ETV Bharat / bharat

Salman Khurshid on Ukraine Crisis : ইউক্রেন থেকে ভারতীয়দের ফেরাতে চাই কেন্দ্রের নির্দিষ্ট পরিকল্পনা, মত খুরশিদের - Many Students from Punjab Standard in Ukraine

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা সলমন খুরশিদ জানিয়েছেন, ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে ভারত সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করা উচিত (Salman Khurshid urges Centre to bring back stranded Indians) ৷

salman khurshid says centre must come up with clear proposal on bringing back stranded indians from ukraine
Salman Khurshid on Ukraine Crisis : ইউক্রেন থেকে ভারতীয়দের ফেরাতে চাই কেন্দ্রের নির্দিষ্ট পরিকল্পনা, মত খুরশিদের
author img

By

Published : Feb 25, 2022, 5:57 PM IST

ইম্ফল (মণিপুর), 25 ফেব্রুয়ারি : ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে ভারত সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করা উচিত ৷ শুক্রবার এই মন্তব্য করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা সলমন খুরশিদ (Salman Khurshid urges Centre to bring back stranded Indians) ৷ তিনি এই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপও দাগেন ৷ তাঁর প্রশ্ন, সরকার একটা বিমানে কিছু মানুষকে ফেরানো ছাড়া বাকিদের ফেরাতে কী পদক্ষেপ করেছে ?

তবে এই পরিস্থিতিতে তাঁরা সরকারের পাশে থাকবেন বলেও আশ্বাস দিয়েছেন ৷ এর আগে কুয়েত, আফগানিস্তানের মতো দেশে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয় ভারতীয়দের ৷ সেখান থেকেও ভারতীয়দের নিরাপদে উদ্ধার করা হয় ৷ সেই বিষয়টিও উল্লেখ করেন খুরশিদ ৷ তাই তিনি মনে করেন, সরকারি তরফে আপ্রাণ চেষ্টা করা হলে সমস্যার সমাধান হবেই ৷

তাঁর দাবি, আন্তর্জাতিক ক্ষেত্রের সিদ্ধান্ত একতরফা ভাবে নেওয়া যায় না ৷ সর্বদলীয় বৈঠক ডেকে এই বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ৷ তাহলে গোটা দেশ একই স্বরে মত প্রকাশ করতে পারবে বলে জানিয়েছেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা ৷

এদিকে ভারতের অনেক পড়ুয়া ইউক্রেনে আটকে (Many Indian Students Standard in Ukraine) ৷ এছাড়া আরও অনেকে আটকে রয়েছে সেখানে ৷ ফলে দেশে প্রতিটি পরিবারই উৎকণ্ঠায় কাটাচ্ছে ৷ এই পরিস্থিতিতে বিভিন্ন রাজ্য সরকার হেল্পলাইনের ব্যবস্থা করছে ৷ সেই তালিকায় রয়েছে অন্ধ্রপ্রদেশ সরকার (Andhra Pradesh Government Starts Help Desk for standard students in Ukraine) ৷ তাদের তরফে বিজয়ওয়াড়া এবং নয়াদিল্লিতে ইউক্রেনে আটকে পড়া পড়ুয়াদের জন্য হেল্পলাইন খোলা হয়েছে ৷ পড়ুয়া বা তার পরিবারের সদ্যরা ওই হেল্পলাইনে যোগাযোগ করে সাহায্য চাইতে পারেন ৷

সেই হেল্পলাইন হল -

দিল্লি : পি রবি শঙ্কর, ওএসডি, মোবাইল নম্বর - 9871999055

এমভিএস রামা রাও, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, মোবাইল নম্বর - 9871990081

এএসআরএন সাইবাবু, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, মোবাইল নম্বর - 9871999430, ল্যান্ডলাইন - 011-23384016

ইমেল আইডি - rcapbnd@gmail.com

বিজয়ওয়াড়া :

অন্ধ্রপ্রদেশ নন রেসিডেন্ট তেলেগু সোসাইটি (অন্ধ্র সরকারের একটি অংশ), ওয়েবসাইট - https://www.apnrts.ap.gov.in/

24/7 হেল্পলাইন - 0863-2340678, হোয়াটসঅ্যাপ - +91-8500027678, ইমেল : helpline@apnrts.com , info@apnrts.com

অন্যদিকে পঞ্জাবেরও অনেক পড়ুয়া আটকে পড়েছেন ইউক্রেনে (Many Students from Punjab Standard in Ukraine) ৷ তাদের পরিবারও বিষয়টি নিয়ে চিন্তিত ৷ তাঁরা চাইছেন দ্রুত তাঁদের বাড়ির সদস্যরা দেশে ফিরে আসুক ৷ সেই তালিকায় রয়েছেন ফরিদকোটের মাহমুয়ানা গ্রামের এক ছাত্রী খুশবিন্দর কৌর ৷ তিনি এমবিবিএস পড়তে গিয়ে আটকে পড়েছেন ৷ এই পরিস্থিতিতে সেখানে থাকতে ভরসা পাচ্ছেন না ৷ 24 তারিখে তাঁর ফেরার টিকিট ছিল ৷ কিন্তু বিমান বাতিল হয়ে যাওয়ায় তিনি ফিরতে পারেননি ৷ তাই তাঁর পরিবার চায় যে দ্রুত যাতে তাঁকে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয় ৷

আরও পড়ুন : Indian Students Trapped in Ukraine : ইউক্রেন-রাশিয়া সীমান্তে বেসমেন্টে লুকিয়ে 400 ভারতীয় পড়ুয়া

ইম্ফল (মণিপুর), 25 ফেব্রুয়ারি : ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে ভারত সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করা উচিত ৷ শুক্রবার এই মন্তব্য করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা সলমন খুরশিদ (Salman Khurshid urges Centre to bring back stranded Indians) ৷ তিনি এই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপও দাগেন ৷ তাঁর প্রশ্ন, সরকার একটা বিমানে কিছু মানুষকে ফেরানো ছাড়া বাকিদের ফেরাতে কী পদক্ষেপ করেছে ?

তবে এই পরিস্থিতিতে তাঁরা সরকারের পাশে থাকবেন বলেও আশ্বাস দিয়েছেন ৷ এর আগে কুয়েত, আফগানিস্তানের মতো দেশে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয় ভারতীয়দের ৷ সেখান থেকেও ভারতীয়দের নিরাপদে উদ্ধার করা হয় ৷ সেই বিষয়টিও উল্লেখ করেন খুরশিদ ৷ তাই তিনি মনে করেন, সরকারি তরফে আপ্রাণ চেষ্টা করা হলে সমস্যার সমাধান হবেই ৷

তাঁর দাবি, আন্তর্জাতিক ক্ষেত্রের সিদ্ধান্ত একতরফা ভাবে নেওয়া যায় না ৷ সর্বদলীয় বৈঠক ডেকে এই বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ৷ তাহলে গোটা দেশ একই স্বরে মত প্রকাশ করতে পারবে বলে জানিয়েছেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা ৷

এদিকে ভারতের অনেক পড়ুয়া ইউক্রেনে আটকে (Many Indian Students Standard in Ukraine) ৷ এছাড়া আরও অনেকে আটকে রয়েছে সেখানে ৷ ফলে দেশে প্রতিটি পরিবারই উৎকণ্ঠায় কাটাচ্ছে ৷ এই পরিস্থিতিতে বিভিন্ন রাজ্য সরকার হেল্পলাইনের ব্যবস্থা করছে ৷ সেই তালিকায় রয়েছে অন্ধ্রপ্রদেশ সরকার (Andhra Pradesh Government Starts Help Desk for standard students in Ukraine) ৷ তাদের তরফে বিজয়ওয়াড়া এবং নয়াদিল্লিতে ইউক্রেনে আটকে পড়া পড়ুয়াদের জন্য হেল্পলাইন খোলা হয়েছে ৷ পড়ুয়া বা তার পরিবারের সদ্যরা ওই হেল্পলাইনে যোগাযোগ করে সাহায্য চাইতে পারেন ৷

সেই হেল্পলাইন হল -

দিল্লি : পি রবি শঙ্কর, ওএসডি, মোবাইল নম্বর - 9871999055

এমভিএস রামা রাও, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, মোবাইল নম্বর - 9871990081

এএসআরএন সাইবাবু, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, মোবাইল নম্বর - 9871999430, ল্যান্ডলাইন - 011-23384016

ইমেল আইডি - rcapbnd@gmail.com

বিজয়ওয়াড়া :

অন্ধ্রপ্রদেশ নন রেসিডেন্ট তেলেগু সোসাইটি (অন্ধ্র সরকারের একটি অংশ), ওয়েবসাইট - https://www.apnrts.ap.gov.in/

24/7 হেল্পলাইন - 0863-2340678, হোয়াটসঅ্যাপ - +91-8500027678, ইমেল : helpline@apnrts.com , info@apnrts.com

অন্যদিকে পঞ্জাবেরও অনেক পড়ুয়া আটকে পড়েছেন ইউক্রেনে (Many Students from Punjab Standard in Ukraine) ৷ তাদের পরিবারও বিষয়টি নিয়ে চিন্তিত ৷ তাঁরা চাইছেন দ্রুত তাঁদের বাড়ির সদস্যরা দেশে ফিরে আসুক ৷ সেই তালিকায় রয়েছেন ফরিদকোটের মাহমুয়ানা গ্রামের এক ছাত্রী খুশবিন্দর কৌর ৷ তিনি এমবিবিএস পড়তে গিয়ে আটকে পড়েছেন ৷ এই পরিস্থিতিতে সেখানে থাকতে ভরসা পাচ্ছেন না ৷ 24 তারিখে তাঁর ফেরার টিকিট ছিল ৷ কিন্তু বিমান বাতিল হয়ে যাওয়ায় তিনি ফিরতে পারেননি ৷ তাই তাঁর পরিবার চায় যে দ্রুত যাতে তাঁকে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয় ৷

আরও পড়ুন : Indian Students Trapped in Ukraine : ইউক্রেন-রাশিয়া সীমান্তে বেসমেন্টে লুকিয়ে 400 ভারতীয় পড়ুয়া

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.