দিল্লি, 26 ফেব্রুয়ারি: সমকামী বিয়ে ভারতে মৌলিক অধিকার নয় । দিল্লি আদালতে এমনই দাবি করল কেন্দ্রীয় সরকার । তাদের দাবি, ভারতে বিয়ের অর্থ শুধু দুটো মানুষের একত্র হওয়া নয়, বিয়ে হল পরিবারের একটি অংশ হিসেবে দু জন জৈবিক পুরুষ ও মহিলার মধ্যে তৈরি হওয়া প্রতিষ্ঠান ।
সমপ্রেমী বিয়েতে স্বীকৃতি চেয়ে একাধিক পিটিশন জমা পড়েছে আদালতে । তারই বিরোধিতা করে দিল্লি আদালতে অ্যাফিডেভিট দাখিল করে কেন্দ্র । তাতে বলা হয়েছে, ''পরিবারের বিষয়গুলির থেকে অনেক দূরত্ব রয়েছে সমলিঙ্গের দুজনের বিয়ের নথিভুক্তকরণ ও স্বীকৃতিতে । সমলিঙ্গের দুজন মানুষের সঙ্গীর সঙ্গে লিভ-ইন করা বা যৌন সম্পর্ক স্থাপন করাকে কখনওই ভারতীয় পরিবারের ধারণার সঙ্গে তুলনা করা যাবে না। ভারতীয় পরিবার বলতেই ধরে নিয়ে হবে সেখানে স্বামী হিসেবে একজন জৈবিক পুরুষ, স্ত্রী হিসেবে একজন জৈবিক নারী এবং তাঁদের সঙ্গমে জন্মানো বাচ্চা থাকবে ।''
সমপ্রেমী বিয়ের স্বীকৃতির আবেদন খারিজ করে দেওয়ার আর্জি জানিয়ে কেন্দ্র আদালতকে বলেছে, একজন জৈবিক পুরুষকে স্বামী ও জৈবিক নারীকে স্ত্রী হিসেবে বিবেচিত করার বাইরে কিছু ভাবা হলে, তা সমস্ত বিধিবদ্ধ ব্যবস্থাকে নিষ্ক্রিয় করে দেবে । কেন্দ্রের মতে, বিয়ে হল দু জন ব্যক্তির একসঙ্গে থাকার সামাজিক স্বীকৃতি । এই স্বীকৃতি হয় ব্যক্তিগত আইন দেয়, নয়তো বিধিবদ্ধ আইন দেয় । এর মধ্যে বিচারব্যবস্থার কোনও হস্তক্ষেপ হলে তার ফলে ব্যক্তিগত আইনের সূক্ষ্ম ভারসাম্য নষ্ট হয়ে যাবে ।
আরও পড়ুন: দিল্লি হাইকোর্টে হিন্দু বিবাহ আইনে সমকামী বিবাহের স্বীকৃতির আর্জি
আদালত এই পিটিশন পর্যালোচনা করায় উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রের তরফে বলা হয়েছে, ''সমলিঙ্গের দুজনের বিয়েতে স্বীকৃতির কথা কোনও ব্যক্তিগত আইনেও বলা নেই, আবার বিধিবদ্ধ আইনেও বলা নেই ।''
সুপ্রিম কোর্ট তার রায়ে আগেই জানিয়ে দিয়েছে, সমপ্রেম অপরাধ নয় । সেই রায় নিয়ে কেন্দ্রের অবশ্য যুক্তি, শীর্ষ আদালত সমকামী সম্পর্কের থেকে অপরাধের তকমা সরিয়ে নিয়েছে, কিন্তু তাকে বৈধ বলে রায় দেয়নি ।