ETV Bharat / bharat

Vladimir Putin to Visit India : ভারতে আসছেন পুতিন, দু’বছর পর ফের মোদির সঙ্গে বৈঠক - ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক বৈঠক

2019 সালে এই দুই রাষ্ট্রনেতা ব্রিকস সম্মেলন চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Russian President Vladimir Putin) দ্বিপাক্ষিক বৈঠক হয় ৷ তার পর আবার দু’জনের মধ্যে বৈঠক হবে (Modi-Putin Meeting) ৷

russian president vladimir putin to visit india on december 6 2021
মোদি-পুতিন
author img

By

Published : Nov 26, 2021, 9:13 PM IST

নয়াদিল্লি, 26 নভেম্বর : ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin to Visit India) ৷ রাশিয়ান দূতাবাস থেকে এই খবর জানানো হয়েছে ৷ আগামী 6 ডিসেম্বর তিনি ভারতে আসছেন ৷ তিনি ভারত ও রাশিয়ার বার্ষিক সম্মেলনে যোগ দেওয়ার জন্য আসছেন বলে জানা গিয়েছে ৷

এবার 21 তম বার্ষিক সম্মেলন হচ্ছে ৷ শেষবার এই সম্মেলন হয়েছিল 2019 সালে ৷ করোনা অতিমারীর কারণে গত বছর এই সম্মেলন বন্ধ ছিল ৷

জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ও প্রেসিডেন্ট পুতিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে (Modi-Putin Meeting) ৷ সেখানে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, বাণিজ্য, শক্তি ও কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনা করা হবে ৷ পরবর্তী দশকের জন্য সামরিক প্রযুক্তিগত সহযোগিতার রূপরেখা তৈরির প্রক্রিয়া বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হতে পারে ৷ তাছাড়া বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে যৌথ কমিশনেরও ঘোষণা হতে পারে ৷

একই সঙ্গে এবার বিদেশ ও প্রতিরক্ষা সংক্রান্ত 2+2 বৈঠকও হতে পারে বলে খবর ৷ সেখানে দুই দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে ৷ এই বৈঠক হওয়ার কথা ছিল মস্কোতে ৷ কিন্তু সংসদের শীতকালীন অধিবেশন শুরু হওয়ার কারণে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সেখানে যেতে পারছেন না ৷ তাই পুতিনের সফরের সময় ওই বৈঠক হবে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন : 26/11 Mumbai Terror Attack : ভারত কখনও মুম্বই হামলার ক্ষত ভুলতে পারবে না, বার্তা প্রধানমন্ত্রীর

প্রায় দু’বছর পর মোদি ও পুতিন মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন ৷ এর আগে 2019 সালে এই দুই রাষ্ট্রনেতা ব্রিকস সম্মেলন চলাকালীন দ্বিপাক্ষিক বৈঠক করেছিলেন ৷

নয়াদিল্লি, 26 নভেম্বর : ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin to Visit India) ৷ রাশিয়ান দূতাবাস থেকে এই খবর জানানো হয়েছে ৷ আগামী 6 ডিসেম্বর তিনি ভারতে আসছেন ৷ তিনি ভারত ও রাশিয়ার বার্ষিক সম্মেলনে যোগ দেওয়ার জন্য আসছেন বলে জানা গিয়েছে ৷

এবার 21 তম বার্ষিক সম্মেলন হচ্ছে ৷ শেষবার এই সম্মেলন হয়েছিল 2019 সালে ৷ করোনা অতিমারীর কারণে গত বছর এই সম্মেলন বন্ধ ছিল ৷

জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ও প্রেসিডেন্ট পুতিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে (Modi-Putin Meeting) ৷ সেখানে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, বাণিজ্য, শক্তি ও কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনা করা হবে ৷ পরবর্তী দশকের জন্য সামরিক প্রযুক্তিগত সহযোগিতার রূপরেখা তৈরির প্রক্রিয়া বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হতে পারে ৷ তাছাড়া বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে যৌথ কমিশনেরও ঘোষণা হতে পারে ৷

একই সঙ্গে এবার বিদেশ ও প্রতিরক্ষা সংক্রান্ত 2+2 বৈঠকও হতে পারে বলে খবর ৷ সেখানে দুই দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে ৷ এই বৈঠক হওয়ার কথা ছিল মস্কোতে ৷ কিন্তু সংসদের শীতকালীন অধিবেশন শুরু হওয়ার কারণে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সেখানে যেতে পারছেন না ৷ তাই পুতিনের সফরের সময় ওই বৈঠক হবে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন : 26/11 Mumbai Terror Attack : ভারত কখনও মুম্বই হামলার ক্ষত ভুলতে পারবে না, বার্তা প্রধানমন্ত্রীর

প্রায় দু’বছর পর মোদি ও পুতিন মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন ৷ এর আগে 2019 সালে এই দুই রাষ্ট্রনেতা ব্রিকস সম্মেলন চলাকালীন দ্বিপাক্ষিক বৈঠক করেছিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.