নয়াদিল্লি, 13 সেপ্টেম্বর : বিজ্ঞাপন বিতর্ক পিছু ছাড়ছে না উত্তরপ্রদেশ সরকারের ৷ কীভাবে ঘটল, এত বড় একটা ভুল ? এবার তারই জবাবদিহি চাইলেন সদ্য তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া আরটিআই (RTI) কর্মী সাকেত গোখলে (Saket Gokhale) ৷ উত্তরপ্রদেশ সরকারের কাছে বেশ কয়েকটি প্রশ্নের জবাব চেয়েছেন তিনি ৷ আরটিআই আবেদনের সেই নথি পরে নিজের টুইটার হ্য়ান্ডেলেও শেয়ার করেন সাকেত ৷
আরও পড়ুন : Yogi Adityanath Advt : যোগীর উন্নয়নের বিজ্ঞাপনে মা ফ্লাইওভার, তীব্র কটাক্ষ অভিষেক-মহুয়ার
মূলত তিনটি প্রশ্নের উত্তর সর্বসমক্ষে আনার দাবি তুলেছেন সাকেত গোখলে ৷ তাঁর প্রথম প্রশ্ন, উত্তরপ্রদেশ সরকারের ওই বিজ্ঞাপনে যে ভুল করা হয়েছিল, সেই বিজ্ঞাপন কি উত্তরপ্রদেশ সরকারই তৈরি করেছিল ? নাকি সেটা সংশ্লিষ্ট সংবাদপত্রের তৈরি করা ছিল ? সাকেতের দ্বিতীয় প্রশ্ন, অজয় বিশতের (মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পূর্ব নাম) তরফে কে ওই বিজ্ঞাপনটি ছাপার জন্য ছাড়পত্র দিয়েছিলেন ? এছাড়াও, চুক্তি অনুযায়ী সংশ্লিষ্ট সংবাদপত্রটিতে কে, কোন কোন দায়িত্বে রয়েছেন ? সাকেতের সাফ কথা, গোটা ঘটনায় যদি যোগী সরকার সংবাদমাধ্যমকে বলির পাঁঠা করার চেষ্টা করে, তবে সকলকে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ৷
প্রসঙ্গত, রবিবার একটি জনপ্রিয় ইংরেজি সংবাদপত্রে উত্তরপ্রদেশ সরকারের একটি বিজ্ঞাপন প্রকাশ করা হয় ৷ যোগী আদিত্যনাথ ওরফে অজয় বিশতের আমলে রাজ্য়ের কত উন্নতি হয়েছে, সেটা আমজনতাকে বোঝাতেই এই বিজ্ঞাপন ৷ কিন্তু, বিজ্ঞাপনের ছবির কোলাজে কলকাতার ‘মা’ উড়ালপুলের ছবি ছেপেই বিপাকে পড়ে যায় যোগী সরকার ৷ যদিও সংশ্লিষ্ট সংবাদপত্র কর্তৃপক্ষের দাবি, এতে সরকারের কোনও দোষ নেই ৷ ভুলটা হয়েছে তাদের তরফেই ৷ এমনকী, এই বিষয়ে টুইটে নিজেদের ভুল স্বীকারও করেছে তারা ৷
আরও পড়ুন : Maa Flyover: যোগীর বিজ্ঞাপনের নিন্দায় তৃণমূল-বাম-কংগ্রেস, ভুল মানতে নারাজ বিজেপি !
-
Filed an RTI with UP Govt asking:
— Saket Gokhale (@SaketGokhale) September 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
(a) if the fake ad y'day was made by UP govt or Indian Express
(b) who approved the ad from Ajay Bisht's team
(c) copy of contract with Indian Express specifying who's in charge of what.
We need to stand up if media is being bullied by Bisht pic.twitter.com/sIQI7tL2yU
">Filed an RTI with UP Govt asking:
— Saket Gokhale (@SaketGokhale) September 13, 2021
(a) if the fake ad y'day was made by UP govt or Indian Express
(b) who approved the ad from Ajay Bisht's team
(c) copy of contract with Indian Express specifying who's in charge of what.
We need to stand up if media is being bullied by Bisht pic.twitter.com/sIQI7tL2yUFiled an RTI with UP Govt asking:
— Saket Gokhale (@SaketGokhale) September 13, 2021
(a) if the fake ad y'day was made by UP govt or Indian Express
(b) who approved the ad from Ajay Bisht's team
(c) copy of contract with Indian Express specifying who's in charge of what.
We need to stand up if media is being bullied by Bisht pic.twitter.com/sIQI7tL2yU
তবে এটুকুতে ভবি যে ভোলার নয়, তা সাকেতের পদক্ষেপেই স্পষ্ট ৷ ইতিমধ্যেই তৃণমূলের নেতা, সাংসদ-সহ অন্যরা ঘটনার কড়া সমালোচনা করেছেন ৷ সমালোচনা শোনা গিয়েছে বিজেপি-বিরোধী দলগুলির তরফেও ৷ আর এবার ‘আসল’ ঘটনা জানতে তথ্য জানার অধিকার আইনের দ্বারস্থ হলেন আরটিআই কর্মী তথা তৃণমূলের সদস্য সাকেত গোখলে ৷ তাঁর বার্তা স্পষ্ট, সত্যিই সংশ্লিষ্ট সংবাদপত্রের কোনও ভুল হয়েছিল, নাকি যোগী সরকারই গোটা ঘটনার জন্য দায়ী, তাতে সন্দেহের অবকাশ থেকে যাচ্ছে ৷ এমনকী, পরিস্থিতির চাপে সংশ্লিষ্ট সংবাদপত্রের দায়িত্বে থাকা ব্যক্তিদের উপর সরকার চাপ দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন সাকেত ৷ আর সেই কারণেই প্রয়োজনে সংবাদমাধ্যমের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি ৷