মইসুরু (কর্নাটক), 7 মে: ভারতে সবচেয়ে বেশি অনিয়ন্ত্রিত সংবাদমাধ্যম রয়েছে বলে দাবি করলেন দেশের বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷ রবিবার আন্তর্জাতিক প্রেস সূচকে ভারতের নিম্নগতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে এমনই দাবি করলেন জয়শংকর । মোদি সরকারের বিদেশ নীতির উপর এক আলোচনাসভায় এদিন জয়শংকর বলেন,"আমি আমাদের দেশের প্রেসের সংখ্যা সূচক দেখে অবাক হয়েছিলাম। আমার মনে হয় আমাদের দেশে সবচেয়ে নিয়ন্ত্রণহীন প্রেস আছে ৷" সেই সঙ্গে, মৌলিকভাবে কিছুজন ভুল করছে বলেও মনে করেন তিনি। একইসঙ্গে, চিন নিয়ে রাহুল গান্ধির মন্তব্যের কড়া সমালোচনাও এদিন শোনা যায় জয়শংকরের গলায় ৷
আফগানিস্তানের সঙ্গে ভারতের তুলনা করে, বিদেশমন্ত্রী বলেন,"আফগানিস্তান আমাদের চেয়েও স্বাধীন ! কল্পনা করতে পারেন ?" 'প্রেস সূচক'কে 'মনের খেলা' বলে অভিহিত করে জয়শংকর জানান যে, মাইন্ড গেম খেলা হয় যা দেশের ব়্যাঙ্ককে কমিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট ৷ সম্প্রতি 'রিপোর্টার্স উইদাউট বর্ডারস' (আরএসএফ) তাদের প্রেস সূচক প্রকাশ করে ৷ যেখানে ভারতকে 161 নম্বরে স্থান দেওয়া হয়েছে ৷ অন্যদিকে, তালিকার 152 নম্বরে আছে আফগানিস্তান। অন্যদিকে, চিন 2023 সালের বিশ্বের স্বাধীন প্রেস ইনডেক্সে দ্বিতীয় সর্বনিম্ন স্থানে নেমে এসেছে ৷ সংস্থার মতে চিন এই মুহুর্তে প্রেস সূচকের 179 তম স্থানে দাঁড়িয়ে।
উল্লেখ্য, গত বছরে প্রেস সূচকে 150 তম স্থানে ছিল ভারত। এবার, সেখান থেকে আরও 11 ধাপ নেমেছে দেশের অবস্থান। এদিন প্রেস ইন্ডেক্স নিয়ে মন্তব্যের পাশাপাশি এই অধিবেশনে কংগ্রেস নেতা রাহুল গান্ধিকেও তীব্র কটাক্ষ করেন জয়শংকর ৷ তিনি বলেন, "চিনের রাষ্ট্রদূতের কাছ থেকে ক্লাস নিচ্ছেন তিনি।" চিনের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের সম্পর্ক নিয়ে যে মন্তব্য করেছিলেন কংগ্রেস নেতা তারই প্রতিক্রিয়া দিতে গিয়ে রাহুল গান্ধির সমালোচনা করেন জয়শংকর। তিনি আরও বলেন, "আমি রাহুল গান্ধির কাছ থেকে চিনের বিষয়ে ক্লাস নেওয়ার প্রস্তাব দিতাম ৷ কিন্তু আমি দেখলাম যে তিনি নিজেই চিনা রাষ্ট্রদূতের কাছ থেকে চিনের বিষয়ে ক্লাস নিচ্ছেন।"
ডোকলাম সংকটের সময় ভারতে চিনা রাষ্ট্রদূতের সঙ্গে রাহুল গান্ধির বৈঠকের কথাও এদিন উল্লেখ করেন জয়শঙ্কর। চিন সীমান্ত নিয়ে কেন্দ্র সরকারকে রাহুলের আক্রমণ প্রসঙ্গে জয়শংকর বলেন, "আমি জানি রাজনীতিতে সবকিছুই রাজনৈতিক। আমি তা মেনেও নিই। তবে আমি মনে করি কিছু বিষয়ে আমাদের আচরণ, কথা বলার ক্ষেত্রে অন্তত বিচার করা উচিৎ ৷" তাঁর মতে এমন কোনও মন্তব্য করা উচিৎ নয়, যার জন্য আন্তর্জাতিক প্রেক্ষাপটে ভারতের অবস্থানকে দুর্বল করে দেয় ৷ জয়শংকর বলেন, "প্রায়শই খুব বিভ্রান্তিকর বিবৃতি দেওয়া হয়।" বিভ্রান্তিকর ব্যাখ্যা এবং ভুল বর্ণনা নিয়েও এদিন তীব্র আক্রমণ করেন তিনি ৷
আরও পড়ুন: জি-20 সামিটের আগে পুলওয়ামায় উদ্ধার প্রচুর বিস্ফোরক