ETV Bharat / bharat

Sadhvi Pragya Thakur on Namaz: ভোরের আজানের পর কলেজ চত্বরে নমাজেও আপত্তি প্রজ্ঞার

সম্প্রতি মসজিদ থেকে ভেসে আসা ভোরের আজান নিয়েও আপত্তি তুলেছিলেন তিনি ৷ যুক্তি দেন, মাইকে আজানের শব্দে সাত সকালে ঘুম ভেঙে যায় মানুষের ৷ তাই তা বন্ধ হওয়া উচিত ৷ এবার কলেজ চত্বরে নমাজেও আপত্তি প্রজ্ঞার ৷

author img

By

Published : Nov 21, 2021, 9:58 PM IST

sadhvi-pragya-thakur-wrote-letter-for-reading-namaz-in-mbm-college-bhopal
কলেজ চত্বরে নমাজে আপত্তি প্রজ্ঞার ।

ভোপাল, 21 নভেম্বর: ভোরের আজান নিয়ে আগেই আপত্তি তুলেছিলেন তিনি ৷ এবার কলেজ চত্বরে নমাজ পড়ার বিরোধিতায় এগিয়ে এলেন সাধ্বী প্রজ্ঞা ঠাকুর ৷ ভোপালের বিভাগীয় কমিশনারকে তাঁর নির্দেশ, কলেজ চত্বরে ঢুকে কোনও ‘অনধিকার প্রবেশকারী’ যেন নমাজ পড়তে না পারেন ৷ কিন্তু কারা ‘অনধিকার প্রবেশকারী’ এবং কারা নন, তার কোনও ব্যাখ্যা দেননি তিনি ৷

আরও পড়ুন: Abhishek Banerjee on Biplab Deb: বিপ্লব দেব এতই নির্লজ্জ যে সুপ্রিম কোর্টের নির্দেশও মানছেন না: অভিষেক

ভোপালের মতিলাল বিজ্ঞান মহাবিদ্যালয় কলেজের একটি বৈঠকে যোগ দিতে যান প্রজ্ঞা ৷ সেখানে কলেজ চত্বরে, বিশেষ করে সেখানে অবস্থিত মাজারের আশেপাশে ‘অসামাজিক’ কাজকর্ম চলছে বলে অভিযোগ পান তিনি ৷ অভিযোগ পেয়েই ঘটনাস্থলে উপস্থিত অতিরিক্ত জেলাশাসক মায়া অবস্থির কাছে ওই মাজার সম্পর্কে রিপোর্ট চান প্রজ্ঞা ৷ কলেজ কর্তৃপক্ষের উদ্দেশে নিদান দেন, কলেজ চত্বরে ঢুকে ‘অনধিকার প্রবেশকারী’দের নমাজপাঠ যেন নিষিদ্ধ করা হয় ৷ এ নিয়ে কমিশনারকেও চিঠি দেন তিনি ।

আরও পড়ুন: Saayoni Ghosh Arrested at Agartala : আগরতলায় গ্রেফতার সায়নী ঘোষ

ভোপালের ওই কলেজের উত্তর-পূর্বে একটি মাজার রয়েছে । সাধারণ মানুষও সেখানে নমাজ পড়তে যান । তা নিয়েই প্রজ্ঞার আপত্তি বলে মনে করা হচ্ছে । তাঁর দাবি, এতে পড়ুয়াদের নিরাপত্তা নষ্ট হচ্ছে । তাঁর দাবি, 1985 পর্যন্ত কলেজ চত্বরে কোনও মাজার ছিল না । কোনও উদ্দেশ্যসাধনের জন্যই সেটি তৈরি করা হয়েছে বলে সন্দেহ তাঁর ।

বিগত কয়েক বছরে বিতর্ক এবং প্রজ্ঞার মন্তব্য পরস্পরের সমার্থকে পরিণত হয়েছে ৷ তাতে নয়া সংযোজন কলেজ চত্বরে নমাজ পড়তে না দেওয়ার এই নিদান ৷ সম্প্রতি মসজিদ থেকে ভেসে আসা ভোরের আজান নিয়েও আপত্তি তুলেছিলেন তিনি ৷ যুক্তি দেন, মাইকে আজানের শব্দে সাত সকালে ঘুম ভেঙে যায় মানুষের ৷ তাই তা বন্ধ হওয়া উচিত ৷

ভোপাল, 21 নভেম্বর: ভোরের আজান নিয়ে আগেই আপত্তি তুলেছিলেন তিনি ৷ এবার কলেজ চত্বরে নমাজ পড়ার বিরোধিতায় এগিয়ে এলেন সাধ্বী প্রজ্ঞা ঠাকুর ৷ ভোপালের বিভাগীয় কমিশনারকে তাঁর নির্দেশ, কলেজ চত্বরে ঢুকে কোনও ‘অনধিকার প্রবেশকারী’ যেন নমাজ পড়তে না পারেন ৷ কিন্তু কারা ‘অনধিকার প্রবেশকারী’ এবং কারা নন, তার কোনও ব্যাখ্যা দেননি তিনি ৷

আরও পড়ুন: Abhishek Banerjee on Biplab Deb: বিপ্লব দেব এতই নির্লজ্জ যে সুপ্রিম কোর্টের নির্দেশও মানছেন না: অভিষেক

ভোপালের মতিলাল বিজ্ঞান মহাবিদ্যালয় কলেজের একটি বৈঠকে যোগ দিতে যান প্রজ্ঞা ৷ সেখানে কলেজ চত্বরে, বিশেষ করে সেখানে অবস্থিত মাজারের আশেপাশে ‘অসামাজিক’ কাজকর্ম চলছে বলে অভিযোগ পান তিনি ৷ অভিযোগ পেয়েই ঘটনাস্থলে উপস্থিত অতিরিক্ত জেলাশাসক মায়া অবস্থির কাছে ওই মাজার সম্পর্কে রিপোর্ট চান প্রজ্ঞা ৷ কলেজ কর্তৃপক্ষের উদ্দেশে নিদান দেন, কলেজ চত্বরে ঢুকে ‘অনধিকার প্রবেশকারী’দের নমাজপাঠ যেন নিষিদ্ধ করা হয় ৷ এ নিয়ে কমিশনারকেও চিঠি দেন তিনি ।

আরও পড়ুন: Saayoni Ghosh Arrested at Agartala : আগরতলায় গ্রেফতার সায়নী ঘোষ

ভোপালের ওই কলেজের উত্তর-পূর্বে একটি মাজার রয়েছে । সাধারণ মানুষও সেখানে নমাজ পড়তে যান । তা নিয়েই প্রজ্ঞার আপত্তি বলে মনে করা হচ্ছে । তাঁর দাবি, এতে পড়ুয়াদের নিরাপত্তা নষ্ট হচ্ছে । তাঁর দাবি, 1985 পর্যন্ত কলেজ চত্বরে কোনও মাজার ছিল না । কোনও উদ্দেশ্যসাধনের জন্যই সেটি তৈরি করা হয়েছে বলে সন্দেহ তাঁর ।

বিগত কয়েক বছরে বিতর্ক এবং প্রজ্ঞার মন্তব্য পরস্পরের সমার্থকে পরিণত হয়েছে ৷ তাতে নয়া সংযোজন কলেজ চত্বরে নমাজ পড়তে না দেওয়ার এই নিদান ৷ সম্প্রতি মসজিদ থেকে ভেসে আসা ভোরের আজান নিয়েও আপত্তি তুলেছিলেন তিনি ৷ যুক্তি দেন, মাইকে আজানের শব্দে সাত সকালে ঘুম ভেঙে যায় মানুষের ৷ তাই তা বন্ধ হওয়া উচিত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.