ETV Bharat / bharat

RSS Social Media Profile সোশাল মিডিয়ায় আরএসএসের প্রোফাইলে উড়ছে জাতীয় পতাকা - RSS social media accounts profile picture

আর দু'দিন বাকি 15 অগস্টের ৷ তার ঠিক দুদিন আগে শুক্রবার আরএসএসের সোশাল মিডিয়া প্রোফাইলে গেরুয়া রঙের পতাকা নেই ৷ প্রধানমন্ত্রী আগেই অনুরোধ জানিয়েছিলেন, দেশবাসী যেন তাদের প্রোফাইল ছবিতে তেরঙা পতাকা লাগান (RSS Social Media Profile) ৷

RSS Social Media Profile
আরএসএস সোশাল মিডিয়া
author img

By

Published : Aug 13, 2022, 12:19 PM IST

নয়াদিল্লি, 13 অগস্ট: রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ (আরএসএস)-এর সোশাল মিডিয়ায় চিরাচরিত গেরুয়া পতাকার বদলে তেরঙার ছবি দেখা যাচ্ছে ৷ স্বাধীনতার 75 বছরে দেশজুড়ে চলছে 'আজাদি কা অমৃত মহোৎসব', দেশাত্মবোধক বিভিন্ন কর্মসূচি ৷ তারই একটি 'হর ঘর তিরঙ্গা' ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে 2 অগস্ট থেকে 15 অগস্টের মধ্যে সোশাল মিডিয়ার প্রোফাইলে জাতীয় পতাকার ছবি দিতে অনুরোধ করেছিলেন ৷ ইতিমধ্যে কংগ্রেস তাদের সোশাল মিডিয়ার প্রোফাইলে জওহরলাল নেহরুর হাতে জাতীয় পতাকা ধরা রয়েছে, এমন একটি ছবি দিয়েছে ৷ প্রধানমন্ত্রী অনেক আগেই তাঁর প্রোফাইলের ছবিটি বদলে ফেলেছেন (RSS social media accounts profile picture national flag) ৷ স্বাধীনতা দিবসের ঠিক চারদিন আগে শুক্রবার আরএসএস তাদের প্রোফাইলে ভারতের জাতীয় পতাকার ছবি দিল ৷

এর আগে এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি (AIMIM Chief Asaduddin Owaisi) একটি সংবাদসংস্থাকে জানান, 1947 সালের 17 জুলাই অর্থাৎ স্বাধীনতার এক মাসেরও কিছুটা আগে আরএসএস তার মুখপত্র 'অর্গানাইজারে' দাবি করে, দেশের জাতীয় পতাকা সম্পূর্ণ গেরুয়া রঙের হওয়া উচিত ৷ এরপর 14 অগস্ট পতাকার রং নিয়ে আরও একটি লেখা ছাপা হয় মুখপত্রে ৷ সেখানে গেরুয়া শিবির জানায় ভারতের জাতীয় পতাকায় ব্য়বহৃত তিনটি রং- গেরুয়া-সাদা-সবুজ 'অশুভ' ৷ এই পতাকা মানুষের মনে খারাপ প্রভাব বিস্তার করবে ৷ তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী সবাইকে জাতীয় পতাকা নিয়ে উৎসাহিত করছেন ৷ অথচ আরএসএস স্বাধীনতার আগে পতাকা নিয়ে এমন দাবি তুলেছিল ৷ এর ব্যাখ্যাও দাবি করেন ওয়াইসি ৷

আরও পড়ুন: "আরএসএস জাতীয় পতাকার রংকে অশুভ বলেছিল", বিস্ফোরক দাবি আসাদউদ্দিনের

প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশও (Jairam Ramesh) এ মাসের প্রথমে আরএসএস-এর জাতীয় পতাকা উত্তোলন নিয়ে প্রশ্ন তোলেন ৷ তিনি জানান, নাগপুরে সংগঠনের সদর দফতরে বিগত 52 বছর ধরে তেরঙা উত্তোলন করা হয়নি ৷ তারা প্রধানমন্ত্রীর অনুরোধে সোশাল মিডিয়ার প্রোফাইলে ভারতের জাতীয় পতাকার ছবি লাগাবে কী করে ?

এরইমধ্যে শুক্রবার গেরুয়া সংগঠনের প্রচার বিভাগের কো-ইনচার্জ নরেন্দ্র ঠাকুর জানান, সঙ্ঘ তাদের প্রতিটি অফিসে ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা দিবস পালন করবে ৷ 'হর ঘর তিরঙ্গা' প্রচারে (Har Ghar Tiranga campaign) সঙ্ঘের কর্মীরা সক্রিয় ভাবে অংশগ্রহণ করেছে ৷ আরএসএসের প্রচার বিভাগের প্রধান সুনীল আম্বেদকর অবশ্য জানিয়েছেন এ নিয়ে কোনও রাজনীতি করা উচিত নয় ৷

আরও পড়ুন: কংগ্রেসের তেরঙা উদযাপনে নেহরু

নয়াদিল্লি, 13 অগস্ট: রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ (আরএসএস)-এর সোশাল মিডিয়ায় চিরাচরিত গেরুয়া পতাকার বদলে তেরঙার ছবি দেখা যাচ্ছে ৷ স্বাধীনতার 75 বছরে দেশজুড়ে চলছে 'আজাদি কা অমৃত মহোৎসব', দেশাত্মবোধক বিভিন্ন কর্মসূচি ৷ তারই একটি 'হর ঘর তিরঙ্গা' ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে 2 অগস্ট থেকে 15 অগস্টের মধ্যে সোশাল মিডিয়ার প্রোফাইলে জাতীয় পতাকার ছবি দিতে অনুরোধ করেছিলেন ৷ ইতিমধ্যে কংগ্রেস তাদের সোশাল মিডিয়ার প্রোফাইলে জওহরলাল নেহরুর হাতে জাতীয় পতাকা ধরা রয়েছে, এমন একটি ছবি দিয়েছে ৷ প্রধানমন্ত্রী অনেক আগেই তাঁর প্রোফাইলের ছবিটি বদলে ফেলেছেন (RSS social media accounts profile picture national flag) ৷ স্বাধীনতা দিবসের ঠিক চারদিন আগে শুক্রবার আরএসএস তাদের প্রোফাইলে ভারতের জাতীয় পতাকার ছবি দিল ৷

এর আগে এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি (AIMIM Chief Asaduddin Owaisi) একটি সংবাদসংস্থাকে জানান, 1947 সালের 17 জুলাই অর্থাৎ স্বাধীনতার এক মাসেরও কিছুটা আগে আরএসএস তার মুখপত্র 'অর্গানাইজারে' দাবি করে, দেশের জাতীয় পতাকা সম্পূর্ণ গেরুয়া রঙের হওয়া উচিত ৷ এরপর 14 অগস্ট পতাকার রং নিয়ে আরও একটি লেখা ছাপা হয় মুখপত্রে ৷ সেখানে গেরুয়া শিবির জানায় ভারতের জাতীয় পতাকায় ব্য়বহৃত তিনটি রং- গেরুয়া-সাদা-সবুজ 'অশুভ' ৷ এই পতাকা মানুষের মনে খারাপ প্রভাব বিস্তার করবে ৷ তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী সবাইকে জাতীয় পতাকা নিয়ে উৎসাহিত করছেন ৷ অথচ আরএসএস স্বাধীনতার আগে পতাকা নিয়ে এমন দাবি তুলেছিল ৷ এর ব্যাখ্যাও দাবি করেন ওয়াইসি ৷

আরও পড়ুন: "আরএসএস জাতীয় পতাকার রংকে অশুভ বলেছিল", বিস্ফোরক দাবি আসাদউদ্দিনের

প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশও (Jairam Ramesh) এ মাসের প্রথমে আরএসএস-এর জাতীয় পতাকা উত্তোলন নিয়ে প্রশ্ন তোলেন ৷ তিনি জানান, নাগপুরে সংগঠনের সদর দফতরে বিগত 52 বছর ধরে তেরঙা উত্তোলন করা হয়নি ৷ তারা প্রধানমন্ত্রীর অনুরোধে সোশাল মিডিয়ার প্রোফাইলে ভারতের জাতীয় পতাকার ছবি লাগাবে কী করে ?

এরইমধ্যে শুক্রবার গেরুয়া সংগঠনের প্রচার বিভাগের কো-ইনচার্জ নরেন্দ্র ঠাকুর জানান, সঙ্ঘ তাদের প্রতিটি অফিসে ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা দিবস পালন করবে ৷ 'হর ঘর তিরঙ্গা' প্রচারে (Har Ghar Tiranga campaign) সঙ্ঘের কর্মীরা সক্রিয় ভাবে অংশগ্রহণ করেছে ৷ আরএসএসের প্রচার বিভাগের প্রধান সুনীল আম্বেদকর অবশ্য জানিয়েছেন এ নিয়ে কোনও রাজনীতি করা উচিত নয় ৷

আরও পড়ুন: কংগ্রেসের তেরঙা উদযাপনে নেহরু

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.