ETV Bharat / bharat

ভগবান আয়াপ্পার মণ্ডলম পুজোয় দর্শনার্থীদের ভিড় উপচে পড়ল শবরীমালায়, আজই শেষ তীর্থ দর্শন - Sabarimala Mandala Pooja

Sabarimala Pilgrimage: আজ ভগবান আয়াপ্পার মণ্ডলম পুজো সম্পন্ন হয়েছে ৷ রাত 11টায় বন্ধ হচ্ছে শবরীমালা মন্দির ৷ ভগবানের দর্শন পেতে জনসমুদ্র কেরলের এই মন্দিরে ৷

ETV Bharat
সবরীমালা মন্দিরে দর্শনার্থীদের ভিড়
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 27, 2023, 10:51 PM IST

পাথানামথিত্তা, 27 ডিসেম্বর: বুধবার ছিল মণ্ডলম পুজো ৷ এই পবিত্র দিনে কেরলের শবরীমালা মন্দিরে উপচে পড়ল ভক্তদের ভিড় ৷ মঙ্গলবার থেকেই পুণ্যার্থীরা ভগবান আয়াপ্পার দর্শনে আসতে শুরু করেন ৷ ভিড় এতটাই যে আপাচিমেদু পর্যন্ত লম্বা লাইনে দর্শনার্থীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গিয়েছে ৷ তাঁরা মাথায় নিয়ে এসেছেন ইরুনমুদিকেত্তু ৷ তাঁদের মুখে 'স্বামী শরণম আয়াপ্পা' মন্ত্র ৷

মণ্ডলম পুজো হওয়ার পর শুধু একবার ভগবান আয়াপ্পাকে দেখতে চায় পুণ্যার্থীরা ৷ দু'মাস ধরে ভগবান আয়াপ্পার পুজো হচ্ছে ৷ মণ্ডলম পুজোয় সেই আরাধনার প্রথম পর্যায় সম্পন্ন হবে ৷ বুধবারই শেষ হল 41 দিনের সেই প্রথম পর্যায় ৷ হরিবরষনমের পর আজ পুণ্যার্থীরা ভগবান আয়াপ্পাকে দেখার সুযোগ পাবেন রাত 11টা পর্যন্ত ৷

গতকাল সন্ধ্যায় এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ভগবান আয়াপ্পার সোনার তৈরি মূর্তি থাঙ্কা আঙ্কি পৌঁছয় পাহাড়ের উপরে মন্দিরে ৷ গত শতকের সাতের দশকে ত্রাভাঙ্কোরের রাজপরিবার ভগবান আয়াপ্পাকে 'থাঙ্কা আঙ্কি' উপহার দেন ৷ এটি সোনার তৈরি পোশাক ৷ সোনার তৈরি এই বহুমূল্য পোশাকটি অরনমুলা পার্থসারথী মন্দিরে রাখা থাকে ৷ প্রতি বছর মণ্ডলম-মাকারাভিলাক্কু তীর্থের সময় সেখান থেকে পোশাকটি পাহাড়ের উপরে মন্দিরে নিয়ে যাওয়া হয় ৷

সেখানে ভগবান আয়াপ্পার মূর্তিতে এই পোশাক পরানোর পর মণ্ডলম পুজো করা হয় ৷ বুধবার সকাল 10.30 মিনিট থেকে 11.30 মিনিটের মধ্যে এই পুজো ও আচার পালন করা হয় ৷ রাত 11টায় মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে ৷ এরপর মাকারাভিলাক্কু রীতির জন্য 30 ডিসেম্বর ফের মন্দিরের দরজা খুলবে ৷ 15 জানুয়ারি মকর সংক্রান্তির দিনে এই আচার পালিত হবে পাহাড়ের উপরে শবরীমালা মন্দিরে ৷ এই মন্দিরটি কেরলের পাঠানামথিত্তা জেলায় পাহাড়ের উপরে অবস্থিত ৷ আর শবরীমালা মন্দির ঘিরে রয়েছে 18টি পাহাড় ৷

আরও পড়ুন:

  1. শবরীমালার পুণ্যার্থীদের শুভকামনায় জলের মধ্যে টানা 2 ঘণ্টা ভেসে প্রার্থনা যোগা গুরুর
  2. মণ্ডলম মরশুমের সমাপ্তি, 39 দিনে শবরীমালার প্রাপ্তি 222 কোটি টাকা
  3. কেরলে গভীর খাদে বাস, আহত চালক-সহ শবরীমালার পুণ্যার্থীরা

পাথানামথিত্তা, 27 ডিসেম্বর: বুধবার ছিল মণ্ডলম পুজো ৷ এই পবিত্র দিনে কেরলের শবরীমালা মন্দিরে উপচে পড়ল ভক্তদের ভিড় ৷ মঙ্গলবার থেকেই পুণ্যার্থীরা ভগবান আয়াপ্পার দর্শনে আসতে শুরু করেন ৷ ভিড় এতটাই যে আপাচিমেদু পর্যন্ত লম্বা লাইনে দর্শনার্থীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গিয়েছে ৷ তাঁরা মাথায় নিয়ে এসেছেন ইরুনমুদিকেত্তু ৷ তাঁদের মুখে 'স্বামী শরণম আয়াপ্পা' মন্ত্র ৷

মণ্ডলম পুজো হওয়ার পর শুধু একবার ভগবান আয়াপ্পাকে দেখতে চায় পুণ্যার্থীরা ৷ দু'মাস ধরে ভগবান আয়াপ্পার পুজো হচ্ছে ৷ মণ্ডলম পুজোয় সেই আরাধনার প্রথম পর্যায় সম্পন্ন হবে ৷ বুধবারই শেষ হল 41 দিনের সেই প্রথম পর্যায় ৷ হরিবরষনমের পর আজ পুণ্যার্থীরা ভগবান আয়াপ্পাকে দেখার সুযোগ পাবেন রাত 11টা পর্যন্ত ৷

গতকাল সন্ধ্যায় এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ভগবান আয়াপ্পার সোনার তৈরি মূর্তি থাঙ্কা আঙ্কি পৌঁছয় পাহাড়ের উপরে মন্দিরে ৷ গত শতকের সাতের দশকে ত্রাভাঙ্কোরের রাজপরিবার ভগবান আয়াপ্পাকে 'থাঙ্কা আঙ্কি' উপহার দেন ৷ এটি সোনার তৈরি পোশাক ৷ সোনার তৈরি এই বহুমূল্য পোশাকটি অরনমুলা পার্থসারথী মন্দিরে রাখা থাকে ৷ প্রতি বছর মণ্ডলম-মাকারাভিলাক্কু তীর্থের সময় সেখান থেকে পোশাকটি পাহাড়ের উপরে মন্দিরে নিয়ে যাওয়া হয় ৷

সেখানে ভগবান আয়াপ্পার মূর্তিতে এই পোশাক পরানোর পর মণ্ডলম পুজো করা হয় ৷ বুধবার সকাল 10.30 মিনিট থেকে 11.30 মিনিটের মধ্যে এই পুজো ও আচার পালন করা হয় ৷ রাত 11টায় মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে ৷ এরপর মাকারাভিলাক্কু রীতির জন্য 30 ডিসেম্বর ফের মন্দিরের দরজা খুলবে ৷ 15 জানুয়ারি মকর সংক্রান্তির দিনে এই আচার পালিত হবে পাহাড়ের উপরে শবরীমালা মন্দিরে ৷ এই মন্দিরটি কেরলের পাঠানামথিত্তা জেলায় পাহাড়ের উপরে অবস্থিত ৷ আর শবরীমালা মন্দির ঘিরে রয়েছে 18টি পাহাড় ৷

আরও পড়ুন:

  1. শবরীমালার পুণ্যার্থীদের শুভকামনায় জলের মধ্যে টানা 2 ঘণ্টা ভেসে প্রার্থনা যোগা গুরুর
  2. মণ্ডলম মরশুমের সমাপ্তি, 39 দিনে শবরীমালার প্রাপ্তি 222 কোটি টাকা
  3. কেরলে গভীর খাদে বাস, আহত চালক-সহ শবরীমালার পুণ্যার্থীরা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.