশ ভালো আচরণ করেছে ।"

সূত্রের খবর, কোনওরকম গোলমাল এড়াতে তুষার গান্ধিকে আটক করা হয়েছে । মহাত্মা গান্ধির প্রপৌত্রকে মুম্বই থেকে আটক করার কথা নিজেই জানিয়েছেন । তিনি জানান, ভারত ছাড়ো আন্দোলনের বার্ষিকীতে অগস্ট ক্রান্তি ময়দানে একটি শান্তিপূর্ণ মিছিলে যোগ দিতে বেরিয়েছিলেন । এ সময় সান্তাক্রুজ তাঁকে পুলিশ আটক করেছে ।

এক্সে তুষার গান্ধি লিখেছেন, "স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবার আমাকে আটক করা হয়েছে ।" তিনি আরও লেখেন, "9 অগস্ট ভারত ছাড়ো আন্দোলনের বার্ষিকী উদযাপন করতে আমি বাড়ি থেকে বের হয়েছিলাম । সান্তাক্রুজ পুলিশ আমাকে আটক করেছে । আমি আমার প্রপিতামহ মহাত্মা গান্ধির জন্য গর্বিত ৷ তিনি এই ঐতিহাসিক দিনে ব্রিটিশদের হাতে বন্দি হয়েছিলেন ।"

এ বিষয়ে সান্তাক্রুজ পুলিশের পক্ষ থেকে এখনও কোনও কিছু জানানো হয়নি । এক্সে এক নেটিজেনের মন্তব্যের প্রতিক্রিয়ায় তুষার গান্ধি জানান, অগস্ট ক্রান্তি ময়দানে শান্তিপূর্ণ মিছিলের প্রস্তুতি নিয়েছিলেন তাঁরা । কিন্তু এতে আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে বলে মনে করছে পুলিশ। মহাত্মা গান্ধির প্রপৌত্র বলেন,"মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই অগস্ট ক্রান্তি ময়দানে মিছিল করব । এটি শহিদদের স্মরণ করার দিন । অগস্ট ক্রান্তি দিবস অবশ্যই পালিত হবে ।"

আরও পড়ুন: বিরোধীদের বিঁধে ভারত ছাড়ো আন্দোলন নিয়ে টুইট প্রধানমন্ত্রী মোদির

উল্লেখ্য, তুষার গান্ধিকে মহারাষ্ট্রের বুলধানায় রাহুল গান্ধির সঙ্গে ভারত জোড়ো যাত্রায় দেখা গিয়েছিল । তুষারের পুরো নাম তুষার অরুণ গান্ধি । তাঁর বাবা সাংবাদিক অরুণ মণিলাল গান্ধি । তিনি মহাত্মা গান্ধির ছেলে মণিলাল গান্ধির নাতি। তিনি গুজরাতের ভাদোদরায় মহাত্মা গান্ধি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন । পরিবারের সঙ্গে মুম্বইয়ে থাকেন তুষার ।

মুম্বই, 9 অগস্ট: আজ অগস্ট ক্রান্তি দিবস উপলক্ষে শান্তিযাত্রা বের করার আগেই মহাত্মা গান্ধির প্রপৌত্র তুষার গান্ধিকে আটক করেছে সান্তাক্রুজ পুলিশ। বুধবার অর্থাৎ 9 অগস্ট ভারত ছাড়ো আন্দোলনের বার্ষিকী ও অগস্ট ক্রান্তি দিবস। বুধবার মুম্বইয়ের গিরগাঁও চৌপাট্টি ও অগস্ট ক্রান্তি ময়দানে অনুষ্ঠানের আয়োজন করা হয় । মিছিল শুরুর আগেই তুষার গান্ধি এবং মহাত্মা গান্ধির অনুগামী জিজি পারেখকে সান্তাক্রুজ পুলিশ আটক করেছে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, গিরগাঁও চৌপাট্টিতে অগস্ট ক্রান্তি ময়দানে জমায়েত ও বিক্ষোভের অনুমতি দেয়নি পুলিশ ।

তুষার গান্ধি ইটিভি ভারতকে বলেন, "প্রতি বছরের মতো এবারও আমরা শান্তিযাত্রা বের করি । তবে শান্তিযাত্রায় আইনশৃঙ্খলার অবনতি হতে পারে বলে মনে করে প্রশাসন । তাই বাড়ি থেকে বের হওয়ার আগেই সান্তাক্রুজ পুলিশ আমাকে গ্রেফতার করে । পুলিশ ভালো আচরণ করেছে ।"

সূত্রের খবর, কোনওরকম গোলমাল এড়াতে তুষার গান্ধিকে আটক করা হয়েছে । মহাত্মা গান্ধির প্রপৌত্রকে মুম্বই থেকে আটক করার কথা নিজেই জানিয়েছেন । তিনি জানান, ভারত ছাড়ো আন্দোলনের বার্ষিকীতে অগস্ট ক্রান্তি ময়দানে একটি শান্তিপূর্ণ মিছিলে যোগ দিতে বেরিয়েছিলেন । এ সময় সান্তাক্রুজ তাঁকে পুলিশ আটক করেছে ।

এক্সে তুষার গান্ধি লিখেছেন, "স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবার আমাকে আটক করা হয়েছে ।" তিনি আরও লেখেন, "9 অগস্ট ভারত ছাড়ো আন্দোলনের বার্ষিকী উদযাপন করতে আমি বাড়ি থেকে বের হয়েছিলাম । সান্তাক্রুজ পুলিশ আমাকে আটক করেছে । আমি আমার প্রপিতামহ মহাত্মা গান্ধির জন্য গর্বিত ৷ তিনি এই ঐতিহাসিক দিনে ব্রিটিশদের হাতে বন্দি হয়েছিলেন ।"

এ বিষয়ে সান্তাক্রুজ পুলিশের পক্ষ থেকে এখনও কোনও কিছু জানানো হয়নি । এক্সে এক নেটিজেনের মন্তব্যের প্রতিক্রিয়ায় তুষার গান্ধি জানান, অগস্ট ক্রান্তি ময়দানে শান্তিপূর্ণ মিছিলের প্রস্তুতি নিয়েছিলেন তাঁরা । কিন্তু এতে আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে বলে মনে করছে পুলিশ। মহাত্মা গান্ধির প্রপৌত্র বলেন,"মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই অগস্ট ক্রান্তি ময়দানে মিছিল করব । এটি শহিদদের স্মরণ করার দিন । অগস্ট ক্রান্তি দিবস অবশ্যই পালিত হবে ।"

আরও পড়ুন: বিরোধীদের বিঁধে ভারত ছাড়ো আন্দোলন নিয়ে টুইট প্রধানমন্ত্রী মোদির

উল্লেখ্য, তুষার গান্ধিকে মহারাষ্ট্রের বুলধানায় রাহুল গান্ধির সঙ্গে ভারত জোড়ো যাত্রায় দেখা গিয়েছিল । তুষারের পুরো নাম তুষার অরুণ গান্ধি । তাঁর বাবা সাংবাদিক অরুণ মণিলাল গান্ধি । তিনি মহাত্মা গান্ধির ছেলে মণিলাল গান্ধির নাতি। তিনি গুজরাতের ভাদোদরায় মহাত্মা গান্ধি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন । পরিবারের সঙ্গে মুম্বইয়ে থাকেন তুষার ।

Last Updated : Aug 9, 2023, 2:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.