ETV Bharat / bharat

Ujjain Mahakal Temple: উজ্জয়িনীর মহাকাল মন্দিরে দেশের প্রথম জল স্তম্ভের উন্মোচন ভাগবতের - Ujjain

আরএসএস (RSS) প্রধান মোহন ভাগবত 60 কেজি রুপো দিয়ে তৈরি দেশের প্রথম 'জল স্তম্ভ'-এর উদ্বোধন করলেন । মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকাল মন্দিরে (Mahakal Temple) এটা স্থাপন করা হল ৷ এর উদ্দেশ্য হল জল সংরক্ষণের গুরুত্ব বোঝানো ।

Mahakal Temple
জল স্তম্ভ
author img

By

Published : Dec 29, 2022, 1:59 PM IST

উজ্জয়িনী (মধ্যপ্রদেশ), 29 ডিসেম্বর: দেশের প্রথম 'জল স্তম্ভ' মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকাল মন্দিরের (Mahakal Temple) প্রাঙ্গণে স্থাপন করা হল ৷ গত বুধবার তা স্থাপন করা হয় ৷ এটি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (Rashtriya Swayamsevak Sangh) বা আরএসএস (RSS)-এর প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat) উন্মোচন করেন ।

এই কারণে মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয় ৷ পুজোর পর ভাগবত ওই জল স্তম্ভের (Pillar of Water) উদ্বোধন করেন ৷ এর ওজন 60 কেজি এবং 13 ফুট উঁচু ৷ পুরোটা রুপো দিয়ে তৈরি ৷ রুপোর তৈরি এই জল স্তম্ভটি তৈরি করেছেন উজ্জয়িনীর কারিগররা । কাজ শেষ করতে তাদের সময় লেগেছে চার সপ্তাহ ।

এই জল স্তম্ভের চারদিকে বেদের স্তোত্র (Hymns of the Vedas) লেখা রয়েছে । বেদে জলের যে গুরুত্ব বর্ণনা করা হয়েছে, সেটাই জল স্তম্ভে স্তোত্র আকারে লেখা হয়েছে । চারটি বেদের স্তোত্রগুলি হিন্দিতে সহজ অনুবাদ-সহ সংস্কৃতে স্তম্ভে খোদাই করা হয়েছে । এই জল স্তম্ভ স্থাপনের উদ্দেশ্য হল জল সংরক্ষণের গুরুত্বের বার্তা দেওয়া । স্তম্ভের চারপাশে জলের ফোয়ারা বসানো হয়েছে ভক্তদের কাছে স্থানটিকে আরও আকর্ষণীয় করে তুলতে ।

মহাকাল মন্দিরের গর্ভগৃহে পুজো করার পর আরএসএস প্রধান ন্দির প্রাঙ্গণে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেন । ওই অনুষ্ঠান সুমঙ্গলম সুজলম জল উৎসবের অংশ ছিল ৷ তা শুরু হয়েছিল 5 ডিসেম্বর৷ যার নাম ছিল 'চতুর্বেদ পরায়ণ মহা অনুষ্ঠান' ৷ বুধবার জল স্তম্ভ উদ্বোধনের সঙ্গে সঙ্গে তা শেষ হয়ে যায় ৷

প্রসঙ্গত, চলতি বছরেই কেন্দ্রীয় সরকারের উদ্যোগে উজ্জয়িনীর (Ujjain) এই মহাকাল মন্দিরে ব্যাপক ভোলবদল হয়েছে ৷ তৈরি হয়েছে মহাকাল মন্দির লোক ৷ গত অক্টোবরে তা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ এই প্রকল্পের জন্য খরচ হয়েছে 851 কোটি টাকা ৷

উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশেষ পুজো করেছিলেন ৷ পুরো মন্দিরও দর্শন করেছিলেন তিনি ৷ এখানে উল্লেখ করা প্রয়োজন, মন্দিরের 108টি স্তম্ভে মহাদেবকে ঘিরে নানা কাহিনি রয়েছে ৷

এছাড়া ওই অনুষ্ঠানে গিয়ে সেখানকার রুদ্রসাগরও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী । সব পরিদর্শনের পরই তিনি মহাকাল মন্দিরের গর্ভগৃহে পুজো করেছিলেন । প্রায় আধ ঘণ্টা ধরে চলেছিল সেই পুজো ৷ এরপর সেখানে ধ্যানও করেছিলেন প্রধানমন্ত্রী । তারপর তিনি মহাকাল লোকের উদ্বোধন করেন ৷

আরও পড়ুন: অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ চলছে দ্রুত গতিতে, জানালেন মোদি

উজ্জয়িনী (মধ্যপ্রদেশ), 29 ডিসেম্বর: দেশের প্রথম 'জল স্তম্ভ' মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকাল মন্দিরের (Mahakal Temple) প্রাঙ্গণে স্থাপন করা হল ৷ গত বুধবার তা স্থাপন করা হয় ৷ এটি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (Rashtriya Swayamsevak Sangh) বা আরএসএস (RSS)-এর প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat) উন্মোচন করেন ।

এই কারণে মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয় ৷ পুজোর পর ভাগবত ওই জল স্তম্ভের (Pillar of Water) উদ্বোধন করেন ৷ এর ওজন 60 কেজি এবং 13 ফুট উঁচু ৷ পুরোটা রুপো দিয়ে তৈরি ৷ রুপোর তৈরি এই জল স্তম্ভটি তৈরি করেছেন উজ্জয়িনীর কারিগররা । কাজ শেষ করতে তাদের সময় লেগেছে চার সপ্তাহ ।

এই জল স্তম্ভের চারদিকে বেদের স্তোত্র (Hymns of the Vedas) লেখা রয়েছে । বেদে জলের যে গুরুত্ব বর্ণনা করা হয়েছে, সেটাই জল স্তম্ভে স্তোত্র আকারে লেখা হয়েছে । চারটি বেদের স্তোত্রগুলি হিন্দিতে সহজ অনুবাদ-সহ সংস্কৃতে স্তম্ভে খোদাই করা হয়েছে । এই জল স্তম্ভ স্থাপনের উদ্দেশ্য হল জল সংরক্ষণের গুরুত্বের বার্তা দেওয়া । স্তম্ভের চারপাশে জলের ফোয়ারা বসানো হয়েছে ভক্তদের কাছে স্থানটিকে আরও আকর্ষণীয় করে তুলতে ।

মহাকাল মন্দিরের গর্ভগৃহে পুজো করার পর আরএসএস প্রধান ন্দির প্রাঙ্গণে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেন । ওই অনুষ্ঠান সুমঙ্গলম সুজলম জল উৎসবের অংশ ছিল ৷ তা শুরু হয়েছিল 5 ডিসেম্বর৷ যার নাম ছিল 'চতুর্বেদ পরায়ণ মহা অনুষ্ঠান' ৷ বুধবার জল স্তম্ভ উদ্বোধনের সঙ্গে সঙ্গে তা শেষ হয়ে যায় ৷

প্রসঙ্গত, চলতি বছরেই কেন্দ্রীয় সরকারের উদ্যোগে উজ্জয়িনীর (Ujjain) এই মহাকাল মন্দিরে ব্যাপক ভোলবদল হয়েছে ৷ তৈরি হয়েছে মহাকাল মন্দির লোক ৷ গত অক্টোবরে তা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ এই প্রকল্পের জন্য খরচ হয়েছে 851 কোটি টাকা ৷

উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশেষ পুজো করেছিলেন ৷ পুরো মন্দিরও দর্শন করেছিলেন তিনি ৷ এখানে উল্লেখ করা প্রয়োজন, মন্দিরের 108টি স্তম্ভে মহাদেবকে ঘিরে নানা কাহিনি রয়েছে ৷

এছাড়া ওই অনুষ্ঠানে গিয়ে সেখানকার রুদ্রসাগরও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী । সব পরিদর্শনের পরই তিনি মহাকাল মন্দিরের গর্ভগৃহে পুজো করেছিলেন । প্রায় আধ ঘণ্টা ধরে চলেছিল সেই পুজো ৷ এরপর সেখানে ধ্যানও করেছিলেন প্রধানমন্ত্রী । তারপর তিনি মহাকাল লোকের উদ্বোধন করেন ৷

আরও পড়ুন: অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ চলছে দ্রুত গতিতে, জানালেন মোদি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.