ম্যাঞ্চেস্টার, 25 অক্টোবর : প্রিমিয়ার লিগের সুপার সানডে-তে লজ্জার রাত কাটিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা ৷ ইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে লিভারপুলের কাছে 5-0 গোলে পর্যদুস্ত রেড ডেভিলসরা ৷ মহম্মদ সালাহদের দুরন্ত ফুটবলের সামনে কার্যত দাঁড়াতে পারেননি লিন্ডেলফ, ম্যাগুয়েররা ৷ 38, 45 এবং 50 মিনিটে গোল করেন সালাহ ৷ তাঁর দাপটেই ছন্নছাড়া ফুটবল খেলতে শুরু করে ম্যাঞ্চেস্টার ৷
আরও পড়ুন : Man United vs Liverpool : সালাহর হ্যাটট্রিকে ঘরের মাঠে লজ্জার রাত রোনাল্ডোদের
ম্যাঞ্চেস্টারকে শুধু মাটিই ধরাননি, প্রিমিয়ার লিগে রেকর্ডও গড়ে ফেলেছেন মহম্মদ সালাহ ৷ প্রিমিয়ার লিগের ইতিহাসে আফ্রিকান খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি গোলের রেকর্ড করে ফেললেন এই মিশরীয় খেলোয়াড় ৷ 167টি ম্যাচে 107টি গোল করে ফেললেন তিনি ৷ যার মধ্যে চেলসির হয়ে করেছিলেন 2টি গোল ৷ বাকি 105টি গোল করেছেন লিভারপুলের হয়ে ৷
-
The highest-scoring African player in @PremierLeague history.👑
— Liverpool FC (@LFC) October 24, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Incredible, @MoSalah 👏 pic.twitter.com/BlUXCjM6Kr
">The highest-scoring African player in @PremierLeague history.👑
— Liverpool FC (@LFC) October 24, 2021
Incredible, @MoSalah 👏 pic.twitter.com/BlUXCjM6KrThe highest-scoring African player in @PremierLeague history.👑
— Liverpool FC (@LFC) October 24, 2021
Incredible, @MoSalah 👏 pic.twitter.com/BlUXCjM6Kr
এর আগে 104টি গোল করে আইভারি কোস্টের প্রবাদপ্রতীম খেলোয়াড় দিদিয়ের দ্রোগবার সঙ্গে একাসনে বসেছিলেন তিনি ৷ ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে তিন গোল করে এবার দ্রোগবাকেও টপকে গেলেন তিনি ৷ তিন নম্বরেই রয়েছেন সালাহর লিভারপুলেরই সতীর্থ সাদিও মানে ৷