ETV Bharat / bharat

Narayan Rane : সামনায় রানের সমালোচনা, শিবসেনা বিধায়কের পালটা খুনের হুমকি

শিবসেনার মুখপত্র সামনায় বুধবার কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানের কড়া সমালোচনা করা হয়েছে ৷ রানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সম্বন্ধে বিতর্কিত মন্তব্য করেছিলেন ৷ তাই তাঁকে গ্রেফতারও হতে হয় ৷ পরে জামিন পান ৷

saamna-takes-a-dig-at-narayan-rane-likens-him-to-a-pierced-balloon
সামনায় রানের সমালোচনা, শিবসেনা বিধায়কের পালটা খুনের হুমকি
author img

By

Published : Aug 25, 2021, 1:20 PM IST

মুম্বই, 25 অগস্ট : কেন্দ্রীয়মন্ত্রী নারায়ণ রানেকে (Narayan Rane) কড়া ভাষায় আক্রমণ করা হল শিবসেনার (Shiv Sena) মুখপত্র সামনায় ৷ বিজেপির (BJP) এই নেতাকে ‘ফেটে যাওয়া বেলুন’ ও ‘ব্যাং’ বলে আক্রমণ করা হয়েছে ৷ নারায়ণ রানের মন্তব্যের জন্যও সমালোচনা করা হয়েছে সামনায় (Saamna) প্রকাশিত সম্পাদকীয়তে ৷

পাশাপাশি উল্লেখ করা হয়েছে যে নারায়ণ রানে কখনোই বড় নেতা ছিলেন না ৷ পার্টিতে কাজ করেই পরিচিত হয়েছেন ৷ প্রশ্ন তোলা হয়েছে যে রানে আসলে কে ? বলা হয়েছে, রানে সেই ধরনের বেলুনের মতো এমন একজন নেতা, তাতে যতই হাওয়া ভরা হোক বেলুন কিন্তু উপরে উঠবে না ৷ বিজেপি নারায়ণ রানের জন্য সংক্রামিত হয়ে যাচ্ছে বলেও ওই সম্পাদকীয়তে কটাক্ষ করা হয়েছে ৷

আরও পড়ুন : Union Minister Narayan Rane: অপমানজক মন্তব্যের জন্যে কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানেকে গ্রেফতার করতে বিশেষ টিম

নারায়ণ রানে শিবসেনার শাখা প্রমুখ হিসেবে কাজ শুরু করেছিলেন ৷ তার পর বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন বা বিএমসির (BMC) কর্পোরেটর হন ৷ পরে তাঁকে বৃহন্মুম্বই ইলেকট্রিসিটি সাপ্লাই আন্ডারটেকিং কমিটির চেয়ারম্যান করা হয় ৷ 1999 সালে মনোহর যোশীকে সরিয়ে তাঁকে ছ’মাসের জন্য মহারাষ্ট্রের (Maharashtra) মুখ্যমন্ত্রীও করা হয়েছিল ৷ শিবসেনায় থাকাকালীন মুম্বইয়ের রাস্তায় দলের নির্দেশ জোর করে মানতে বাধ্য করানোর অভিযোগ ওঠে রানের বিরুদ্ধে ৷ 2005 সালে তাঁকে শিবসেনা থেকে সরিয়ে দেওয়া হয় ৷

পরে তিনি বিজেপিতে যোগদান করেন ৷ সম্প্রতি তাঁকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় (Union Cabinet) অন্তর্ভুক্ত করা হয়েছে ৷ এখন তিনি কেন্দ্রের এমএসএমই (MSME) মন্ত্রী৷ কয়েকদিন আগে দলের জন আশীর্বাদ যাত্রায় তিনি অংশ নিয়েছিলেন, সেখানেই তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা নেতা উদ্ধব ঠাকরেকে (Uddhav Thakre) নিয়ে বিতর্কিত মন্তব্য করেন ৷

আরও পড়ুন : Narayan Rane : উদ্ধব ঠাকরেকে কুকথা, গ্রেফতার কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রাণে; জামিন পেলেন আদালতে

তা নিয়ে সোমবার থেকে উত্তাল মহারাষ্ট্র ৷ শিবসেনা বিক্ষোভ শুরু করে ৷ বেশ কয়েকটি বিজেপি কার্যালয় ভাঙচুর করা হয় ৷ অভিযোগ দায়ের হয় কেন্দ্রের ওই মন্ত্রীর বিরুদ্ধে ৷ পরে তাঁকে গ্রেফতার করা হয় ৷ কিন্তু গ্রেফতারির আট ঘণ্টা পর মহারাষ্ট্রের রাইগড় জেলা আদালত তাঁকে 15 হাজার টাকার বন্ডে জামিন দেয় ৷

এদিকে নাসিক পুলিশ আবার তাঁকে ডেকে পাঠিয়েছে ৷ কারণ, তাঁর বিরুদ্ধে নাসিকেও অভিযোগ দায়ের হয়েছে ৷ তাই তাঁকে নাসিক পুলিশ নোটিস পাঠিয়েছে ৷ তাঁকে আগামী 2 সেপ্টেম্বর পুলিশের সামনে হাজিরা দিতে বলা হয়েছে ৷ অন্যদিকে রানেকে খুনের হুমকি দিয়েছেন শিবসেনার বিধায়ক সন্তোষ বাঙ্গার ৷ তাঁর হুমকি, পুলিশের নিরাপত্তা সরিয়ে দিলে তিনি নিজে রানের বাড়িতে গিয়ে তাঁকে (রানেকে) খুন করবেন ৷

আরও পড়ুন : Rahul Gandhi: সব বিক্রি করে দিলেন মোদি, জাতীয় মনিটাইজেশন পাইপলাইন নিয়ে তোপ রাহুলের

মুম্বই, 25 অগস্ট : কেন্দ্রীয়মন্ত্রী নারায়ণ রানেকে (Narayan Rane) কড়া ভাষায় আক্রমণ করা হল শিবসেনার (Shiv Sena) মুখপত্র সামনায় ৷ বিজেপির (BJP) এই নেতাকে ‘ফেটে যাওয়া বেলুন’ ও ‘ব্যাং’ বলে আক্রমণ করা হয়েছে ৷ নারায়ণ রানের মন্তব্যের জন্যও সমালোচনা করা হয়েছে সামনায় (Saamna) প্রকাশিত সম্পাদকীয়তে ৷

পাশাপাশি উল্লেখ করা হয়েছে যে নারায়ণ রানে কখনোই বড় নেতা ছিলেন না ৷ পার্টিতে কাজ করেই পরিচিত হয়েছেন ৷ প্রশ্ন তোলা হয়েছে যে রানে আসলে কে ? বলা হয়েছে, রানে সেই ধরনের বেলুনের মতো এমন একজন নেতা, তাতে যতই হাওয়া ভরা হোক বেলুন কিন্তু উপরে উঠবে না ৷ বিজেপি নারায়ণ রানের জন্য সংক্রামিত হয়ে যাচ্ছে বলেও ওই সম্পাদকীয়তে কটাক্ষ করা হয়েছে ৷

আরও পড়ুন : Union Minister Narayan Rane: অপমানজক মন্তব্যের জন্যে কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানেকে গ্রেফতার করতে বিশেষ টিম

নারায়ণ রানে শিবসেনার শাখা প্রমুখ হিসেবে কাজ শুরু করেছিলেন ৷ তার পর বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন বা বিএমসির (BMC) কর্পোরেটর হন ৷ পরে তাঁকে বৃহন্মুম্বই ইলেকট্রিসিটি সাপ্লাই আন্ডারটেকিং কমিটির চেয়ারম্যান করা হয় ৷ 1999 সালে মনোহর যোশীকে সরিয়ে তাঁকে ছ’মাসের জন্য মহারাষ্ট্রের (Maharashtra) মুখ্যমন্ত্রীও করা হয়েছিল ৷ শিবসেনায় থাকাকালীন মুম্বইয়ের রাস্তায় দলের নির্দেশ জোর করে মানতে বাধ্য করানোর অভিযোগ ওঠে রানের বিরুদ্ধে ৷ 2005 সালে তাঁকে শিবসেনা থেকে সরিয়ে দেওয়া হয় ৷

পরে তিনি বিজেপিতে যোগদান করেন ৷ সম্প্রতি তাঁকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় (Union Cabinet) অন্তর্ভুক্ত করা হয়েছে ৷ এখন তিনি কেন্দ্রের এমএসএমই (MSME) মন্ত্রী৷ কয়েকদিন আগে দলের জন আশীর্বাদ যাত্রায় তিনি অংশ নিয়েছিলেন, সেখানেই তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা নেতা উদ্ধব ঠাকরেকে (Uddhav Thakre) নিয়ে বিতর্কিত মন্তব্য করেন ৷

আরও পড়ুন : Narayan Rane : উদ্ধব ঠাকরেকে কুকথা, গ্রেফতার কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রাণে; জামিন পেলেন আদালতে

তা নিয়ে সোমবার থেকে উত্তাল মহারাষ্ট্র ৷ শিবসেনা বিক্ষোভ শুরু করে ৷ বেশ কয়েকটি বিজেপি কার্যালয় ভাঙচুর করা হয় ৷ অভিযোগ দায়ের হয় কেন্দ্রের ওই মন্ত্রীর বিরুদ্ধে ৷ পরে তাঁকে গ্রেফতার করা হয় ৷ কিন্তু গ্রেফতারির আট ঘণ্টা পর মহারাষ্ট্রের রাইগড় জেলা আদালত তাঁকে 15 হাজার টাকার বন্ডে জামিন দেয় ৷

এদিকে নাসিক পুলিশ আবার তাঁকে ডেকে পাঠিয়েছে ৷ কারণ, তাঁর বিরুদ্ধে নাসিকেও অভিযোগ দায়ের হয়েছে ৷ তাই তাঁকে নাসিক পুলিশ নোটিস পাঠিয়েছে ৷ তাঁকে আগামী 2 সেপ্টেম্বর পুলিশের সামনে হাজিরা দিতে বলা হয়েছে ৷ অন্যদিকে রানেকে খুনের হুমকি দিয়েছেন শিবসেনার বিধায়ক সন্তোষ বাঙ্গার ৷ তাঁর হুমকি, পুলিশের নিরাপত্তা সরিয়ে দিলে তিনি নিজে রানের বাড়িতে গিয়ে তাঁকে (রানেকে) খুন করবেন ৷

আরও পড়ুন : Rahul Gandhi: সব বিক্রি করে দিলেন মোদি, জাতীয় মনিটাইজেশন পাইপলাইন নিয়ে তোপ রাহুলের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.