Sanjay Singh Arrest Row: 'সঞ্জয় সিং-এর গ্রেফতারি স্বৈরতন্ত্র', বিজেপির সদর দফতরের বাইরে বিক্ষোভে আপ - স্বৈরতন্ত্রী কেন্দ্র
AAP protest outside BJP headquarters: সাংসদ সঞ্জয় সিং-এর গ্রেফতারের প্রতিবাদে দিল্লিতে বিজেপির সদর দফতরের বাইরে বিক্ষোভ দেখাবে আম আদমি পার্টি ৷
Published : Oct 5, 2023, 12:45 PM IST
নয়াদিল্লি, 5 অক্টোবর: দলের রাজ্যসভার নেতা সঞ্জয় সিং-এর গ্রেফতারির প্রতিবাদে আজ দিল্লিতে বিজেপির সদর দফতরের বাইরে বিক্ষোভ দেখাবে আম আদমি পার্টি ৷ আবগারি কেলেঙ্কারিতে গতকাল সঞ্জয় সিং-কে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ এই পদক্ষেপকে স্বৈরাচারী বলে দাবি করে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছে অরবিন্দ কেজরিওয়ালের দল ৷
দিল্লির মন্ত্রী গোপাল রাই এ দিন বলেন, "ভারতীয় জনতা পার্টি যদি মনে করে যে তারা ক্ষমতার ভিত্তিতে কেন্দ্রীয় সংস্থাগুলিকে 'ব্যবহার' করে এবং স্বৈরতন্ত্র চাপিয়ে দিয়ে নির্বাচনে জয়লাভ করতে পারে, তাহলে ইতিহাস সাক্ষী যে, জনগণ তার জবাব দেয় ৷"
তিনি ঘোষণা করেন যে, স্বৈরাচারের বিরুদ্ধে এবং গণতন্ত্র বাঁচাতে আজ বিজেপির সদর দফতরের বাইরে বিক্ষোভ করবে তাঁর দল । গোপাল রাইয়ের কথায়, "আমি সকলের কাছে আবেদন করছি যে, আপনারা যদি গণতন্ত্রের পক্ষে হন, তবে অনুগ্রহ করে সংবিধান এবং গণতন্ত্র বাঁচাতে নির্দিষ্ট সময়ে বিজেপির সদর দফতরে পৌঁছন ৷" উল্লেখ্য, বুধবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আপ নেতা এবং রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংকে বর্তমানে বাতিল হওয়া আবগারি নীতির মামলায় গ্রেফতার করার পরে তাঁকে তাঁর দিল্লির বাসভবন থেকে নিজেদের হেফাজতে নেয় ।
আরও পড়ুন: ইডি'র হাতে গ্রেফতার আপ সাংসদ সঞ্জয় সিং
এই মামলার সঙ্গে জড়িত সন্দেহে আপ সাংসদের বাড়িতে ইডি অভিযান চালানোর কয়েক ঘণ্টা পরই তাঁকে গ্রেফতার করে নেওয়া হয় ৷ দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতারির পর এই মামলায় দ্বিতীয় হাই-প্রোফাইল ব্যক্তি গ্রেফতার হলেন গতকাল । দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালও এই গ্রেফতারির নিন্দা করেছেন ।
তিনি বলেন, "সঞ্জয় সিং-কে গ্রেফতার করা সম্পূর্ণ বেআইনি । এতে মোদিজির নার্ভাসনেস প্রকাশ পায় । নির্বাচন পর্যন্ত তারা আরও অনেক বিরোধী নেতাকে গ্রেফতার করবে ।"
এ দিন আম আদমি পার্টির সাংসদ সুশীল গুপ্তাও সঞ্জয় সিং-এর গ্রেফতারি নিয়ে কেন্দ্রীয় সরকারের নিন্দা করেছেন । গুপ্তা বলেন, "এই গ্রেফতারি নিছক প্রতিশোধের রাজনীতি । এই মামলাটি গত 15 মাস ধরে চলছে...এটি কেবল প্রতিশোধের রাজনীতি...তারা সঞ্জয় সিংয়ের বাড়িতে কিছুই পায়নি তবুও তাঁকে কোনও দোষ ছাড়াই কারাগারে রাখা হয়েছে ৷"
বিএসপি সাংসদ দানিশ আলিও এএপি সাংসদ সঞ্জয় সিংয়ের গ্রেফতার নিয়ে কেন্দ্রীয় সরকারের নিন্দা করেছেন । তিনি বলেন, এটি একটি অঘোষিত জরুরি অবস্থা । এজেন্সিগুলোকে অপব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি । দানিশ আলির কথায়, "সঞ্জয় সিং-কে রাজ্যসভা থেকে বরখাস্ত করা হয়েছিল ৷ কারণ তিনি ক্রমাগত মণিপুর নিয়ে প্রশ্ন করেছিলেন । সরকার এটা পছন্দ করেনি... এটা একটা অঘোষিত জরুরি অবস্থা । আজ এজেন্সিগুলোর অপব্যবহার হচ্ছে । একতরফা ব্যবস্থা নেওয়া হচ্ছে । এটা প্রতিহিংসার রাজনীতি ৷"