ETV Bharat / bharat

Nirmala Sitharaman on UP Money Seize : উত্তরপ্রদেশে উদ্ধার হওয়া বিপুল টাকা বিজেপির নয়, বিরোধীদের জবাব নির্মলার - সুগন্ধী ব্যবসায়ীর বাড়িতে টাকা উদ্ধার

উত্তরপ্রদেশের সুগন্ধী ব্যবসায়ী পীযূষ জৈনের (Peeyush Jain) বাড়ি থেকে যে 200 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে, তা বিজেপির নয় ৷ বিরোধীদের তোলা অভিযোগের ভিত্তিতে শুক্রবার একথা বলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman on UP Money Cease) ৷

rupees 200 crore seized from up perfume maker is not bjp money, says nirmala sitharaman
Nirmala Sitharaman on UP Money Seize : উত্তরপ্রদেশে উদ্ধার হওয়া বিপুল নগদ বিজেপির টাকা নয়, বিরোধীদের জবাব নির্মলার
author img

By

Published : Dec 31, 2021, 6:22 PM IST

নয়াদিল্লি, 31 ডিসেম্বর : উত্তরপ্রদেশের সুগন্ধী ব্যবসায়ীর কাছ থেকে বাজেয়াপ্ত প্রায় 200 কোটি নগদ অর্থ বিজেপির টাকা নয় ৷ শুক্রবার জিএসটি কাউন্সিলের বৈঠকে (GST Council Meeting) একথা বলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman on UP Money Cease) ৷ তাঁর সাফ কথা, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়েই ওই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেছেন সংশ্লিষ্ট দফতরের সরকারি আধিকারিকরা ৷

আরও পড়ুন : DGGI arrests Piyush Jain : 187 কোটি নগদ কাণ্ডে গ্রেফতার ব্যবসায়ী পীযূষ জৈন, বাজেয়াপ্ত আরও 10 কোটি

প্রসঙ্গত, কানপুরে এক সুগন্ধী ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে 197.49 কোটি টাকা উদ্ধার করা হয় ৷ পরবর্তীতে গোটা ঘটনায় নাম জড়ায় সমাজবাদী পার্টির ৷ যদিও বিজেপি-বিরোধী দলগুলি এনিয়ে পাল্টা কেন্দ্র ও রাজ্যের শাসকদলকেই কাঠগড়ায় তুলেছে ৷ তাদের অভিযোগ, উদ্ধার হওয়া টাকা আদতে বিজেপির ৷ আর সরকারি আধিকারিকরা নাকি ভুলবশত ওই ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে ছিলেন ৷ আদতে অন্য এক ব্য়বসায়ীর বাড়িতে অভিযান চালানোর কথা ছিল তাঁদের ৷ কিন্তু, দুই ব্যবসায়ীর পদবীই জৈন হওয়ায় অভিযানের লক্ষ্যস্থল গুলিয়ে ফেলেন তাঁরা !

শুক্রবার বিরোধীদের তোলা এই অভিযোগেরই জবাব দেন নির্মলা ৷ তিনি বলেন, ‘‘সুগন্ধী ব্যবসায়ী পীযূষ জৈনের (Peeyush Jain) বাড়িতে অভিযান চালিয়ে যে নগদ অর্থ উদ্ধার করা হয়েছে, তা মোটেই বিজেপির টাকা নয় ৷ বস্তুত, এর সঙ্গে দলের কোনও সম্পর্কই নেই ৷ নির্দিষ্ট অভিযোগ ও তথ্যপ্রমাণের ভিত্তিতেই পীযূষের বাড়িতে অভিযান চালিয়েছিলেন সরকারি আধিকারিকরা ৷ তাতেই মেলে এই সাফল্য ৷’’ এই ঘটনায় পাল্টা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সপা নেতা অখিলেশ যাদবকে নিশানা করেন নির্মলা (Nirmala Sitharaman targets Akhilesh Yadav) ৷ তিনি বলেন, ‘‘উত্তরপ্রদেশের এই ঘটনা অখিলেশকে প্রবল ধাক্কা দিয়েছে ৷ আর সেই কারণেই বিজেপিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাঠগড়ায় তোলার চেষ্টা করা হচ্ছে ৷’’

আরও পড়ুন : 150 crore seized : কানপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার 150 কোটির কালো টাকা

এই প্রসঙ্গে নির্মলা এদিন আরও বলেন, ‘‘উদ্ধার হওয়া টাকার মালিক কে, সেটা আপনারা কীভাবে জানলেন ? আপনি কি টাকার মালিকানার অংশীদার ? কারণ, একমাত্র অংশীদারের পক্ষেই টাকার মালিকের পরিচয় জানা সম্ভব ৷’’ একইসঙ্গে বিরোধীদের উদ্দেশ্যে নির্মলার প্রশ্ন, এত বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে বলেই তাতে রাজনীতির রং লাগানোর চেষ্টা করা হচ্ছে ৷ বিরোধীরা বলছেন, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই বিজেপি নাকি এই অভিযান করিয়েছে ৷ কিন্তু, সরকারি আধিকারিকদের অভিযানে যদি কোনও টাকা উদ্ধার না হত, তাহলেও কি বিরোধীরা একই কথা বলতেন ?

পাশাপাশি, এই সাফল্যের জন্য সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের বাহবা দিয়েছেন নির্মলা ৷ তাঁর সাফ কথা, সরকারি কর্মী ও আধিকারিকরা যে তাঁদের কর্তব্য পালনে অত্যন্ত তৎপর, এই অভিযানের সাফল্যই তার প্রমাণ ৷ নির্মলা জানান, শুক্রবারও নির্ধারিত তথ্যের ভিত্তিতে এই ধরনের অভিযান চালানো হয়েছে ৷

নয়াদিল্লি, 31 ডিসেম্বর : উত্তরপ্রদেশের সুগন্ধী ব্যবসায়ীর কাছ থেকে বাজেয়াপ্ত প্রায় 200 কোটি নগদ অর্থ বিজেপির টাকা নয় ৷ শুক্রবার জিএসটি কাউন্সিলের বৈঠকে (GST Council Meeting) একথা বলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman on UP Money Cease) ৷ তাঁর সাফ কথা, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়েই ওই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেছেন সংশ্লিষ্ট দফতরের সরকারি আধিকারিকরা ৷

আরও পড়ুন : DGGI arrests Piyush Jain : 187 কোটি নগদ কাণ্ডে গ্রেফতার ব্যবসায়ী পীযূষ জৈন, বাজেয়াপ্ত আরও 10 কোটি

প্রসঙ্গত, কানপুরে এক সুগন্ধী ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে 197.49 কোটি টাকা উদ্ধার করা হয় ৷ পরবর্তীতে গোটা ঘটনায় নাম জড়ায় সমাজবাদী পার্টির ৷ যদিও বিজেপি-বিরোধী দলগুলি এনিয়ে পাল্টা কেন্দ্র ও রাজ্যের শাসকদলকেই কাঠগড়ায় তুলেছে ৷ তাদের অভিযোগ, উদ্ধার হওয়া টাকা আদতে বিজেপির ৷ আর সরকারি আধিকারিকরা নাকি ভুলবশত ওই ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে ছিলেন ৷ আদতে অন্য এক ব্য়বসায়ীর বাড়িতে অভিযান চালানোর কথা ছিল তাঁদের ৷ কিন্তু, দুই ব্যবসায়ীর পদবীই জৈন হওয়ায় অভিযানের লক্ষ্যস্থল গুলিয়ে ফেলেন তাঁরা !

শুক্রবার বিরোধীদের তোলা এই অভিযোগেরই জবাব দেন নির্মলা ৷ তিনি বলেন, ‘‘সুগন্ধী ব্যবসায়ী পীযূষ জৈনের (Peeyush Jain) বাড়িতে অভিযান চালিয়ে যে নগদ অর্থ উদ্ধার করা হয়েছে, তা মোটেই বিজেপির টাকা নয় ৷ বস্তুত, এর সঙ্গে দলের কোনও সম্পর্কই নেই ৷ নির্দিষ্ট অভিযোগ ও তথ্যপ্রমাণের ভিত্তিতেই পীযূষের বাড়িতে অভিযান চালিয়েছিলেন সরকারি আধিকারিকরা ৷ তাতেই মেলে এই সাফল্য ৷’’ এই ঘটনায় পাল্টা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সপা নেতা অখিলেশ যাদবকে নিশানা করেন নির্মলা (Nirmala Sitharaman targets Akhilesh Yadav) ৷ তিনি বলেন, ‘‘উত্তরপ্রদেশের এই ঘটনা অখিলেশকে প্রবল ধাক্কা দিয়েছে ৷ আর সেই কারণেই বিজেপিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাঠগড়ায় তোলার চেষ্টা করা হচ্ছে ৷’’

আরও পড়ুন : 150 crore seized : কানপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার 150 কোটির কালো টাকা

এই প্রসঙ্গে নির্মলা এদিন আরও বলেন, ‘‘উদ্ধার হওয়া টাকার মালিক কে, সেটা আপনারা কীভাবে জানলেন ? আপনি কি টাকার মালিকানার অংশীদার ? কারণ, একমাত্র অংশীদারের পক্ষেই টাকার মালিকের পরিচয় জানা সম্ভব ৷’’ একইসঙ্গে বিরোধীদের উদ্দেশ্যে নির্মলার প্রশ্ন, এত বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে বলেই তাতে রাজনীতির রং লাগানোর চেষ্টা করা হচ্ছে ৷ বিরোধীরা বলছেন, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই বিজেপি নাকি এই অভিযান করিয়েছে ৷ কিন্তু, সরকারি আধিকারিকদের অভিযানে যদি কোনও টাকা উদ্ধার না হত, তাহলেও কি বিরোধীরা একই কথা বলতেন ?

পাশাপাশি, এই সাফল্যের জন্য সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের বাহবা দিয়েছেন নির্মলা ৷ তাঁর সাফ কথা, সরকারি কর্মী ও আধিকারিকরা যে তাঁদের কর্তব্য পালনে অত্যন্ত তৎপর, এই অভিযানের সাফল্যই তার প্রমাণ ৷ নির্মলা জানান, শুক্রবারও নির্ধারিত তথ্যের ভিত্তিতে এই ধরনের অভিযান চালানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.