ETV Bharat / bharat

Saina on UP Polls : জেলা পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ঝড়, যোগীকে অভিনন্দন জানিয়ে তোপের মুখে সাইনা - সাইনা নেহওয়ালের অভিনন্দন

উত্তরপ্রদেশে জেলা পঞ্চায়েত চেয়ারপার্সন নির্বাচনে (UP Zila Panchayat Chairperson Election) বিজেপি ঝড় ৷ 75টির মধ্যে 67টিতেই জয়ী গেরুয়া শিবির ৷ এই জয়ের পর যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath) অভিনন্দন জানিয়ে তোপের মুখে পড়লেন সাইনা নেহওয়াল (Saina Nehwal) ৷

Saina Nehwal reacts On BJP's Big win In UP Local Body Polls
জেলা পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ঝড়, যোগীকে অভিনন্দন জানিয়ে তোপের মুখে সাইনা
author img

By

Published : Jul 4, 2021, 12:56 PM IST

লখনউ, 4 জুলাই : উত্তরপ্রদেশের জেলা পঞ্চায়েত চেয়ারপার্সন নির্বাচনে (UP Zila Panchayat Chairperson Election) গেরুয়া ঝড়ে উড়ে গিয়েছে বিরোধীরা ৷ সামনের বছরই এই রাজ্যে বিধানসভা নির্বাচন ৷ তার আগে ভোটের এই ফলাফলকে বিজেপির বিপুল জয় হিসেবেই দেখছেন ব্যাডমিন্টন স্টার সাইনা নেহওয়াল (Saina Nehwal) ৷ তিনি এই জয়ের জন্য টুইট করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath) অভিনন্দন জানিয়েছেন ৷ যদিও এই টুইটের পরই তাঁকে একহাত নিয়েছেন বিরোধীরা ৷

টুইটে সাইনা লিখেছেন, "উত্তরপ্রদেশের জেলা পঞ্চায়েত চেয়ারপার্সন নির্বাচনে বিপুল জয়ের জন্য যোগী আদিত্যনাথ স্যারকে আন্তরিক অভিনন্দন জানাই ৷"

সানিয়ার এই টুইট ভাল ভাবে নেননি বিরোধীরা ৷ রাষ্ট্রীয় লোকদলের সভাপতি জয়ন্ত চৌধরি তাঁকে সরকারি শাটলার বলে কটাক্ষ করেছেন ৷

আরও পড়ুন: অযোধ্যার উন্নয়ন নিয়ে যোগীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক মোদির

  • सरकारी shuttler recognises BJP skill in smashing peoples’ verdict!

    I think voters need to play a subtle drop shot on celebs trying to influence their decisions! https://t.co/6rlxDk5I6L

    — Jayant Chaudhary (@jayantrld) July 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তামিলনাড়ু কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান জে আসলাম বাশা কটাক্ষের সুরে বলেন, কেন তুমি খেলা ছেড়ে দিচ্ছো ?

উত্তরপ্রদেশের জেলা পঞ্চায়েতের চেয়ারপার্সন নির্বাচনে 75টি আসনের মধ্যে 67টিতেই জয়ী হয়েছে গেরুয়া শিবির ৷ অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি মাত্র 5টি আসন পেয়েছে ৷ আর একটি করে আসনে জিতেছে রাষ্ট্রীয় লোক দল, জনসত্তা দল ও একজন নির্দল প্রার্থী ৷ এই ভোটে লড়েনি মায়াবতীর বহুজন সমাজ পার্টি ৷

গত জেলা পঞ্চায়েত চেয়ারপার্সন নির্বাচনের ছবিটা ছিল একেবারে উল্টো ৷ 2016 সালে 75টি আসনের মধ্যে 60টিই জিতে নিয়েছিল অখিলেশের সমাজবাদী পার্টি ৷ সামনের বছরই রাজ্যে বিধানসভা নির্বাচন ৷ কাজেই তার আগে পঞ্চায়েত নির্বাচনে বিজেপির এই বিপুল জয়ে খুশির হাওয়া বিজেপির অন্দরমহলে ৷ তবে বিশেষজ্ঞদের দাবি, বিধানসভা নির্বাচনে কার পালে হাওয়া লাগবে, এই ফলাফল দেখে তার দিশা নিরুপণ করা যাবে না ৷ তবে স্থানীয় ক্ষেত্রে এই জয়কেই প্রচারের কাজে হাতিয়ার করতে চাইবে যোগী আদিত্যনাথের দল ৷

আরও পড়ুন: যোগী-রাজ্যে 10 শতাংশ ব্রাহ্মণ ভোট, অঙ্ক কষেই কি জিতিনকে দলে নিল বিজেপি ?

এই জয়ের পর টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, "উন্নয়ন, গণ পরিষেবা ও আইনের শাসনে খুশি হয়ে মানুষ আশীর্বাদ করেছেন, তারই ফল উত্তরপ্রদেশের জেলা পঞ্চায়েত নির্বাচনে বিজেপির গৌরবময় জয় ৷ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নীতি এবং দলের কর্মীদের কঠিন ও নিরলস পরিশ্রম এই জয়ের কৃতিত্বের দাবিদার ৷" উত্তরপ্রদেশ বিজেপির প্রধান স্বতন্দ্র দেব সিং এই জয়ের পর দাবি করেছেন, "2022 সালের বিধানসভা নির্বাচনেও আমরাই জিতব ৷"

এই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন বিজেপির 21 জন ও সমাজবাদী পার্টির একজন প্রার্থী ৷ উত্তরপ্রদেশে প্রায় 3000 জন জেলা পঞ্চায়েত সদস্য রয়েছেন ৷ এই নির্বাচন রাজ্যের 75টি জেলার চেয়ারপার্সনদের নির্বাচিত করে ৷

লখনউ, 4 জুলাই : উত্তরপ্রদেশের জেলা পঞ্চায়েত চেয়ারপার্সন নির্বাচনে (UP Zila Panchayat Chairperson Election) গেরুয়া ঝড়ে উড়ে গিয়েছে বিরোধীরা ৷ সামনের বছরই এই রাজ্যে বিধানসভা নির্বাচন ৷ তার আগে ভোটের এই ফলাফলকে বিজেপির বিপুল জয় হিসেবেই দেখছেন ব্যাডমিন্টন স্টার সাইনা নেহওয়াল (Saina Nehwal) ৷ তিনি এই জয়ের জন্য টুইট করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath) অভিনন্দন জানিয়েছেন ৷ যদিও এই টুইটের পরই তাঁকে একহাত নিয়েছেন বিরোধীরা ৷

টুইটে সাইনা লিখেছেন, "উত্তরপ্রদেশের জেলা পঞ্চায়েত চেয়ারপার্সন নির্বাচনে বিপুল জয়ের জন্য যোগী আদিত্যনাথ স্যারকে আন্তরিক অভিনন্দন জানাই ৷"

সানিয়ার এই টুইট ভাল ভাবে নেননি বিরোধীরা ৷ রাষ্ট্রীয় লোকদলের সভাপতি জয়ন্ত চৌধরি তাঁকে সরকারি শাটলার বলে কটাক্ষ করেছেন ৷

আরও পড়ুন: অযোধ্যার উন্নয়ন নিয়ে যোগীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক মোদির

  • सरकारी shuttler recognises BJP skill in smashing peoples’ verdict!

    I think voters need to play a subtle drop shot on celebs trying to influence their decisions! https://t.co/6rlxDk5I6L

    — Jayant Chaudhary (@jayantrld) July 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তামিলনাড়ু কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান জে আসলাম বাশা কটাক্ষের সুরে বলেন, কেন তুমি খেলা ছেড়ে দিচ্ছো ?

উত্তরপ্রদেশের জেলা পঞ্চায়েতের চেয়ারপার্সন নির্বাচনে 75টি আসনের মধ্যে 67টিতেই জয়ী হয়েছে গেরুয়া শিবির ৷ অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি মাত্র 5টি আসন পেয়েছে ৷ আর একটি করে আসনে জিতেছে রাষ্ট্রীয় লোক দল, জনসত্তা দল ও একজন নির্দল প্রার্থী ৷ এই ভোটে লড়েনি মায়াবতীর বহুজন সমাজ পার্টি ৷

গত জেলা পঞ্চায়েত চেয়ারপার্সন নির্বাচনের ছবিটা ছিল একেবারে উল্টো ৷ 2016 সালে 75টি আসনের মধ্যে 60টিই জিতে নিয়েছিল অখিলেশের সমাজবাদী পার্টি ৷ সামনের বছরই রাজ্যে বিধানসভা নির্বাচন ৷ কাজেই তার আগে পঞ্চায়েত নির্বাচনে বিজেপির এই বিপুল জয়ে খুশির হাওয়া বিজেপির অন্দরমহলে ৷ তবে বিশেষজ্ঞদের দাবি, বিধানসভা নির্বাচনে কার পালে হাওয়া লাগবে, এই ফলাফল দেখে তার দিশা নিরুপণ করা যাবে না ৷ তবে স্থানীয় ক্ষেত্রে এই জয়কেই প্রচারের কাজে হাতিয়ার করতে চাইবে যোগী আদিত্যনাথের দল ৷

আরও পড়ুন: যোগী-রাজ্যে 10 শতাংশ ব্রাহ্মণ ভোট, অঙ্ক কষেই কি জিতিনকে দলে নিল বিজেপি ?

এই জয়ের পর টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, "উন্নয়ন, গণ পরিষেবা ও আইনের শাসনে খুশি হয়ে মানুষ আশীর্বাদ করেছেন, তারই ফল উত্তরপ্রদেশের জেলা পঞ্চায়েত নির্বাচনে বিজেপির গৌরবময় জয় ৷ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নীতি এবং দলের কর্মীদের কঠিন ও নিরলস পরিশ্রম এই জয়ের কৃতিত্বের দাবিদার ৷" উত্তরপ্রদেশ বিজেপির প্রধান স্বতন্দ্র দেব সিং এই জয়ের পর দাবি করেছেন, "2022 সালের বিধানসভা নির্বাচনেও আমরাই জিতব ৷"

এই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন বিজেপির 21 জন ও সমাজবাদী পার্টির একজন প্রার্থী ৷ উত্তরপ্রদেশে প্রায় 3000 জন জেলা পঞ্চায়েত সদস্য রয়েছেন ৷ এই নির্বাচন রাজ্যের 75টি জেলার চেয়ারপার্সনদের নির্বাচিত করে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.