নয়াদিল্লি, 2 জুন : ‘সন্তুর’, বাদ্যযন্ত্রটির সঙ্গে সঙ্গীতের শ্রোতাদের প্রেমে ফেলার অন্যতম হোতা ভজন সোপরি ৷ বৃহস্পতিবার প্রয়াত হলেন কিংবদন্তি শিল্পী ৷ দীর্ঘদিন ধরেই কোলন ক্যানসারে ভুগছিলেন শিল্পী ৷ মৃত্যুকালে বয়স হয়েছিল 73 বছর (Pandit Bhajan Sopori passes away)।
সন্তুর সন্ন্যাসী রেখে গেলেন তাঁর দুই ছেলে, সৌরভ এবং অভয়কে ৷ যারা ভজন সোপরির যোগ্য উত্তরসূরি ৷ অভয় সংবাদসংস্থাকে জানিয়েছেন, ‘‘গত বছর জুনে বাবার কোলন ক্যানসার ধরা পড়ে ৷ গুরুগ্রামের কাছে ফর্টিসে ভর্তি করা হয়েছিল ৷ টানা 3 সপ্তাহ ধরে ইমিউনোথেরাপি চিকিৎসা চললেও কোনও লাভ হয়নি ৷’’ শুক্রবার লোধি রোড শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে ৷
আরও পড়ুন : থামল শিব-হরি জুটির সুরসাধনা, প্রয়াত কিংবদন্তি ‘সন্তুর’ বাদক শিবকুমার
কর্মজীবনের একাধিক পুরস্কার পেয়েছেন তিনি ৷ 2004 সালে পদ্মশ্রী, 1992 সালে সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার এবং জম্মু ও কাশ্মীর স্টেট লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড রয়েছে তাঁর ঝুলিতে ৷