ETV Bharat / bharat

Mohan Bhagwat : সোমবার রাজ্যে আসছেন আরএসএস প্রধান মোহন ভাগবত - মোহন ভাগবত

দু‘দিনের সফরে রাজ্যে আসছেন মোহন ভাগবত ৷ রয়েছে একাধিক কর্মসূচি ৷ রাজ্য বিজেপির রদবদলের আগে মোহন ভাগবতের এই সফর তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

Mohan Bhagwat
Mohan Bhagwat
author img

By

Published : Nov 14, 2021, 10:51 PM IST

কলকাতা, 14 নভেম্বর : রাজ্যে আসছেন আরএসএস প্রধান তথা সরসংঘ চালক মোহন ভাগবত । রবিবার রাত 10টা 30মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছান তিনি । কেশব ভবনে দুই দিনের সাংগঠনিক কার্যক্রম থাকার জন্যই তাঁর এই রাজ্য সফর বলে জানা গিয়েছ ।

একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর প্রথম এই রাজ্যে পা দিচ্ছেন মোহন ভাগবত ৷ এই দু‘দিনে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর ৷ জানা গিয়েছে, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠক করবেন ও রাজ্যের সামগ্রিক রিপোর্ট নেবেন ৷ এছাড়াও আরএসএস সূত্রে খবর, দুই দিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের প্রন্থ প্রচারকদের সঙ্গে বৈঠক করবেন । শহরের এক নামী চিকিৎসকের বাড়ি যাওয়ারও কথা রয়েছে তাঁর ৷ কর্মসূচি শেষে 17 তারিখ দিল্লি ফিরবেন তিনি ৷
রাজ্যে আরএসএসের সংগঠনের একাধিক রদবদল হয়েছে । নতুন কমিটিগুলির সঙ্গে পরিচয় পর্ব ও সংগঠন সংক্রান্ত বৈঠক করবেন । এছাড়াও রাজ্য বিজেপিতেও রদবদলের সম্ভাবনা রয়েছে । খুব শীঘ্রই সেই কমিটি ঘোষণা হবে বলে সূত্রের খবর । তাই এই সময়ে রাজ্যে আরএসএস প্রধান মোহন ভাগবতের সফর রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে ।

কলকাতা, 14 নভেম্বর : রাজ্যে আসছেন আরএসএস প্রধান তথা সরসংঘ চালক মোহন ভাগবত । রবিবার রাত 10টা 30মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছান তিনি । কেশব ভবনে দুই দিনের সাংগঠনিক কার্যক্রম থাকার জন্যই তাঁর এই রাজ্য সফর বলে জানা গিয়েছ ।

একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর প্রথম এই রাজ্যে পা দিচ্ছেন মোহন ভাগবত ৷ এই দু‘দিনে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর ৷ জানা গিয়েছে, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠক করবেন ও রাজ্যের সামগ্রিক রিপোর্ট নেবেন ৷ এছাড়াও আরএসএস সূত্রে খবর, দুই দিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের প্রন্থ প্রচারকদের সঙ্গে বৈঠক করবেন । শহরের এক নামী চিকিৎসকের বাড়ি যাওয়ারও কথা রয়েছে তাঁর ৷ কর্মসূচি শেষে 17 তারিখ দিল্লি ফিরবেন তিনি ৷
রাজ্যে আরএসএসের সংগঠনের একাধিক রদবদল হয়েছে । নতুন কমিটিগুলির সঙ্গে পরিচয় পর্ব ও সংগঠন সংক্রান্ত বৈঠক করবেন । এছাড়াও রাজ্য বিজেপিতেও রদবদলের সম্ভাবনা রয়েছে । খুব শীঘ্রই সেই কমিটি ঘোষণা হবে বলে সূত্রের খবর । তাই এই সময়ে রাজ্যে আরএসএস প্রধান মোহন ভাগবতের সফর রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে ।

আরও পড়ুন : Mohan Bhagwat : ভারতের জনসংখ্যা নিয়ন্ত্রণের উপর জোর দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.