ETV Bharat / bharat

RT-PCR Test: চিন, জাপান-সহ পাঁচটি দেশ-ফেরৎ বিমানযাত্রীদের আরটি-পিসিআর বাধ্যতামূলক, জানাল স্বাস্থ্যমন্ত্রক - Mansukh Mandaviya

চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং এবং থাইল্য়ান্ড থেকে আসা বিমানযাত্রীদের সকলেরই বাধ্যতামূলকভাবে আরটি-পিসিআর পরীক্ষা (RT-PCR Test) করাতে হবে ৷ সংশ্লিষ্ট দেশগুলিতে করোনা (Corona) সংক্রমণের বাড়বাড়ন্তের জেরে এই পদক্ষেপ করেছে স্বাস্থ্য মন্ত্রক (Ministry of Health and Family Welfare) ৷ শনিবার একথা জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Mansukh Mandaviya) ৷

RT PCR Test is now mandatory for international arrivals from China Japan South Korea Hongkong and Thailand
প্রতীকী ছবি ৷
author img

By

Published : Dec 24, 2022, 3:30 PM IST

নয়াদিল্লি, 24 ডিসেম্বর: চিন-সহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতে আবারও মাথাচাড়া দিচ্ছে করোনা (Corona) ৷ বিশেষজ্ঞদের চিন্তা বাড়াচ্ছে ভাইরাসের নতুন উপপ্রজাতি ৷ এই প্রেক্ষাপটে কয়েকটি দেশ থেকে ভারতে আসা আন্তর্জাতিক বিমানযাত্রীদের উপর ফের কার্যকর করা হল বিধিনিষেধ ৷ স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare) তরফে এই মর্মে একটি নির্দেশিকা জারি করা হয়েছে ৷ তাতে বলা হয়েছে, চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং এবং থাইল্য়ান্ড থেকে আসা বিমানযাত্রীদের সকলকেই বাধ্যতামূলকভাবে আরটি-পিসিআর পরীক্ষা (RT-PCR Test) করাতে হবে ৷ সেই পরীক্ষায় সুস্থ প্রমাণিত হলে তবেই মিলবে ভারতে ঢোকার ছাড়পত্র ৷

শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Mansukh Mandaviya) এই প্রসঙ্গে জানিয়েছেন, সংশ্লিষ্ট দেশগুলি থেকে আসা কোনও বিমানযাত্রীর শরীরে যদি করোনার একটিও উপসর্গ ধরা পড়ে, কিংবা তাঁর আরটি-পিসিআর পরীক্ষার যদি পজিটিভ হয়, তাহলে সেই ব্যক্তিকে তৎক্ষণাৎ নিভৃতবাসে পাঠাতে হবে ৷ একইসঙ্গে, সংশ্লিষ্ট দেশগুলি থেকে আসা যাত্রীদের প্রত্যেককে বাধ্যতামূলকভাবে 'এয়ার সুবিধা' ফর্মটি পূরণ করতে হবে ৷ যাত্রীর স্বাস্থ্য বর্তমানে কেমন রয়েছে, এই ফর্মের মাধ্য়মে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে হবে যাত্রীকেই ৷ তবেই ভারতে প্রবেশের অনুমতি পাওয়া যাবে ৷

  • RT-PCR test to be mandatory for international arrivals from China, Japan, S. Korea, Hong Kong & Thailand. On arrival, if any passenger from these countries is found symptomatic or tests positive for Covid19, then he/she will be put under quarantine: Union Health Min Dr Mandaviya pic.twitter.com/QOXNnu0LRV

    — ANI (@ANI) December 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ভারতে ভয়াবহ হবে না ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট বিএফ 7, আশ্বাস বিশেষজ্ঞের

এদিকে, শনিবারের তথ্য অনুসারে, সারা দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও 201 জন ৷ এর জেরে সব মিলিয়ে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল প্রায় 4 কোটি 46 লক্ষ ৷ বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা 3 হাজার 397 ৷ এখনও পর্যন্ত কোভিড ভাইরাসের কবলে পড়ে প্রাণ গিয়েছে 5 লক্ষ 30 হাজার 691 জনের ৷ সর্বশেষ আসা রিপোর্ট অনুসারে, করোনায় আক্রান্ত হয়ে শেষ মৃত্যুর ঘটনাটি ঘটেছে দক্ষিণের রাজ্য কেরালায় ৷

অন্যদিকে, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সম্প্রচারিত তথ্য বলছে, চিনের একটি শহরেই প্রতিদিন নতুন করে গড়ে 5 লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন ৷ যদিও সরকারিভাবে এই তথ্য গোপন করার চেষ্টা চলছে বলে ইতিমধ্যেই নানা মহলে অভিযোগ উঠতে শুরু করেছে ৷

নয়াদিল্লি, 24 ডিসেম্বর: চিন-সহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতে আবারও মাথাচাড়া দিচ্ছে করোনা (Corona) ৷ বিশেষজ্ঞদের চিন্তা বাড়াচ্ছে ভাইরাসের নতুন উপপ্রজাতি ৷ এই প্রেক্ষাপটে কয়েকটি দেশ থেকে ভারতে আসা আন্তর্জাতিক বিমানযাত্রীদের উপর ফের কার্যকর করা হল বিধিনিষেধ ৷ স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare) তরফে এই মর্মে একটি নির্দেশিকা জারি করা হয়েছে ৷ তাতে বলা হয়েছে, চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং এবং থাইল্য়ান্ড থেকে আসা বিমানযাত্রীদের সকলকেই বাধ্যতামূলকভাবে আরটি-পিসিআর পরীক্ষা (RT-PCR Test) করাতে হবে ৷ সেই পরীক্ষায় সুস্থ প্রমাণিত হলে তবেই মিলবে ভারতে ঢোকার ছাড়পত্র ৷

শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Mansukh Mandaviya) এই প্রসঙ্গে জানিয়েছেন, সংশ্লিষ্ট দেশগুলি থেকে আসা কোনও বিমানযাত্রীর শরীরে যদি করোনার একটিও উপসর্গ ধরা পড়ে, কিংবা তাঁর আরটি-পিসিআর পরীক্ষার যদি পজিটিভ হয়, তাহলে সেই ব্যক্তিকে তৎক্ষণাৎ নিভৃতবাসে পাঠাতে হবে ৷ একইসঙ্গে, সংশ্লিষ্ট দেশগুলি থেকে আসা যাত্রীদের প্রত্যেককে বাধ্যতামূলকভাবে 'এয়ার সুবিধা' ফর্মটি পূরণ করতে হবে ৷ যাত্রীর স্বাস্থ্য বর্তমানে কেমন রয়েছে, এই ফর্মের মাধ্য়মে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে হবে যাত্রীকেই ৷ তবেই ভারতে প্রবেশের অনুমতি পাওয়া যাবে ৷

  • RT-PCR test to be mandatory for international arrivals from China, Japan, S. Korea, Hong Kong & Thailand. On arrival, if any passenger from these countries is found symptomatic or tests positive for Covid19, then he/she will be put under quarantine: Union Health Min Dr Mandaviya pic.twitter.com/QOXNnu0LRV

    — ANI (@ANI) December 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ভারতে ভয়াবহ হবে না ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট বিএফ 7, আশ্বাস বিশেষজ্ঞের

এদিকে, শনিবারের তথ্য অনুসারে, সারা দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও 201 জন ৷ এর জেরে সব মিলিয়ে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল প্রায় 4 কোটি 46 লক্ষ ৷ বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা 3 হাজার 397 ৷ এখনও পর্যন্ত কোভিড ভাইরাসের কবলে পড়ে প্রাণ গিয়েছে 5 লক্ষ 30 হাজার 691 জনের ৷ সর্বশেষ আসা রিপোর্ট অনুসারে, করোনায় আক্রান্ত হয়ে শেষ মৃত্যুর ঘটনাটি ঘটেছে দক্ষিণের রাজ্য কেরালায় ৷

অন্যদিকে, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সম্প্রচারিত তথ্য বলছে, চিনের একটি শহরেই প্রতিদিন নতুন করে গড়ে 5 লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন ৷ যদিও সরকারিভাবে এই তথ্য গোপন করার চেষ্টা চলছে বলে ইতিমধ্যেই নানা মহলে অভিযোগ উঠতে শুরু করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.