ETV Bharat / bharat

S P Hinduja Passes Away: প্রয়াত হিন্দুজা গোষ্ঠীর চেয়ারম্যান এসপি হিন্দুজা - শ্রীচন্দ পরমানন্দ হিন্দুজা

87 বছর বয়সে বুধবার প্রয়াত হয়েছেন হিন্দুজা গোষ্ঠীর চেয়ারম্যান এসপি হিন্দুজা ৷ দীর্ঘ অসুস্থতার পর এদিন লন্ডনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷

Etv Bharat
এসপি হিন্দুজা
author img

By

Published : May 17, 2023, 11:06 PM IST

নয়াদিল্লি, 17 মে: প্রয়াত হলেন প্রখ্যাত ব্যবসায়ী শ্রীচন্দ পরমানন্দ হিন্দুজা ৷ দীর্ঘ অসুস্থতার পর বুধবার লন্ডনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল 87 বছর ৷ একজন বর্ণময় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন এসপি হিন্দুজা ৷ ছিলেন হিন্দুজা গোষ্ঠীর চেয়ারম্যান পদে ৷ বিতর্কিত বোফর্স মামলায় নাম জড়িয়েছিল তাঁর ৷ পরাধীন ভারতের করাচির এক ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন তিনি ৷

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির আমলে বোফর্স কামান কেনা নিয়ে যে দুর্নীতি ও ঘুস নেওয়ার অভিযোগ উঠেছিল সেই মামলায় নাম জড়ায় এসপি হিন্দুজা ও তাঁর 2 ভাইয়ের ৷ অভিযোগ উঠেছিল, ভারত সরকারের কামানের বরাত পেতে সুইডিশ সংস্থা এবি বোফর্সকে সাহায্য করেন হিন্দুজা ভাইয়েরা ৷ তার বদলে কমিশন বাবদ 64 কোটি টাকা পান তাঁরা ৷ যদিও 2005 সালে দিল্লি হাইকোর্ট এই মামলা থেকে তাঁদের রেহাই দেয় ৷

চার হিন্দুজা ভাইয়ের মধ্যে এসপি হিন্দুজাই ছিলেন বয়সে বড় ৷ তিনি ছিলেন হিন্দুজা গোষ্ঠীর চেয়ারম্যানও ৷ চলতি বছরের জানুয়ারিতেই তাঁর পত্নীবিয়োগ হয় ৷ তাঁর দুই কন্যা রয়েছে, শানু ও ভিনু ৷ 1964 সালে রাজ কাপুর অভিনীত বলিউড ছবি 'সঙ্গম' এর আন্তর্জাতিক স্বত্ব বিক্রি করে তিনি ব্রিটেনের অন্যতম ধনী ব্যক্তি হিসেবে পরিচিত হন ৷

1980 সালে তাঁর নেতৃত্বেই হিন্দুজা শিল্পগোষ্ঠী ভারতীয় ট্রাক ও বাস নির্মাণকারী সংস্থা অশোক লেল্যান্ডের শেয়ার কেনে ৷ একইসঙ্গে তাঁর সময়েই শেভরন কর্প নামক সংস্থার কাছ থেকে গালফ অয়েল ইন্টারন্যাশনাল কম্পানির দায়িত্ব হাতে নিয়ে তেল ও অনুসারী শিল্পতে পা রাখে ৷ ইন্দাসইন্দ ব্যাঙ্কের মাধ্যমে এসপি হিন্দুজার নেতৃত্বেই এই শিল্পগোষ্ঠী 1993 সালে ব্যাঙ্কিং সেক্টরে পা রাখে ৷ দেশের তৎকালীন অর্থমন্ত্রী মনমোহন সিং এই ব্যাংকটির উদ্বোধন করেন ৷ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়র, ব্রিটেনের প্রধানমন্ত্রী টোনি ব্লেয়ারের সঙ্গেও এসপি হিন্দুজার ভালো সম্পর্ক ছিল ৷

আরও পড়ুন: আদানি গোষ্ঠীর আর্থিক কেলেঙ্কারির তদন্তে সেবিকে অতিরিক্ত তিন মাস সময় দিল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, 17 মে: প্রয়াত হলেন প্রখ্যাত ব্যবসায়ী শ্রীচন্দ পরমানন্দ হিন্দুজা ৷ দীর্ঘ অসুস্থতার পর বুধবার লন্ডনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল 87 বছর ৷ একজন বর্ণময় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন এসপি হিন্দুজা ৷ ছিলেন হিন্দুজা গোষ্ঠীর চেয়ারম্যান পদে ৷ বিতর্কিত বোফর্স মামলায় নাম জড়িয়েছিল তাঁর ৷ পরাধীন ভারতের করাচির এক ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন তিনি ৷

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির আমলে বোফর্স কামান কেনা নিয়ে যে দুর্নীতি ও ঘুস নেওয়ার অভিযোগ উঠেছিল সেই মামলায় নাম জড়ায় এসপি হিন্দুজা ও তাঁর 2 ভাইয়ের ৷ অভিযোগ উঠেছিল, ভারত সরকারের কামানের বরাত পেতে সুইডিশ সংস্থা এবি বোফর্সকে সাহায্য করেন হিন্দুজা ভাইয়েরা ৷ তার বদলে কমিশন বাবদ 64 কোটি টাকা পান তাঁরা ৷ যদিও 2005 সালে দিল্লি হাইকোর্ট এই মামলা থেকে তাঁদের রেহাই দেয় ৷

চার হিন্দুজা ভাইয়ের মধ্যে এসপি হিন্দুজাই ছিলেন বয়সে বড় ৷ তিনি ছিলেন হিন্দুজা গোষ্ঠীর চেয়ারম্যানও ৷ চলতি বছরের জানুয়ারিতেই তাঁর পত্নীবিয়োগ হয় ৷ তাঁর দুই কন্যা রয়েছে, শানু ও ভিনু ৷ 1964 সালে রাজ কাপুর অভিনীত বলিউড ছবি 'সঙ্গম' এর আন্তর্জাতিক স্বত্ব বিক্রি করে তিনি ব্রিটেনের অন্যতম ধনী ব্যক্তি হিসেবে পরিচিত হন ৷

1980 সালে তাঁর নেতৃত্বেই হিন্দুজা শিল্পগোষ্ঠী ভারতীয় ট্রাক ও বাস নির্মাণকারী সংস্থা অশোক লেল্যান্ডের শেয়ার কেনে ৷ একইসঙ্গে তাঁর সময়েই শেভরন কর্প নামক সংস্থার কাছ থেকে গালফ অয়েল ইন্টারন্যাশনাল কম্পানির দায়িত্ব হাতে নিয়ে তেল ও অনুসারী শিল্পতে পা রাখে ৷ ইন্দাসইন্দ ব্যাঙ্কের মাধ্যমে এসপি হিন্দুজার নেতৃত্বেই এই শিল্পগোষ্ঠী 1993 সালে ব্যাঙ্কিং সেক্টরে পা রাখে ৷ দেশের তৎকালীন অর্থমন্ত্রী মনমোহন সিং এই ব্যাংকটির উদ্বোধন করেন ৷ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়র, ব্রিটেনের প্রধানমন্ত্রী টোনি ব্লেয়ারের সঙ্গেও এসপি হিন্দুজার ভালো সম্পর্ক ছিল ৷

আরও পড়ুন: আদানি গোষ্ঠীর আর্থিক কেলেঙ্কারির তদন্তে সেবিকে অতিরিক্ত তিন মাস সময় দিল সুপ্রিম কোর্ট

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.