দেরাদুন (উত্তরাখণ্ড), 29 সেপ্টেম্বর : আরএসএস (RSS) নেতা বিপিন কার্নওয়ালের (Vipin Karnwal) বিরুদ্ধে মামলা রুজু করল উত্তরাখণ্ড পুলিশ (Uttarakhand Police) ৷ অঙ্কিতা ভান্ডারির খুন (Ankita Bhandari Case) নিয়ে তাঁর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে ৷ সেই কারণেই তাঁর বিরুদ্ধে মামলা রুজু করেছে উত্তরাখণ্ডের রাইওয়ালা থানার পুলিশ ৷
অভিযোগ, বিপিন ফেসবুকে একটি পোস্ট করেন ৷ সেখানে তিনি লেখেন, ‘‘সবচেয়ে বড় অপরাধী হল তাঁর (অঙ্কিতা) বাবা, যিনি ক্ষুধার্ত বেড়ালের সামনে কাঁচা দুধ রেখে দিয়েছিলেন ৷’’ তাছাড়া তিনি দাবি করেন, সব জানা সত্ত্বেও অঙ্কিতার বাবা, দাদারা তাঁকে ওই রিসর্টে কাজ করতে দিয়েছেন ৷ সেই কারণেই তাঁরা আসল দোষী ৷
এই পোস্ট স্বাভাবিক ভাবেই ভাইরাল হয় ৷ শুরু হয় বিতর্ক৷ পরে অবশ্য তিনি ওই পোস্ট ডিলিট করে দেন ৷ কিন্তু এই পোস্টের মাধ্যমে তিনি মহিলাদের অপমান করেছেন এবং সমাজে হিংসা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন ৷ তাই সমাজসেবী বিজয়াপাল রাওয়াত বিপিনের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ৷ বিপিনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে ৷
যদিও পুলিশ এখনও বিপিনকে গ্রেফতার করতে পারেনি ৷ তবে তাঁর সন্ধান শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে ৷ পুলিশের দাবি, তাঁকে শীঘ্রই গ্রেফতার করা হবে ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, 19 বছরের অঙ্কিতা ভান্ডারির হত্যা নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত উত্তরাখণ্ড ৷ প্রথমে দিন ছয়েক নিখোঁজ ছিলেন অঙ্কিতা ৷ গত 24 সেপ্টেম্বর তাঁর মৃতদেহ উদ্ধার হয় ৷ অঙ্কিতা একটি রিসর্টে কর্মরত ছিলেন ৷ সেই রিসর্টের মালিক ওই রাজ্যের বিজেপি (BJP) নেতা বিনোদ আর্যর ছেলে পুলকিত ৷ তাঁকে পুলিশ গ্রেফতার করেছে ৷
অন্যদিকে বিনোদ আর্য ও তাঁর আরেক ছেলে অঙ্কিতকে ইতিমধ্যেই সাসপেন্ড করেছে বিজেপি ৷ এই ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দলও তৈরি করা হয়েছে ৷ দোষীরা শাস্তি পাবে বলেও জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি ৷ তার পরও আরএসএস নেতার এই ধরনের বক্তব্য অস্বস্তিতে ফেলল গেরুয়া শিবিরকে ৷
আরও পড়ুন : 'আমার ছেলে সাদাসিধে !' দাবি মূল অভিযুক্ত পুলকিতের বাবার