ETV Bharat / bharat

Azam Khan: দেশ থেকে বের করে দেওয়াই বাকি, ভোট প্রচারে চোখে জল সপার আজমের

author img

By

Published : Nov 28, 2022, 12:49 PM IST

আগামী 5 ডিসেম্বর উপ-নির্বাচন উত্তরপ্রদেশের রামপুর বিধানসভা আসনে (Rampur By-Election) ৷ রবিবার ওই আসনে সমাজবাদী পার্টির (Samajwadi Party) প্রার্থীর সমর্থনে প্রচারে যান আজম খান (Azam Khan) ৷ সেখানে তিনি জানান, তাঁকে দেশ থেকে বের করে দেওয়াই বাকি রয়েছে ৷

samajwadi-party-leader-azam-khan-in-rampur-nothing-left-expeling-expel-me-from-india
Azam Khan: দেশ থেকে বের করে দেওয়াই বাকি, ভোট প্রচারে চোখে জল সপার আজমের

রামপুর (উত্তরপ্রদেশ), 28 নভেম্বর: উপ-নির্বাচনের প্রচার সভায় আক্ষেপ প্রকাশ করলেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সমাজবাদী পার্টির নেতা আজম খান (Azam Khan) ৷ তাঁর দাবি, এবার তাঁকে দেশ থেকে বের করে দেওয়াই বাকি রয়েছে ৷ আর কবে সেটা ঘটবে তিনি তার জন্যই অপেক্ষা করছেন ৷

samajwadi-party-leader-azam-khan-in-rampur-nothing-left-expeling-expel-me-from-india
রামপুরে সমাজবাদী পার্টির সভা

আগামী 5 ডিসেম্বর উত্তরপ্রদেশের রামপুর বিধানসভা আসনে উপ-নির্বাচন (Rampur By-Election) ৷ ওই আসনে বিজেপি (BJP) ও সমাজবাদী পার্টির (Samajwadi Party) মুখোমুখি লড়াই হচ্ছে ৷ সপা সুপ্রিমো অখিলেশ যাদব (Akhilesh Yadav) ওই আসনে আসিম রাজাকে প্রার্থী করেছেন ৷ রবিবার রাজার সমর্থনে আয়োজিত প্রচার সভায় হাজির ছিলেন আজম খান ৷

সেখানে তিনি বলেন, ‘‘আপনাদের থেকে সুবিচারের আশায় এসেছি ৷ আপনাদের থেকে মৃত্যু চাইতে এসেছি ৷ এই জীবন থেকে ক্লান্ত হয়ে পড়েছি ৷ আমাকে চোর-ডাকাত বানিয়ে দিয়েছে ৷ এমন জীবন কি বাঁচা যায় ! আত্মহত্যা হারাম তাই বেঁচে আছি ৷ আমি তো অপেক্ষায় আছি কবে আমাকে এই দেশ থেকে বেরিয়ে যেতে বলবে ৷ আমাকে হিন্দুস্তান থেকে বেরিয়ে যেতে বলাই একমাত্র অন্যায় বাকি রয়ে গিয়েছে ৷’’

samajwadi-party-leader-azam-khan-in-rampur-nothing-left-expeling-expel-me-from-india
রামপুরে সমাজবাদী পার্টির সভায় আজম খান

রামপুরকে আজম খানের গড় বলা উত্তরপ্রদেশের রাজনীতিতে ৷ তিনি রামপুর থেকে দীর্ঘদিন সাংসদ থেকেছেন ৷ 2022 এর গোড়ায় হওয়া উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে জিতে তিনি রামপুরের বিধায়ক হয়েছেন ৷ কিন্তু 2019 এর লোকসভা নির্বাচনের সময় দেওয়া তাঁর ঘৃণা ভাষণের জেরে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন ৷ তাই তাঁর বিধায়ক পদ খারিজ হয়ে গিয়েছে ৷ সেই কারণে ওই আসনে উপ নির্বাচন হচ্ছে ৷

samajwadi-party-leader-azam-khan-in-rampur-nothing-left-expeling-expel-me-from-india
রামপুরে সমাজবাদী পার্টির সভায় আজম খান

সেই ইস্যুকে সামনে রেখেই তিনি নিজেকে নির্দোষ হিসেবে বোঝাতে চেয়েছেন বারবার ৷ আর তাঁকে বিজেপি রাজনৈতিক চক্রান্ত করে দোষী করতে চাইছেন, সেটাও উপস্থিত জনতাকে বারবার বোঝাতে চেয়েছেন ৷ তাই জনতার উদ্দেশ্যে আজম খানের আবেদন, ‘‘আপনারা আমার সঙ্গে বেইমানি করবেন না ৷’’ পাশাপাশি তাঁর ভোট অধিকার চলে যাওয়া নিয়েও আক্ষেপ প্রকাশ করেছেন এই সপা নেতা ৷

আরও পড়ুন: ঘৃণা ভাষণ দেওয়ায় তিন বছরের জেল সপা নেতা আজম খানের

রামপুর (উত্তরপ্রদেশ), 28 নভেম্বর: উপ-নির্বাচনের প্রচার সভায় আক্ষেপ প্রকাশ করলেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সমাজবাদী পার্টির নেতা আজম খান (Azam Khan) ৷ তাঁর দাবি, এবার তাঁকে দেশ থেকে বের করে দেওয়াই বাকি রয়েছে ৷ আর কবে সেটা ঘটবে তিনি তার জন্যই অপেক্ষা করছেন ৷

samajwadi-party-leader-azam-khan-in-rampur-nothing-left-expeling-expel-me-from-india
রামপুরে সমাজবাদী পার্টির সভা

আগামী 5 ডিসেম্বর উত্তরপ্রদেশের রামপুর বিধানসভা আসনে উপ-নির্বাচন (Rampur By-Election) ৷ ওই আসনে বিজেপি (BJP) ও সমাজবাদী পার্টির (Samajwadi Party) মুখোমুখি লড়াই হচ্ছে ৷ সপা সুপ্রিমো অখিলেশ যাদব (Akhilesh Yadav) ওই আসনে আসিম রাজাকে প্রার্থী করেছেন ৷ রবিবার রাজার সমর্থনে আয়োজিত প্রচার সভায় হাজির ছিলেন আজম খান ৷

সেখানে তিনি বলেন, ‘‘আপনাদের থেকে সুবিচারের আশায় এসেছি ৷ আপনাদের থেকে মৃত্যু চাইতে এসেছি ৷ এই জীবন থেকে ক্লান্ত হয়ে পড়েছি ৷ আমাকে চোর-ডাকাত বানিয়ে দিয়েছে ৷ এমন জীবন কি বাঁচা যায় ! আত্মহত্যা হারাম তাই বেঁচে আছি ৷ আমি তো অপেক্ষায় আছি কবে আমাকে এই দেশ থেকে বেরিয়ে যেতে বলবে ৷ আমাকে হিন্দুস্তান থেকে বেরিয়ে যেতে বলাই একমাত্র অন্যায় বাকি রয়ে গিয়েছে ৷’’

samajwadi-party-leader-azam-khan-in-rampur-nothing-left-expeling-expel-me-from-india
রামপুরে সমাজবাদী পার্টির সভায় আজম খান

রামপুরকে আজম খানের গড় বলা উত্তরপ্রদেশের রাজনীতিতে ৷ তিনি রামপুর থেকে দীর্ঘদিন সাংসদ থেকেছেন ৷ 2022 এর গোড়ায় হওয়া উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে জিতে তিনি রামপুরের বিধায়ক হয়েছেন ৷ কিন্তু 2019 এর লোকসভা নির্বাচনের সময় দেওয়া তাঁর ঘৃণা ভাষণের জেরে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন ৷ তাই তাঁর বিধায়ক পদ খারিজ হয়ে গিয়েছে ৷ সেই কারণে ওই আসনে উপ নির্বাচন হচ্ছে ৷

samajwadi-party-leader-azam-khan-in-rampur-nothing-left-expeling-expel-me-from-india
রামপুরে সমাজবাদী পার্টির সভায় আজম খান

সেই ইস্যুকে সামনে রেখেই তিনি নিজেকে নির্দোষ হিসেবে বোঝাতে চেয়েছেন বারবার ৷ আর তাঁকে বিজেপি রাজনৈতিক চক্রান্ত করে দোষী করতে চাইছেন, সেটাও উপস্থিত জনতাকে বারবার বোঝাতে চেয়েছেন ৷ তাই জনতার উদ্দেশ্যে আজম খানের আবেদন, ‘‘আপনারা আমার সঙ্গে বেইমানি করবেন না ৷’’ পাশাপাশি তাঁর ভোট অধিকার চলে যাওয়া নিয়েও আক্ষেপ প্রকাশ করেছেন এই সপা নেতা ৷

আরও পড়ুন: ঘৃণা ভাষণ দেওয়ায় তিন বছরের জেল সপা নেতা আজম খানের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.