ETV Bharat / bharat

Bhagwant Mann: 'সকাল 11টায় মদ্যপান করে সংসদে আসতেন', লোকসভায় বেনজির আক্রমণের মুখে পঞ্জাবের মুখ্যমন্ত্রী মান - হরসিমরত কৌর

মঙ্গলবার লোকসভায় শিরোমনি অকালি দলের সাংসদ হরসিমরত কৌর (SAD MP Harsimrat Kaur Badal) তীব্র কটাক্ষ করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানকে (Bhagwant Mann) ৷

ETV Bharat
পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানকে কটাক্ষ অকালি দলের সাংসদের
author img

By

Published : Dec 20, 2022, 7:47 PM IST

পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানকে কটাক্ষ অকালি দলের সাংসদের

নয়াদিল্লি, 20 ডিসেম্বর: লোকসভায় আলোচনা চলছিল মাদক সেবনের ক্ষতিকারক দিক ও এর বিরুদ্ধে সরকারের পদক্ষেপ নিয়ে ৷ বর্তমানে সাংসদ না হয়েও মঙ্গলবার এই বিষয় নিয়ে আলোচনায় সময়ে সংসদের বেনজির আক্রমণের মুখে পড়তে হল আপ শাসিত পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানকে (Bhagwant Mann) ৷ তাঁকে মদ্যপ বলে তোপ দেগেছেন শিরোমনি অকালি দলের সাংসদ হরসিমরত কৌর (SAD MP Harsimrat Kaur Badal) ৷

এদিন আলোচনায় অংশ নিয়ে অকালি দলের এই মহিলা সাংসদ বলেন, "কয়েক মাস আগেও যখন পঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রী যখন সাংসদ ছিলেন তখন তিনি নেশা করে লোকসভায় আসতেন ৷ তাঁর আশেপাশে বসা যেত না, অন্যান্য সাংসদরা স্পিকারকে বলতেন তাঁদের জায়গা বদল করে দিতে ৷ না জানি উনি কী পান করে আসতেন ৷ এরকম একজন মুখ্যমন্ত্রী এখন ক্ষমতায় এসে রাজ্যের অবস্থা বেহাল করছেন ৷ প্রচার করছেন 'ডোন্ট ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ' ৷ কিন্তু তাঁরা নিজেরাই এখন পান করে রাজ্য চালাচ্ছেন ৷"

আরও পড়ুন: মন্ত্রিত্বে না ফেরালে বিধানসভায় যাবেন না, হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

ভগবন্ত সিং মানের (Punjab CM Bhagwant Mann) মদ্যপান নিয়ে বিতর্ক অবশ্য নতুন নয় ৷ শোনা যায় অনেক সাংসদই তাঁকে 'পেগওয়ান্ত মান' বলে ডাকতেন ৷ মানের মদ্যপানের বিষয়টি স্বীকার করেছিলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালও ৷ পঞ্জাবে বিধানসভা ভোটের আগে কেজরিওয়াল প্রকাশ্যেই জানিয়েছিলেন, মান মদ খাওয়া ছেড়ে দিয়েছেন, বড় ত্যাগ করেছেন ৷

পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানকে কটাক্ষ অকালি দলের সাংসদের

নয়াদিল্লি, 20 ডিসেম্বর: লোকসভায় আলোচনা চলছিল মাদক সেবনের ক্ষতিকারক দিক ও এর বিরুদ্ধে সরকারের পদক্ষেপ নিয়ে ৷ বর্তমানে সাংসদ না হয়েও মঙ্গলবার এই বিষয় নিয়ে আলোচনায় সময়ে সংসদের বেনজির আক্রমণের মুখে পড়তে হল আপ শাসিত পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানকে (Bhagwant Mann) ৷ তাঁকে মদ্যপ বলে তোপ দেগেছেন শিরোমনি অকালি দলের সাংসদ হরসিমরত কৌর (SAD MP Harsimrat Kaur Badal) ৷

এদিন আলোচনায় অংশ নিয়ে অকালি দলের এই মহিলা সাংসদ বলেন, "কয়েক মাস আগেও যখন পঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রী যখন সাংসদ ছিলেন তখন তিনি নেশা করে লোকসভায় আসতেন ৷ তাঁর আশেপাশে বসা যেত না, অন্যান্য সাংসদরা স্পিকারকে বলতেন তাঁদের জায়গা বদল করে দিতে ৷ না জানি উনি কী পান করে আসতেন ৷ এরকম একজন মুখ্যমন্ত্রী এখন ক্ষমতায় এসে রাজ্যের অবস্থা বেহাল করছেন ৷ প্রচার করছেন 'ডোন্ট ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ' ৷ কিন্তু তাঁরা নিজেরাই এখন পান করে রাজ্য চালাচ্ছেন ৷"

আরও পড়ুন: মন্ত্রিত্বে না ফেরালে বিধানসভায় যাবেন না, হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

ভগবন্ত সিং মানের (Punjab CM Bhagwant Mann) মদ্যপান নিয়ে বিতর্ক অবশ্য নতুন নয় ৷ শোনা যায় অনেক সাংসদই তাঁকে 'পেগওয়ান্ত মান' বলে ডাকতেন ৷ মানের মদ্যপানের বিষয়টি স্বীকার করেছিলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালও ৷ পঞ্জাবে বিধানসভা ভোটের আগে কেজরিওয়াল প্রকাশ্যেই জানিয়েছিলেন, মান মদ খাওয়া ছেড়ে দিয়েছেন, বড় ত্যাগ করেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.