ETV Bharat / bharat

Siddharth Apologises to Saina : ঈশ্বর ওঁর মঙ্গল করুন, সিদ্ধার্থকে ক্ষমা সাইনার - Saina Reacts to Siddharths Apology

সিদ্ধার্থকে ক্ষমা করলেন সাইনা (Saina accepts Siddharths Apology) ৷ গতকাল রাতে ক্ষমাপ্রার্থী অভিনেতা নিজের টুইটার হ্যান্ডেলে একটি পোস্ট করেন ৷ জানান, অভদ্র ঠাট্টা করেছিলেন তিনি, তার জন্য শাটলারের কাছে ক্ষমা চাইতে চান ৷ সাইনার উদ্দেশে একটি চিঠিও পোস্ট করেন তিনি ৷

Saina Nehwal Controversy
সিদ্ধার্থকে ক্ষমা সাইনার
author img

By

Published : Jan 12, 2022, 1:58 PM IST

নয়াদিল্লি, 12 জানুয়ারি : সিদ্ধার্থকে ক্ষমা করলেন সাইনা ৷ শাটলার বুধবার জানান, তিনি নিজের জায়গায় খুশি ৷ অভিনেতার সঙ্গে শাটলারের সরাসরি কথা না হলেও জানা গিয়েছে তিনি খুশি যে সিদ্ধার্থ নিজের ভুল স্বীকার করেছেন (Saina Reacts to Siddharths Apology) ৷

পঞ্জাবে প্রধানমন্ত্রী মোদির নিরাপত্তা লঙ্ঘনের ঘটনার পর উদ্বেগ প্রকাশ করে টুইট করেন শাটলার সাইনা নেহওয়াল (Saina on PM Modi security) ৷ তাঁর সেই টুইটের প্রতিক্রিয়ায় টুইট করে সাইনাকে আক্রমণ করেন অভিনেতা সিদ্ধার্থ, যা নিয়ে তাঁকে সমালোচনার মুখে পড়তে হয় ৷ জাতীয় মহিলা কমিশন অভিনেতার টুইটার অ্যাকাউন্টটি ব্লক করার দাবি জানায় ৷ তারপর টুইটটি মুছে দেন অভিনেতা ৷ গতকাল রাতে টুইটারে একটি চিঠি পোস্ট করে সাইনার কাছে ক্ষমাও চান ৷ বলেন, "অভদ্র রসিকতার জন্য আমি ক্ষমা চাইতে চাইছি ৷ আপনি আমার কাছে সবসময়ই চ্যাম্পিয়ন থাকবেন ৷"

সিদ্ধার্থের ক্ষমা চাওয়ার পর সাইনা জানান, তিনি খুশি যে সিদ্ধার্থ নিজের ভুল স্বীকার করেছেন ৷ শাটলার বলেন, "উনি এভাবে বললেন, আবার এখন ক্ষমা চাইলেন ৷ সেদিন নিজেকে টুইটারে ট্রেন্ডিং হতে দেখে অবাক হয়েছিলাম ৷ আমি ওঁর সঙ্গে কথা বলিনি, তবে উনি ক্ষমা চেয়েছেন দেখে ভাল লাগছে ৷"

সাইনা আরও বলেন, "ওঁর মেয়েদের প্রতি এভাবে আক্রমণাত্মক হওয়া উচিত নয় ৷ তবে ঠিক আছে ৷ আমি এনিয়ে চিন্তিত নই ৷ আমি নিজের জায়গায় খুশি ৷ ঈশ্বর ওঁর মঙ্গল করুন ৷"

আরও পড়ুন : Siddharth Apologises To Saina : অভদ্র ঠাট্টা, সাইনার কাছে ক্ষমাপ্রার্থী সিদ্ধার্থ

নয়াদিল্লি, 12 জানুয়ারি : সিদ্ধার্থকে ক্ষমা করলেন সাইনা ৷ শাটলার বুধবার জানান, তিনি নিজের জায়গায় খুশি ৷ অভিনেতার সঙ্গে শাটলারের সরাসরি কথা না হলেও জানা গিয়েছে তিনি খুশি যে সিদ্ধার্থ নিজের ভুল স্বীকার করেছেন (Saina Reacts to Siddharths Apology) ৷

পঞ্জাবে প্রধানমন্ত্রী মোদির নিরাপত্তা লঙ্ঘনের ঘটনার পর উদ্বেগ প্রকাশ করে টুইট করেন শাটলার সাইনা নেহওয়াল (Saina on PM Modi security) ৷ তাঁর সেই টুইটের প্রতিক্রিয়ায় টুইট করে সাইনাকে আক্রমণ করেন অভিনেতা সিদ্ধার্থ, যা নিয়ে তাঁকে সমালোচনার মুখে পড়তে হয় ৷ জাতীয় মহিলা কমিশন অভিনেতার টুইটার অ্যাকাউন্টটি ব্লক করার দাবি জানায় ৷ তারপর টুইটটি মুছে দেন অভিনেতা ৷ গতকাল রাতে টুইটারে একটি চিঠি পোস্ট করে সাইনার কাছে ক্ষমাও চান ৷ বলেন, "অভদ্র রসিকতার জন্য আমি ক্ষমা চাইতে চাইছি ৷ আপনি আমার কাছে সবসময়ই চ্যাম্পিয়ন থাকবেন ৷"

সিদ্ধার্থের ক্ষমা চাওয়ার পর সাইনা জানান, তিনি খুশি যে সিদ্ধার্থ নিজের ভুল স্বীকার করেছেন ৷ শাটলার বলেন, "উনি এভাবে বললেন, আবার এখন ক্ষমা চাইলেন ৷ সেদিন নিজেকে টুইটারে ট্রেন্ডিং হতে দেখে অবাক হয়েছিলাম ৷ আমি ওঁর সঙ্গে কথা বলিনি, তবে উনি ক্ষমা চেয়েছেন দেখে ভাল লাগছে ৷"

সাইনা আরও বলেন, "ওঁর মেয়েদের প্রতি এভাবে আক্রমণাত্মক হওয়া উচিত নয় ৷ তবে ঠিক আছে ৷ আমি এনিয়ে চিন্তিত নই ৷ আমি নিজের জায়গায় খুশি ৷ ঈশ্বর ওঁর মঙ্গল করুন ৷"

আরও পড়ুন : Siddharth Apologises To Saina : অভদ্র ঠাট্টা, সাইনার কাছে ক্ষমাপ্রার্থী সিদ্ধার্থ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.