কনৌজ (উত্তরপ্রদেশ), 10 জানুয়ারি: আশ্রমের ভিতরে সাধুকে জীবন্ত পুড়িয়ে মারা চেষ্টার অভিযোগ ৷ মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কনৌজে। গুরসাহাইগঞ্জের জলেশ্বর আশ্রমে ওই সাধুকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনা সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে । খবর পেয়ে গুরসাহাইগঞ্জ কোতয়ালী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত সাধুকে তিরভা সরকারি হাসপাতালে ভরতি করে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মহন্ত নিয়োগ নিয়ে বিরোধের জেরেই এই ঘটনা ঘটেছে।
তাঁর অবস্থা এখন আশঙ্কাজনক । কনৌজের পুলিশ সুপার আনন্দ কুমার ঘটনাস্থল পরিদর্শন করেছেন । গুরসাহাইগঞ্জের জলেসার ঘাট মন্দির চত্বরে গভীর রাতে 20 বছর বয়সি সাধু শিবদাস ওরফে শিবমের গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে খবর পুলিশ সূত্রে ৷ আহত শিবম জলেশ্বর ঘাট আশ্রমের মহন্ত রঘুবীরদাসের শিষ্য । শিবমের কথায়, এই ঘটনার পিছনে রয়েছে অনিল, অলোক, সাধু রামেশ্বর দাস, রঘুনাথ দাস ও ভোলাদাস নামে কয়েকজন ব্যক্তি। অভিযোগ, এই কয়েকজন চক্রান্ত করে ওই সাধুর গায়ে আগুন লাগিয়ে দেয়।
পুলিশের প্রাথমিক তদন্তে আশ্রমের সাধুদের মধ্যে মহন্ত নিয়োগ নিয়ে বিরোধের কথা উঠে এসেছে । কনৌজের অতিরিক্ত পুলিশ সুপার এবং এরিয়া অফিসার সদর-সহ পুলিশ সুপার কনৌজের ঘটনাস্থল পরিদর্শন করেছেন । এই বিষয়ে কনৌজের পুলিশ সুপার অমিত কুমার আনন্দ জানিয়েছেন, সাধুকে পুড়িয়ে মারার ঘটনায় প্রমাণ সংগ্রহ করা হয়েছে । সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত করা হচ্ছে । প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে । কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ। তারা আদৌ এই ঘটনার সঙ্গে জড়িত কিনা সেটা জানার কাজ শুরু হয়েছে। আশ্রমের অন্য আবাসিকদের সঙ্গেও কথা বলা হচ্ছে।
আরও পড়ুন :