ETV Bharat / bharat

Threat Letter to Salman : চিঠি পাঠিয়ে হুমকি সলমনকে, তদন্তে পুলিশ - Death Threat to Salman

এর আগেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে সলমন খানকে (Salman Khan and his father Salim Khan received a threat letter) ৷ শোনা যায় এর পিছনে কোনও গ্যাংস্টারের হাত রয়েছে ৷

Threat to Salman Khan
চিঠি পাঠিয়ে হুমকি সলমনকে
author img

By

Published : Jun 5, 2022, 8:08 PM IST

Updated : Jun 5, 2022, 9:13 PM IST

মুম্বই, 5 জুন : চিঠি পাঠিয়ে হুমকি দেওয়া হল বলিউড সুপারস্টার সলমন খান ও তাঁর বাবা সেলিম খানকে (Salman Khan and his father Salim Khan received a threat letter) ৷ বান্দ্রা পুলিশ এফআইআর রুজু করে এর তদন্ত শুরু করেছে ৷

  • Maharashtra | Actor Salman Khan & his father Salim Khan received a threat letter, today. Bandra Police has filed an FIR against an unknown person & further probe is underway: Mumbai Police

    (File pic) pic.twitter.com/wAKZlgHNH2

    — ANI (@ANI) June 5, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জানা গিয়েছে, বান্দ্রা বাসস্ট্যান্ড থেকে এই হুমকি ভরা উড়ো চিঠি উদ্ধার হয়েছে ৷ যে এলাকা থেকে চিঠিটি উদ্ধার হয়েছে, রোজ প্রাতঃভ্রমণ শেষে সেখানেই বিশ্রাম নেন সেলিম খান ৷ তাঁর নিরাপত্তারক্ষীই এদিন সকাল সাড়ে 7টা নাগাদ চিঠিটি দেখতে পান ৷

আরও পড়ুন : করোনা আক্রান্ত শাহরুখ-ক্যাটরিনা, বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডরের আরোগ্য কামনা মমতার

এর আগেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে সলমন খানকে ৷ শোনা যায় এর পিছনে কোনও গ্যাংস্টারের হাত রয়েছে ৷ সম্প্রতি পঞ্জাবে খুন হয়েছেন সঙ্গীতশিল্পী সিধু মুসওয়ালা ৷ তাঁর খুনের পিছনেও উঠে এসেছে এক গ্যাংস্টারের নাম ৷ খুনের আগে একাধিকবার হুমকি দেওয়া হয়েছিল মুসওয়ালাকে ৷ তাই সলমনকে নতুন করে এই হুমকির খবরে উত্তেজনা রীতিমতো আলোড়ন ছড়িয়েছে সংশ্লিষ্ট মহলে ৷

মুম্বই, 5 জুন : চিঠি পাঠিয়ে হুমকি দেওয়া হল বলিউড সুপারস্টার সলমন খান ও তাঁর বাবা সেলিম খানকে (Salman Khan and his father Salim Khan received a threat letter) ৷ বান্দ্রা পুলিশ এফআইআর রুজু করে এর তদন্ত শুরু করেছে ৷

  • Maharashtra | Actor Salman Khan & his father Salim Khan received a threat letter, today. Bandra Police has filed an FIR against an unknown person & further probe is underway: Mumbai Police

    (File pic) pic.twitter.com/wAKZlgHNH2

    — ANI (@ANI) June 5, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জানা গিয়েছে, বান্দ্রা বাসস্ট্যান্ড থেকে এই হুমকি ভরা উড়ো চিঠি উদ্ধার হয়েছে ৷ যে এলাকা থেকে চিঠিটি উদ্ধার হয়েছে, রোজ প্রাতঃভ্রমণ শেষে সেখানেই বিশ্রাম নেন সেলিম খান ৷ তাঁর নিরাপত্তারক্ষীই এদিন সকাল সাড়ে 7টা নাগাদ চিঠিটি দেখতে পান ৷

আরও পড়ুন : করোনা আক্রান্ত শাহরুখ-ক্যাটরিনা, বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডরের আরোগ্য কামনা মমতার

এর আগেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে সলমন খানকে ৷ শোনা যায় এর পিছনে কোনও গ্যাংস্টারের হাত রয়েছে ৷ সম্প্রতি পঞ্জাবে খুন হয়েছেন সঙ্গীতশিল্পী সিধু মুসওয়ালা ৷ তাঁর খুনের পিছনেও উঠে এসেছে এক গ্যাংস্টারের নাম ৷ খুনের আগে একাধিকবার হুমকি দেওয়া হয়েছিল মুসওয়ালাকে ৷ তাই সলমনকে নতুন করে এই হুমকির খবরে উত্তেজনা রীতিমতো আলোড়ন ছড়িয়েছে সংশ্লিষ্ট মহলে ৷

Last Updated : Jun 5, 2022, 9:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.