নয়াদিল্লি, 30 অক্টোবর: কাতারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নৌবাহিনীর আটজন প্রাক্তন আধিকারিকের পরিবারের সঙ্গে দেখা করলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷ সোমবার ওই পরিবারগুলিকে আশ্বস্ত করে মন্ত্রী বলেন যে, উল্লিখিত সময়ের মধ্যে বাহিনীর প্রাক্তন আধিকারিকদের মুক্তি নিশ্চিত করতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে ।
সোশাল মিডিয়া এক্স হ্যান্ডেলে বিদেশমন্ত্রী এস জয়শংকর লিখেছেন, "আজ সকালে কাতারে আটক আটজন ভারতীয়দের পরিবারের সঙ্গে দেখা হয়েছে । তাদের বলেছি যে, সরকার এই বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে । পরিবারগুলির উদ্বেগ এবং বেদনা সম্পূর্ণভাবে ভাগ করে নিয়েছি । তাঁদের মুক্তি নিশ্চিত করার জন্য সরকার সমস্ত প্রচেষ্টা চালিয়ে যাবে এবং পরিবারগুলির সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় রক্ষা করবে ।"
2022 সালের অগস্টে ইজরায়েলের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে কাতারে গ্রেফতার হন ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন আটজন আধিকারিক ৷ গত 26 অক্টোবর তাঁদের মৃত্যুদণ্ড দেওয়া হয় । তাঁরা হলেন ক্যাপ্টেন নভতেজ সিং গিল, ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার ভার্মা, ক্যাপ্টেন সৌরভ বশিষ্ট, কমান্ডার অমিত নাগপাল, কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি, কমান্ডার সুগুণাকর পাকালা, কমান্ডার সঞ্জীব গুপ্ত এবং নাবিক রাগেশ ।
প্রাক্তন ভারতীয় নৌবাহিনীর কর্মীরা দাহরা গ্লোবালের জন্য কাজ করছিলেন, যাকে কাতারি নৌবাহিনীতে স্টিলথ সাবমেরিন অন্তর্ভুক্ত করার দায়িত্ব দেওয়া হয়েছিল । যখন তাঁদের মৃত্যুদণ্ডের রায় শোনানো হয় তখন বিদেশমন্ত্রক বলেছিল যে, তারা মৃত্যুদণ্ডের রায়ে গভীরভাবে মর্মাহত এবং বিস্তারিত রায়ের জন্য অপেক্ষা করছে ।
আরও পড়ুন: প্রাক্তন নৌসেনা অফিসারদের দেশে ফেরাতে দিল্লির হাতিয়ার ভারত-কাতার চুক্তি
বিদেশমন্ত্রক বলেছিল, "আমরা পরিবারের সদস্যদের এবং আইনি দলের সঙ্গে যোগাযোগ করছি ৷ আমরা সমস্ত আইনি বিকল্পগুলি অন্বেষণ করছি ৷ ভারত এই মামলাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে এবং এটি নিবিড়ভাবে অনুসরণ করছে । আমরা সমস্ত কনস্যুলার এবং আইনি সহায়তা অব্যাহত রাখব । আমরা কাতারি কর্তৃপক্ষের সঙ্গে রায় নিয়ে কথা বলব।"
উল্লেখ্য, দোষী সাব্যস্ত হওয়া বা কাতারের কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স দ্বারা পরিচালিত বিচার সম্পর্কে কোনও প্রকাশ্য বিবৃতি দেয়নি সে দেশ । উল্লিখিত মামলায় অভিযোগগুলিও অস্বচ্ছ ছিল, যার রায়ে আদালত আটজনকে মৃত্যুদণ্ডের সাজা শোনায় ৷