সোনিপত, 9 ডিসেম্বর : শেষ হল একবছর ধরে চলা কৃষক আন্দোলন ৷ বৃহস্পতিবার কৃষক আন্দোলনের সমাপ্তির ঘোষণা করেছে সংযুক্ত কিষাণ মোর্চা ৷ 11 ডিসেম্বর আন্দোলন স্থল থেকে বাড়ি ফিরবেন কৃষকরা ৷
তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে বছরখানেক আগে শুরু হয়েছিল কৃষক আন্দোলন ৷ দিল্লি বর্ডারে মূলত পঞ্জাব, হরিয়ানার কৃষকরা আন্দোলনে নেমেছিলেন ৷ তারপর অনেক কিছুর সাক্ষী থেকেছে এ দেশ ৷ দফায় দফায় কেন্দ্র-কৃষক বৈঠক, কয়েকশো কৃষকের মৃত্যু ৷ কৃষি আইন প্রত্যাহারের দাবিতে চলা এই কৃষক আন্দোলনের আঁচ গিয়ে পৌঁছয় বিদেশেও ৷ পপ স্টার রিহানা, গ্রেটা থুনবার্গের মতো ব্যক্তিত্বরা যা নিয়ে টুইট করেছিলেন ৷ অবশেষে কৃষকদের দীর্ঘ আন্দোলন সাফল্যের মুখ দেখেছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিছুদিন আগেই কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করেছিলেন ৷ এরপর সংসদের দুটি কক্ষেই কৃষি আইন প্রত্যাহার বিল পাশ হয়ে যায় ৷ যদিও আন্দোলনের পথ থেকে সরে আসতে চাননি আন্দোলনরত কৃষকরা ৷ কৃষিজ পণ্যের ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি স্থির করা-সহ অন্যান্য দাবিদাওয়া পূরণ না-হওয়া পর্যন্ত আন্দোলন চলবেই ৷ জানিয়ে দিয়েছিলেন তাঁরা ৷
তবে কৃষি আইন প্রত্যাহারের পর কৃষকদের বকেয়া দাবি পূরণের সম্মতি দিয়ে কৃষি সচিবের সই করা চিঠি পাঠানো হয় ৷ এরপরই বৈঠকে বসে সংযুক্ত কিষাণ মোর্চা ৷ বৈঠকের পরই আন্দোলন সমাপ্ত করার কথা ঘোষণা করা হয় ৷ কেন্দ্রের পাঠানো ওই চিঠিতে কী লেখা রয়েছে ? সেখানে কৃষকদের সমস্ত দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়েছে ৷ আন্দোলনের সময় যেসব কৃষকদের মৃত্যু হয়েছে তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে ৷ বিভিন্ন রাজ্যে কৃষকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা তুলে নেওয়ার কথা বলা হয়েছে ৷ রয়েছে নূন্যতম সহায়ক মূল্য নিয়ে ঘোষিত কমিটিতে কৃষক সংগঠনের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার কথাও ৷
আরও পড়ুন : Next Chief of Defence Staff : দেশের পরবর্তী সেনা সর্বাধিনায়ক কি সেনাপ্রধান এম এম নারাভানে ?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিশ্রুতি অনুযায়ী সংসদে কৃষি আইন প্রত্যাহার করা হয়েছে । এমএসপি, বিদ্যুৎ বিল মকুব, ফসলের গোড়া পোড়ানোকে অপরাধের তালিকা থেকে সরানো, আন্দোলনকারী কৃষকদের বিরুদ্ধে দায়ের হওয়া যাবতীয় মামলা প্রত্যাহার, 700-র বেশি মৃত কৃষকের পরিবারকে ক্ষতিপূরণের দাবিদাওয়া পূরণ হয়েছে ৷ অবশেষে বাড়ি ফিরছেন কৃষকরা ৷ জানা গিয়েছে, শুক্রবার বিকেল থেকে সিঙ্ঘু বর্ডার খালি করতে শুরু করবেন কৃষকরা ৷ শনিবারের মধ্যে সিঙ্ঘু বর্ডার থেকে বাড়ি ফিরে যাবেন সব কৃষক ৷