ETV Bharat / bharat

সুইস ব্যাঙ্কে গচ্ছিত অর্থ কালো টাকা নয়, সাফাই কেন্দ্রের

author img

By

Published : Jun 20, 2021, 12:04 PM IST

সুইস ব্যাঙ্কে ভারতীয়দের গচ্ছিত অর্থের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 20,700 কোটি টাকা ৷ গত 13 বছরে যা সর্বোচ্চ ৷ এ নিয়ে প্রশ্নের মুখে দেশের অর্থমন্ত্রক দাবি করেছে যে এই অর্থ কালো টাকা নয় ৷

সুইস ব্যাঙ্কে গচ্ছিত অর্থ নিয়ে বিতর্ক
সুইস ব্যাঙ্কে গচ্ছিত অর্থ নিয়ে বিতর্ক

নয়া দিল্লি, 20 জুন : সুইস ব্যাঙ্কে ভারতীয়দের গচ্ছিত 20,700 কোটি টাকা ৷ ভারতীয়দের জমানো টাকা কালো টাকা নয় বলে দাবি করল কেন্দ্রীয় সরকার ৷ ভারতের বহু নাগরিক, ব্যবসায়িক সংস্থা এখানে টাকা রেখেছে, কিন্তু তা কালো টাকার কোনও যুক্তি খুঁজে পায়নি অর্থমন্ত্রক ৷

সুইৎজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাঙ্কের রিপোর্ট অনুযায়ী, 2019-র শেষে 6625 কোটি টাকা থেকে 2020-র শেষে 286 শতাংশ বেড়ে তা হয়েছে 20,700 কোটি, গত 13 বছরে যা সর্বোচ্চ ৷ এর আগে 2018, 2019-এ সুইস ব্যাঙ্কে ভারতীয়দের জমানো অর্থের পরিমাণ কমছিল ৷ মাত্র দু'বছরের মাথায় এই বিশাল টাকার অঙ্কে পৌঁছানোতে প্রশ্নের মুখে পড়েছে কেন্দ্রীয় সরকার ৷ কারণ মোদি সরকার দেশবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিল সুইৎজারল্যান্ড থেকে কালো টাকা ফিরিয়ে আনা হবে দেশে ৷

আরও পড়ুন : 150 দিনে 30 কোটি ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে আমেরিকাবাসীকে, জানালেন বাইডেন


অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে-

  • 2018 থেকে প্রতি বছর দুদেশের মধ্যে অ্যাকাউন্ট বিষয়ক তথ্য আদানপ্রদান করার চুক্তি করা হয়েছে ৷ তাতে "অটোমেটিক এক্সচেঞ্জ অফ ইনফরমেশন" (AEOI) অনুযায়ী কোনও অ্যাকাউন্টে আর্থিক লেনদেন হলে সঙ্গে সঙ্গে সেই তথ্য স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভারত আর সুইৎজারল্যান্ডে কাছে পৌঁছে যাবে ৷
  • ভারত ও সুইৎজারল্যান্ড 2019 ও 2020-তেও দু'দেশের নাগরিকদের আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য একে অপরকে জানিয়েছে ৷
  • ভারতে থাকা সুইস ব্যাঙ্কের শাখায় ব্যবসায়িক লেনদেন, জমা করা অর্থের পরিমাণ বেড়েছে ৷ আর তার ফলে দুদেশের দু'টি ব্যাঙ্কের অভ্যন্তরীণ লেনদেনে প্রভাব পড়েছে ৷

দু'দেশের নাগরিকদের মধ্যে আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে এই পদক্ষেপগুলি করার পর সুইস ব্যাঙ্কে কালো টাকা থাকার কোনও প্রশ্নই উঠতে পারে না ৷

তবে রিপোর্ট অনুযায়ী, ভারতীয়, প্রবাসী ভারতীয় বা অন্য কেউ তৃতীয় দেশের নাগরিকের নামে টাকা রেখেছে কি না, সেই হিসেব নেই এই সংখ্যায় ৷

এই গচ্ছিত টাকার বিষয়ে বিস্তারিত জানতে সুইস ব্যাঙ্কের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্র ৷

নয়া দিল্লি, 20 জুন : সুইস ব্যাঙ্কে ভারতীয়দের গচ্ছিত 20,700 কোটি টাকা ৷ ভারতীয়দের জমানো টাকা কালো টাকা নয় বলে দাবি করল কেন্দ্রীয় সরকার ৷ ভারতের বহু নাগরিক, ব্যবসায়িক সংস্থা এখানে টাকা রেখেছে, কিন্তু তা কালো টাকার কোনও যুক্তি খুঁজে পায়নি অর্থমন্ত্রক ৷

সুইৎজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাঙ্কের রিপোর্ট অনুযায়ী, 2019-র শেষে 6625 কোটি টাকা থেকে 2020-র শেষে 286 শতাংশ বেড়ে তা হয়েছে 20,700 কোটি, গত 13 বছরে যা সর্বোচ্চ ৷ এর আগে 2018, 2019-এ সুইস ব্যাঙ্কে ভারতীয়দের জমানো অর্থের পরিমাণ কমছিল ৷ মাত্র দু'বছরের মাথায় এই বিশাল টাকার অঙ্কে পৌঁছানোতে প্রশ্নের মুখে পড়েছে কেন্দ্রীয় সরকার ৷ কারণ মোদি সরকার দেশবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিল সুইৎজারল্যান্ড থেকে কালো টাকা ফিরিয়ে আনা হবে দেশে ৷

আরও পড়ুন : 150 দিনে 30 কোটি ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে আমেরিকাবাসীকে, জানালেন বাইডেন


অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে-

  • 2018 থেকে প্রতি বছর দুদেশের মধ্যে অ্যাকাউন্ট বিষয়ক তথ্য আদানপ্রদান করার চুক্তি করা হয়েছে ৷ তাতে "অটোমেটিক এক্সচেঞ্জ অফ ইনফরমেশন" (AEOI) অনুযায়ী কোনও অ্যাকাউন্টে আর্থিক লেনদেন হলে সঙ্গে সঙ্গে সেই তথ্য স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভারত আর সুইৎজারল্যান্ডে কাছে পৌঁছে যাবে ৷
  • ভারত ও সুইৎজারল্যান্ড 2019 ও 2020-তেও দু'দেশের নাগরিকদের আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য একে অপরকে জানিয়েছে ৷
  • ভারতে থাকা সুইস ব্যাঙ্কের শাখায় ব্যবসায়িক লেনদেন, জমা করা অর্থের পরিমাণ বেড়েছে ৷ আর তার ফলে দুদেশের দু'টি ব্যাঙ্কের অভ্যন্তরীণ লেনদেনে প্রভাব পড়েছে ৷

দু'দেশের নাগরিকদের মধ্যে আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে এই পদক্ষেপগুলি করার পর সুইস ব্যাঙ্কে কালো টাকা থাকার কোনও প্রশ্নই উঠতে পারে না ৷

তবে রিপোর্ট অনুযায়ী, ভারতীয়, প্রবাসী ভারতীয় বা অন্য কেউ তৃতীয় দেশের নাগরিকের নামে টাকা রেখেছে কি না, সেই হিসেব নেই এই সংখ্যায় ৷

এই গচ্ছিত টাকার বিষয়ে বিস্তারিত জানতে সুইস ব্যাঙ্কের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্র ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.