মুম্বই, 13 জানুয়ারি: রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ পেলেন সচিন তেন্ডুলকর ৷ 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হবে ৷ রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানও হবে ৷ এই অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে ৷
22 জানুয়ারি রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার প্রস্তুতি চলছে জোরকদমে ৷ মনে করা হচ্ছে, দেশের রাজনীতি থেকে শুরু করে খেলাধুলো-সহ বিভিন্ন ক্ষেত্রের সেলিব্রিটিরা এই অনুষ্ঠানে আসবেন ৷ মেগাস্টার রজনীকান্ত, বলি সেলেব দম্পতি রণবীর কাপুর ও আলিয়া কাপুর, জ্যাকি শ্রফ ও তাঁর পুত্র টাইগার শ্রফ এবং আরও অনেক অভিনেতাদেরই আমন্ত্রণ জানানো হয়েছে ৷ সচিন তেন্ডুলকর শুধু ভারতেরই নয় বিশ্ব ক্রিকেটের মহাতারকা ৷ 'গড অফ ক্রিকেট', 'মাস্টার ব্লাস্টার' বলে পরিচিত তিনি ৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাম মন্দিরে রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান সম্পন্ন করবেন ৷ 22 তারিখ দুপুরে এই প্রাণ প্রতিষ্ঠা হবে ৷ রাম মন্দিরের গর্ভগৃহে এই অনুষ্ঠান হওয়ার কথা ৷ এমনটাই সিদ্ধান্ত নিয়েছে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট ৷ অনুষ্ঠানের আগে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ বা আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা দেশের বিভিন্ন প্রান্তে মানুষের কাছে পৌঁছচ্ছেন ৷ তাঁরা মানুষের কাছে রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানের কথা জানাচ্ছেন ৷ প্রত্যেককে বাড়ির কাছের মন্দিরে ভগবান রামের পুজো করার আর্জি জানাচ্ছেন ৷
বৈদিক আচার মেনে অযোধ্যায় রামলালার প্রাণ-প্রতিষ্ঠা অনুষ্ঠান শুরু হবে 16 জানুয়ারি ৷ বারাণসীর পুরোহিত লক্ষ্মী কান্ত দীক্ষিত 22 তারিখ এই প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের পুজো করবেন ৷ অযোধ্যায় 14 জানুয়ারি থেকে 22 জানুয়ারি পর্যন্ত সময়কালকে অমৃত মহোৎসব হিসেবে পালন করা হচ্ছে ৷ শ্রী রাম জন্মভূমি ট্রাস্টের দেওয়া তথ্য অনুযায়ী 10-15 হাজার মানুষের থাকার ব্যবস্থা করা হয়েছে অযোধ্যার রামমন্দিরে ৷
আরও পড়ুন: