ETV Bharat / bharat

Life Insurance Policy: জীবন-বিমায় নয়া নীতি, 5 লক্ষের ঊর্ধ্বের প্রিমিয়াম আয়করের আওতায় - জীবন বিমা পলিসি নিয়ে নতুন নীতি

জীবন বিমা পলিসি নিয়ে নতুন নীতি আয়কর বিভাগের ৷ যে সমস্ত বিমার বার্ষিক প্রিমিয়ামের পরিমাণ 5 লক্ষ টাকার বেশি, সেগুলির ক্ষেত্রেই 2023 এর 1 এপিল জারি হওয়া নতুন জীবন বিমা নীতির নিয়ম কার্যকর হবে ৷

Life Insurance Policy
জীবন বিমা পলিসি
author img

By

Published : Aug 17, 2023, 3:33 PM IST

Updated : Aug 18, 2023, 10:57 AM IST

নয়াদিল্লি, 17 অগস্ট: জীবন-বিমা পলিসি সংক্রান্ত নতুন নিয়ম আনতে চলেছে আয়কর বিভাগ ৷ এই নতুন নিয়মে বিমার বার্ষিক প্রিমিয়ামের পরিমাণ 5 লক্ষ টাকার বেশি হলে তার জন্য কর দিতে হবে ৷ সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি) নতুন নিয়মে ম্যাচিউরিটির পর প্রাপ্ত টাকা সংশ্লিষ্ট ব্যক্তির আয় হিসাবে ধার্য করা হবে ৷ তার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি আয়কর দিতে হবে তাঁকে, নতুন 11, ইউএসি নিয়ম অনুযায়ী ৷

চলতি বছরের 1 এপ্রিল থেকে জাতীয় বিমা পলিসি জারি করা হয়েছে ৷ সেই নিয়মে যে সমস্ত জীবন-বিমার বার্ষিক প্রিমিয়াম 5 লক্ষ টাকা বা তার বেশি সেক্ষেত্রে প্রযোজ্য নতুন নিয়ম ৷ তবে (10ডি) অনুযায়ী জীবন-বিমার বার্ষিক প্রিমিয়ামের পরিমাণ যদি 5 লক্ষ টাকার কম হয়, তবে সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি কর ছাড়ের সুযোগ পাবেন ৷ এই ক্ষেত্রে বিমা ম্যাচুরিটির পর তা আয়ের সঙ্গে যুক্ত হলেও, কর ছাড়ের সুযোগ পাবেন সংশ্লিষ্ট ব্যক্তি ৷ এমনকী কোনও ব্যক্তি যদি একা বছরে 5 লক্ষ টাকা প্রিমিয়াম দেন অথবা পারিবারিক ভাবে একই পরিমাণ বিমার প্রিমিয়াম দেন, সেক্ষেত্রেও তিনি আয়করের আওতায় আসবে নতুন সংশোধনী আইন অনুযায়ী ৷

আরও পড়ুন: শীঘ্রই ইউপিআই'তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কথোপকথনের মাধ্যমে হবে পেমেন্ট

2023-24 অর্থবর্ষের বাজেট পেশের সময় এই নিয়ম জারি করা হয়েছিল ৷ ইউলিপ অর্থাৎ ইউনিট লিংক ইন্স্যুরেন্স প্ল্যান অন্যান্য সমস্ত বিমার ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর ৷ কর বিশেষজ্ঞ ওম রাজ পুরোহিত জানান, নতুন নিয়মে বিমা থেকে প্রাপ্য টাকা সংশ্লিষ্ট ব্যক্তির আয়ের অন্য উৎস হিসেবে ধরা হবে ৷ সেই অনুযায়ী ব্যক্তির আয় যদি আয়করের আওতায় হয় তবে তার জন্য তাঁকে কর দিতে হবে ৷ তবে জীবন-বিমা আওতাভুক্ত ব্যক্তির মৃত্যুর পর টাকা পাওয়ার ক্ষেত্রে কর দিতে হবে না ৷ এটি আয়করের বাইরে ৷ এই নিয়মে কোনও নিয়ম লাগু হয়নি ৷

নয়াদিল্লি, 17 অগস্ট: জীবন-বিমা পলিসি সংক্রান্ত নতুন নিয়ম আনতে চলেছে আয়কর বিভাগ ৷ এই নতুন নিয়মে বিমার বার্ষিক প্রিমিয়ামের পরিমাণ 5 লক্ষ টাকার বেশি হলে তার জন্য কর দিতে হবে ৷ সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি) নতুন নিয়মে ম্যাচিউরিটির পর প্রাপ্ত টাকা সংশ্লিষ্ট ব্যক্তির আয় হিসাবে ধার্য করা হবে ৷ তার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি আয়কর দিতে হবে তাঁকে, নতুন 11, ইউএসি নিয়ম অনুযায়ী ৷

চলতি বছরের 1 এপ্রিল থেকে জাতীয় বিমা পলিসি জারি করা হয়েছে ৷ সেই নিয়মে যে সমস্ত জীবন-বিমার বার্ষিক প্রিমিয়াম 5 লক্ষ টাকা বা তার বেশি সেক্ষেত্রে প্রযোজ্য নতুন নিয়ম ৷ তবে (10ডি) অনুযায়ী জীবন-বিমার বার্ষিক প্রিমিয়ামের পরিমাণ যদি 5 লক্ষ টাকার কম হয়, তবে সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি কর ছাড়ের সুযোগ পাবেন ৷ এই ক্ষেত্রে বিমা ম্যাচুরিটির পর তা আয়ের সঙ্গে যুক্ত হলেও, কর ছাড়ের সুযোগ পাবেন সংশ্লিষ্ট ব্যক্তি ৷ এমনকী কোনও ব্যক্তি যদি একা বছরে 5 লক্ষ টাকা প্রিমিয়াম দেন অথবা পারিবারিক ভাবে একই পরিমাণ বিমার প্রিমিয়াম দেন, সেক্ষেত্রেও তিনি আয়করের আওতায় আসবে নতুন সংশোধনী আইন অনুযায়ী ৷

আরও পড়ুন: শীঘ্রই ইউপিআই'তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কথোপকথনের মাধ্যমে হবে পেমেন্ট

2023-24 অর্থবর্ষের বাজেট পেশের সময় এই নিয়ম জারি করা হয়েছিল ৷ ইউলিপ অর্থাৎ ইউনিট লিংক ইন্স্যুরেন্স প্ল্যান অন্যান্য সমস্ত বিমার ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর ৷ কর বিশেষজ্ঞ ওম রাজ পুরোহিত জানান, নতুন নিয়মে বিমা থেকে প্রাপ্য টাকা সংশ্লিষ্ট ব্যক্তির আয়ের অন্য উৎস হিসেবে ধরা হবে ৷ সেই অনুযায়ী ব্যক্তির আয় যদি আয়করের আওতায় হয় তবে তার জন্য তাঁকে কর দিতে হবে ৷ তবে জীবন-বিমা আওতাভুক্ত ব্যক্তির মৃত্যুর পর টাকা পাওয়ার ক্ষেত্রে কর দিতে হবে না ৷ এটি আয়করের বাইরে ৷ এই নিয়মে কোনও নিয়ম লাগু হয়নি ৷

Last Updated : Aug 18, 2023, 10:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.