শিমলা,17 ফেব্রুয়ারি: গল্পটার নাম ছিল 'শঙ্কুর সুর্বণ সুযোগ'। অপরসায়নের সাহায্যে সোনা তৈরি কীভাবে সম্ভব তা নিয়েই গল্পটি লিখেছিলেন সত্যজিৎ রায়। সেখানে গিরিডির বাসিন্দা প্রফেসর ত্রিলোকেশর শঙ্কুর জার্মান বন্ধু উইলহেম ক্রোল অপরসায়নের 700 বছরের পুরনো একটি পান্ডুলিপি কিনেছিলেন 25 হাজার টাকায়। নিলামের সৌজন্যেই দাম এতটা চড়েছিল। এবার বাস্তবেও সেরকমই ঘটনা ঘটল হিমাচলপ্রদেশে। নিলামে স্কুটির ভিআইপি নম্বর প্লেটের দাম উঠল কোটি টাকা (Himachal Pradesh witnessed 1.1 crore bid for number plate of scooty )!
গাড়িতে ভিআইপি এবং ভিভিআইপি নম্বর পেতে আগ্রহ দেখান অনেকেই। পছন্দের নম্বর পেতে রেষারিষিও চলে সমানতালে। কিন্তু শিমলায় যা হল তেমন ঘটনা খুব বেশি ঘটে না। ঘটনার সূত্রপাত এক স্কুটিকে ঘিরে। সেটির নম্বর ছিল HP 999999। প্রাথমিক দাম রাখা হয়েছিল 1 হাজার টাকা। এরপরই নিলামের শুরু। জানা গিয়েছে মোট 26 জনের পছন্দ এই বিশেষ নম্বর । একটু একটু করে বাড়তে থাকে দাম। শেষ এক ব্যক্তি দর দেন 1 কোটি 11 হাজার টাকা।
এই দামেই যে নম্বর প্লেটটি বিক্রি হয়ে গিয়েছে তা ভাবা ভুল । সূত্র বলছে, শুক্রবার সন্ধ্যার আগে ফয়সালা হবে না। মানেটা খুব স্পষ্ট । দাম আরও বাড়বে । শুধু যে এই একটি নম্বর ঘিরে আগ্রহ তৈরি হয়েছে তা নয় অবশ্য। এই তালিকায় আরও বেশ কয়েকটি নাম আছে । আলাদা করে HP 990009, HP 990005, HP 990003 এই তিনটি নম্বর বিশেষ আগ্রহের কারণ হয়েছে। দাম উঠেছে যথাক্রমে 21, 20 এবং 10 লাখ । বোঝাই যাচ্ছে প্রতিযোগিতায় বাকিদের অনেক পেছনে ফেলে দিয়েছে HP 999999 ।
কথায় বলে শখের দাম লাখ টাকা। এখানে অবশ্য শখের দাম কোটি টাকা ! তা না-হলে যে স্কুটি বিক্রি হয় 90 হাজার থেকে 1 লাখ টাকার মধ্যে তার নম্বর প্লেটের দাম কখনও কোটি টাকা হতে পারে? এই টাকায় যে নম্বর প্লেটটি পাওয়া গিয়েছে তাও নয়। প্রক্রিয়া চলছে। নিলামে শেষমেশ দাম কোথাও গিয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার ।
আরও পড়ুন:ভোটের হারে রেকর্ড, 92 শতাংশ ভোটে শেষ হল ত্রিপুরা বিধানসভা নির্বাচন