ETV Bharat / bharat

টিআরপি দুর্নীতি : সচিন ওয়াজের বিরুদ্ধে 30 লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ - সচিন ওয়াজ়ে

টিআরপি স্ক্য়ামে ঘুষ নেওয়ার অভিযোগ উঠল সচিন ওয়াজের বিরুদ্ধে ৷ প্রায় 30 লাখ টাকা ঘুষ নেওয়া হল বলে অভিযোগ ৷ ইডি সূত্র মারফত এই খবর জানা গিয়েছে ৷

ED
ED
author img

By

Published : Apr 11, 2021, 2:11 PM IST

মুম্বই, 11 এপ্রিল : টিআরপি কেসে ঘুষ নেওয়ার অভিযোগ উঠল সাসপেন্ড হওয়া পুলিশ ইন্সপেক্টর সচিন ওয়াজের বিরুদ্ধে ৷ বার্কের (বিএআরসি) তরফে প্রায় 30 লাখ টাকা ঘুষ দেওয়া হয়েছে বলে জানতে পেরেছেন ইডি আধিকারিকরা ৷

সূত্রের খবর, তদন্ত করে ইডি জানতে পেরেছে মুম্বই পুলিশের এক ইন্সপেক্টর এই কাজে সচিন ওয়াজেকে সহায়তা করেছিলেন ৷ মূলত বার্কের পদস্থ আধিকারিকদের যেন না হেনস্থা করা হয় সেকারণে ঘুষ দেওয়া হয়েছিল তাঁকে ৷ ওই টাকা মুম্বই পুলিশের অন্য় এক ইন্সপেক্টরের মাধ্য়মে সচিনের কাছে পৌঁছেছিল ৷

আরও পড়ুন-তিনদিন আটকাতে পারবে, চতুর্থদিন আমি কোচবিহার যাব : মমতা

তদন্তে আরও একটি চাঞ্চল্য়কর বিষয় উঠে এসেছে বলে সূত্রের মাধ্য়মে জানা গিয়েছে ৷ ঘুষ দেওয়ার ওই 30 লাখ টাকার হিসেব দেখাতে বার্কের হিসেবের খাতায় একটি ভুয়ো কোম্পানির নাম দেখানো রয়েছে ৷ এবং সেখানে দেখানো হয়েছে ওই কোম্পানিতে 30 লাখ টাকা ট্রান্সফার করা হয়েছে ৷

হানসা গ্রুপের সঙ্গে যৌথভাবে রেটিং দেখার কাজ করত বার্ক ৷ কিন্তু কয়েকমাস আগে ভুয়ো রেটিং দেওয়ার অভিযোগ ওঠে বার্কের বিরুদ্ধে ৷ অভিযোগে বলা হয়, একটি নামী ইংরাজি সংবাদ চ্য়ানেল সহ মোট 3 টি চ্য়ানেলকে সুবিধা পাইয়ে দিচ্ছিল বার্ক ৷ তার তদন্ত শুরু হওয়ার পর গ্রেফতার করা হয় অনেককে ৷ সেখানেই সচিন ওয়াজের নাম উঠে আসে ৷

মুম্বই, 11 এপ্রিল : টিআরপি কেসে ঘুষ নেওয়ার অভিযোগ উঠল সাসপেন্ড হওয়া পুলিশ ইন্সপেক্টর সচিন ওয়াজের বিরুদ্ধে ৷ বার্কের (বিএআরসি) তরফে প্রায় 30 লাখ টাকা ঘুষ দেওয়া হয়েছে বলে জানতে পেরেছেন ইডি আধিকারিকরা ৷

সূত্রের খবর, তদন্ত করে ইডি জানতে পেরেছে মুম্বই পুলিশের এক ইন্সপেক্টর এই কাজে সচিন ওয়াজেকে সহায়তা করেছিলেন ৷ মূলত বার্কের পদস্থ আধিকারিকদের যেন না হেনস্থা করা হয় সেকারণে ঘুষ দেওয়া হয়েছিল তাঁকে ৷ ওই টাকা মুম্বই পুলিশের অন্য় এক ইন্সপেক্টরের মাধ্য়মে সচিনের কাছে পৌঁছেছিল ৷

আরও পড়ুন-তিনদিন আটকাতে পারবে, চতুর্থদিন আমি কোচবিহার যাব : মমতা

তদন্তে আরও একটি চাঞ্চল্য়কর বিষয় উঠে এসেছে বলে সূত্রের মাধ্য়মে জানা গিয়েছে ৷ ঘুষ দেওয়ার ওই 30 লাখ টাকার হিসেব দেখাতে বার্কের হিসেবের খাতায় একটি ভুয়ো কোম্পানির নাম দেখানো রয়েছে ৷ এবং সেখানে দেখানো হয়েছে ওই কোম্পানিতে 30 লাখ টাকা ট্রান্সফার করা হয়েছে ৷

হানসা গ্রুপের সঙ্গে যৌথভাবে রেটিং দেখার কাজ করত বার্ক ৷ কিন্তু কয়েকমাস আগে ভুয়ো রেটিং দেওয়ার অভিযোগ ওঠে বার্কের বিরুদ্ধে ৷ অভিযোগে বলা হয়, একটি নামী ইংরাজি সংবাদ চ্য়ানেল সহ মোট 3 টি চ্য়ানেলকে সুবিধা পাইয়ে দিচ্ছিল বার্ক ৷ তার তদন্ত শুরু হওয়ার পর গ্রেফতার করা হয় অনেককে ৷ সেখানেই সচিন ওয়াজের নাম উঠে আসে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.