ETV Bharat / bharat

Goa Politics: বিজেপিতে যোগ দিলেই 40 কোটি ! গোয়ায় কংগ্রেসের ভাঙনে তৎপর সোনিয়া

বিজেপিতে যোগ দিলেই মিলবে 40 কোটি টাকা (Rs 40 crore to join BJP)! গোয়ায় (Goa Politics) কংগ্রেস বিধায়কদের এমনই প্রস্তাব দেওয়া হচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ উঠল (Goa Congress)৷ এ দিকে রাজনৈতিক সংকট মোকাবিলায় মুকুল ওয়াসনিককে গোয়ায় পাঠালেন সোনিয়া গান্ধি (Sonia Gandhi sends Mukul Wasnik)৷

Rs 40 crore to join BJP: claims Goa Congress leader, Sonia Gandhi sends Mukul Wasnik to oversee 'defections'
বিজেপিতে যোগ দিলেই 40 কোটি ! গোয়ায় কংগ্রেসের ভাঙনে তৎপর সোনিয়া
author img

By

Published : Jul 11, 2022, 11:23 AM IST

পানাজি, 11 জুলাই: বিজেপিতে যোগ দিলে মিলবে কড়কড়ে 40 কোটি টাকা (Rs 40 crore to join BJP)৷ গোয়ায় (Goa Politics) কংগ্রেসের বিধায়কদের কাছে এমনই প্রস্তাব গিয়েছে বলে বিস্ফোরক দাবি করলেন সেখানকার প্রাক্তন কংগ্রেস সভাপতি গিরীশ চোডানকার ৷ সূত্রের খবর, গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগম্বর কামাতের নেতৃত্বে কংগ্রেসের অন্তত 6 জন বিধায়ক গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছেন (Goa Congress)৷ উদ্ভূত রাজনৈতিক সংকট মোকাবিলায় দলের বিশ্বাসযোগ্য সৈনিক তথা সাংসদ মুকুল ওয়াসনিককে (Sonia Gandhi sends Mukul Wasnik) গোয়ায় পাঠিয়েছেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে ৷

কংগ্রেস নেতা কেসি ভেনুগোপাল টুইটে জানিয়েছেন, "কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি গোয়ার সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সাংসদ মুকুল ওয়াসনিককে সেখানে পাঠিয়েছেন ৷"

দলত্যাগের ষড়যন্ত্র করার অভিযোগে রবিবার গোয়া বিধানসভার বিরোধী দলনেতা মাইকেল লোবোকে বরখাস্ত করেছে কংগ্রেস ৷ দল বলেছে, বিজেপি দুই-তৃতীয়াংশের বিভাজন সৃষ্টি করতে চাইছে আর এ জন্য কংগ্রেসের বিধায়কদের মোটা টাকা দেওয়ার প্রস্তাব দিচ্ছে ৷ বিজেপির সঙ্গে আঁতাত করে দিগম্বর কামাত ও লোবো দলত্যাগের ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করে কংগ্রেস ৷ গোয়া কংগ্রেসের দায়িত্বে থাকা দীনেশ গুন্ডু রাও বলেছেন, "আমাদের দলের অনেককে বিরাট অর্থের লোভ দেখানো হচ্ছে ৷ যে টাকার প্রস্তাব দেওয়া দেওয়া হচ্ছে, তা দেখে চমকে গিয়েছি ৷ তবে আমাদের 6 জন বিধায়ক অনড় রয়েছেন, তাঁদের জন্য আমি গর্বিত ৷"

আরও পড়ুন: সমর্থন চেয়ে মমতা-সোনিয়া-পাওয়ারকে ফোন দ্রৌপদীর !

রাও জানিয়েছেন, "আমাদের নিজেদেরই দুই নেতা বিরোধী দলনেতা মাইকেল লোবো ও দিগম্বর কামাত এই ষড়যন্ত্রের নেতৃত্বে রয়েছেন ৷ তাঁরা দুজনেই বিজেপির সঙ্গে সম্পুর্ণ ভাবে যোগাযোগ রেখে চলেছেন ৷" শিগগিরই বিরোধী দলনেতা হিসেবে নতুন কোনও বিধায়ককে দায়িত্ব দেওয়া হবে বলেও জানিয়েছেন রাও ৷ সাম্প্রতিক পরিস্থিতিতে কংগ্রেস কোনও ভাবেই দুর্বল হবে না বলে দাবি করে তিনি বলেন, "আমরা আরও দৃঢ়তার সঙ্গে বিষয়টি দেখছি ৷ ক্ষমতা ও ব্যক্তিগত স্বার্থের জন্যই দু জন ব্যক্তি এই ষড়যন্ত্র করেছে, এটাই আমরা মানুষকে বোঝাব ৷"

পানাজি, 11 জুলাই: বিজেপিতে যোগ দিলে মিলবে কড়কড়ে 40 কোটি টাকা (Rs 40 crore to join BJP)৷ গোয়ায় (Goa Politics) কংগ্রেসের বিধায়কদের কাছে এমনই প্রস্তাব গিয়েছে বলে বিস্ফোরক দাবি করলেন সেখানকার প্রাক্তন কংগ্রেস সভাপতি গিরীশ চোডানকার ৷ সূত্রের খবর, গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগম্বর কামাতের নেতৃত্বে কংগ্রেসের অন্তত 6 জন বিধায়ক গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছেন (Goa Congress)৷ উদ্ভূত রাজনৈতিক সংকট মোকাবিলায় দলের বিশ্বাসযোগ্য সৈনিক তথা সাংসদ মুকুল ওয়াসনিককে (Sonia Gandhi sends Mukul Wasnik) গোয়ায় পাঠিয়েছেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে ৷

কংগ্রেস নেতা কেসি ভেনুগোপাল টুইটে জানিয়েছেন, "কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি গোয়ার সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সাংসদ মুকুল ওয়াসনিককে সেখানে পাঠিয়েছেন ৷"

দলত্যাগের ষড়যন্ত্র করার অভিযোগে রবিবার গোয়া বিধানসভার বিরোধী দলনেতা মাইকেল লোবোকে বরখাস্ত করেছে কংগ্রেস ৷ দল বলেছে, বিজেপি দুই-তৃতীয়াংশের বিভাজন সৃষ্টি করতে চাইছে আর এ জন্য কংগ্রেসের বিধায়কদের মোটা টাকা দেওয়ার প্রস্তাব দিচ্ছে ৷ বিজেপির সঙ্গে আঁতাত করে দিগম্বর কামাত ও লোবো দলত্যাগের ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করে কংগ্রেস ৷ গোয়া কংগ্রেসের দায়িত্বে থাকা দীনেশ গুন্ডু রাও বলেছেন, "আমাদের দলের অনেককে বিরাট অর্থের লোভ দেখানো হচ্ছে ৷ যে টাকার প্রস্তাব দেওয়া দেওয়া হচ্ছে, তা দেখে চমকে গিয়েছি ৷ তবে আমাদের 6 জন বিধায়ক অনড় রয়েছেন, তাঁদের জন্য আমি গর্বিত ৷"

আরও পড়ুন: সমর্থন চেয়ে মমতা-সোনিয়া-পাওয়ারকে ফোন দ্রৌপদীর !

রাও জানিয়েছেন, "আমাদের নিজেদেরই দুই নেতা বিরোধী দলনেতা মাইকেল লোবো ও দিগম্বর কামাত এই ষড়যন্ত্রের নেতৃত্বে রয়েছেন ৷ তাঁরা দুজনেই বিজেপির সঙ্গে সম্পুর্ণ ভাবে যোগাযোগ রেখে চলেছেন ৷" শিগগিরই বিরোধী দলনেতা হিসেবে নতুন কোনও বিধায়ককে দায়িত্ব দেওয়া হবে বলেও জানিয়েছেন রাও ৷ সাম্প্রতিক পরিস্থিতিতে কংগ্রেস কোনও ভাবেই দুর্বল হবে না বলে দাবি করে তিনি বলেন, "আমরা আরও দৃঢ়তার সঙ্গে বিষয়টি দেখছি ৷ ক্ষমতা ও ব্যক্তিগত স্বার্থের জন্যই দু জন ব্যক্তি এই ষড়যন্ত্র করেছে, এটাই আমরা মানুষকে বোঝাব ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.