ETV Bharat / bharat

তুষার-শুভেন্দু সাক্ষাৎকার বিষয়ে জানতে চেয়ে আরটিআই - তথ্য জানার অধিকার আইন, 2005

1 জুলাই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কি আদৌ সলিসিটর জেনারেল তুষার মেহতার সঙ্গে দেখা করেছিলেন ? এই সাক্ষাৎকার ঘিরে ক্রমে কৌতূহল জাগছে সাধারণ থেকে সমাজকর্মীর সর্বস্তরে ৷ এই বিষয়ে জানতে চেয়ে আরটিআই অনুযায়ী আইন মন্ত্রকের কাছে চিঠি দিলেন সমাজকর্মী সাকেত গোখেল ৷

শুভেন্দু অধিকারী
শুভেন্দু অধিকারী
author img

By

Published : Jul 4, 2021, 3:50 PM IST

নয়া দিল্লি, 4 জুলাই : পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা আর সলিসিটর জেনারেল তুষার মেহতার মধ্যে বৈঠকের অভিযোগ নিয়ে ক্রমশই জল ঘোলা হচ্ছে ৷ 1 জুলাই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আর দেশের সলিসিটর জেনারেল (SGI) তুষার মেহতার মধ্য়ে সাক্ষাৎকার বিষয়ে তথ্য চাইলেন প্রাক্তন সাংবাদিক, সমাজকর্মী সাকেত গোখেল ৷ এই বিষয়ে আইন মন্ত্রকের অধীনে "রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, 2005" (RTI Act 2005) বা তথ্য জানার অধিকার আইন, 2005 অনুযায়ী আইন বিষয়ক দফতরের (Department of Legal Affairs) কাছে জানতে চেয়েছেন সাকেত গোখেল ৷

আইন দফতরের যুগ্ম সচিব ও আইনি পরামর্শদাতা ডাঃ অঞ্জু রাঠি রানাকে একটি চিঠি দেন সমাজকর্মী সাকেত ৷ সেখানে তিনি লেখেন, "এসজিআই (SGI) সেন্ট্রাল ব্য়ুরো অফ ইনভেস্টিগেশন (CBI)-এর প্রতিনিধিত্ব করছেন, আর শুভেন্দু অধিকারী একজন অভিযুক্ত ৷ এতে বিরোধী স্বার্থ স্পষ্ট ৷ আর এই কাজ অনুচিত ৷"

আরও পড়ুন : তুষার মেহতার অপসারণের দাবিতে সোমবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে তৃণমূল

দেশের সলিসিটর জেনারেল আইন বিষয়ক দফতরের কাছে (Department of Legal Affairs) বা কেন্দ্রীয় সরকারের অন্য কোনও দফতরের কাছে এই সাক্ষাৎকার বিষয়ে লিখিত কিছু দিয়েছেন কি না, সেই প্রসঙ্গে আইন মন্ত্রকের কাছে জানতে চান সমাজকর্মী ৷

তিনি লেখেন, "দয়া করে জানান যে, আইন বিষয়ক দফতর কি কোনও প্রাথমিক তদন্ত করেছে ? বা 1 জুলাই শুভেন্দু অধিকারীর সঙ্গে এসজিআই তুষার মেহতার দেখা করার অভিযোগে তাঁকে শোকজ নোটিস দিয়েছে ৷ সলিসিটর জেনারেলের অফিসের কাছে আইন বিষয়ক দফতর ওই সাক্ষাৎকার, বৈঠকের রেকর্ড আর ভিডিয়ো ফুটেজ চেয়েছে কি না, যাতে নিশ্চিত করা যায় যে, 1 জুলাই এসজিআই তুষার মেহতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছিল ৷"

ইতিমধ্যে, তুষার মেহতা বিজেপি নেতার সঙ্গে এই সাক্ষাৎকার অস্বীকার করেছেন ৷ এর সপক্ষে তিনি জানিয়েছেন যে, বিজেপি নেতা "আগে থেকে কিছু না জানিয়ে" তাঁর বাড়িতে এসেছিলেন ৷ আর বিজেপি নেতা মুখে কুলুপ এঁটেছেন ৷

নয়া দিল্লি, 4 জুলাই : পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা আর সলিসিটর জেনারেল তুষার মেহতার মধ্যে বৈঠকের অভিযোগ নিয়ে ক্রমশই জল ঘোলা হচ্ছে ৷ 1 জুলাই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আর দেশের সলিসিটর জেনারেল (SGI) তুষার মেহতার মধ্য়ে সাক্ষাৎকার বিষয়ে তথ্য চাইলেন প্রাক্তন সাংবাদিক, সমাজকর্মী সাকেত গোখেল ৷ এই বিষয়ে আইন মন্ত্রকের অধীনে "রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, 2005" (RTI Act 2005) বা তথ্য জানার অধিকার আইন, 2005 অনুযায়ী আইন বিষয়ক দফতরের (Department of Legal Affairs) কাছে জানতে চেয়েছেন সাকেত গোখেল ৷

আইন দফতরের যুগ্ম সচিব ও আইনি পরামর্শদাতা ডাঃ অঞ্জু রাঠি রানাকে একটি চিঠি দেন সমাজকর্মী সাকেত ৷ সেখানে তিনি লেখেন, "এসজিআই (SGI) সেন্ট্রাল ব্য়ুরো অফ ইনভেস্টিগেশন (CBI)-এর প্রতিনিধিত্ব করছেন, আর শুভেন্দু অধিকারী একজন অভিযুক্ত ৷ এতে বিরোধী স্বার্থ স্পষ্ট ৷ আর এই কাজ অনুচিত ৷"

আরও পড়ুন : তুষার মেহতার অপসারণের দাবিতে সোমবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে তৃণমূল

দেশের সলিসিটর জেনারেল আইন বিষয়ক দফতরের কাছে (Department of Legal Affairs) বা কেন্দ্রীয় সরকারের অন্য কোনও দফতরের কাছে এই সাক্ষাৎকার বিষয়ে লিখিত কিছু দিয়েছেন কি না, সেই প্রসঙ্গে আইন মন্ত্রকের কাছে জানতে চান সমাজকর্মী ৷

তিনি লেখেন, "দয়া করে জানান যে, আইন বিষয়ক দফতর কি কোনও প্রাথমিক তদন্ত করেছে ? বা 1 জুলাই শুভেন্দু অধিকারীর সঙ্গে এসজিআই তুষার মেহতার দেখা করার অভিযোগে তাঁকে শোকজ নোটিস দিয়েছে ৷ সলিসিটর জেনারেলের অফিসের কাছে আইন বিষয়ক দফতর ওই সাক্ষাৎকার, বৈঠকের রেকর্ড আর ভিডিয়ো ফুটেজ চেয়েছে কি না, যাতে নিশ্চিত করা যায় যে, 1 জুলাই এসজিআই তুষার মেহতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছিল ৷"

ইতিমধ্যে, তুষার মেহতা বিজেপি নেতার সঙ্গে এই সাক্ষাৎকার অস্বীকার করেছেন ৷ এর সপক্ষে তিনি জানিয়েছেন যে, বিজেপি নেতা "আগে থেকে কিছু না জানিয়ে" তাঁর বাড়িতে এসেছিলেন ৷ আর বিজেপি নেতা মুখে কুলুপ এঁটেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.