সমস্তিপুর, 22 ডিসেম্বর: বিহারের (Bihar) সমস্তিপুর জেলায় (Samastipur District) অপরাধমূলক কার্যকলাপের এক আজব ঘটনা সামনে এসেছে ৷ সেখানকার একটি বাড়ির দেওয়ালে পোস্টার সেঁটে দিয়ে গিয়েছে দুষ্কৃতীরা ৷ সেই পোস্টারে মোটা টাকার তোলা চাওয়া হয়েছে ! ঘটনাটি ঘটেছে জেলার মুফাস্সিল থানা এলাকায় ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বাড়ির মালিকের নাম লক্ষ্মণ প্রসাদ সিং ৷ তিনি বিদেশ মন্ত্রকে কর্মরত ! থাকেন লন্ডনে ৷ তাঁর পৈতৃক বাড়ি রয়েছে সমস্তিপুরের কারপুরি গ্রামে ৷ সেই গ্রামের বাড়ির দেওয়ালেই তোলা চেয়ে পোস্টার সেঁটে দেওয়া হয়েছে ৷ তবে, কে বা কারা এমন কাণ্ড ঘটিয়েছে, তা জানা যায়নি ৷ বাড়ির মালিকের কাছ থেকে চাওয়া হয়েছে 10 লক্ষ টাকা ! এমন ঘটনায় তাজ্জব বনে গিয়েছে খোদ পুলিশও ৷ তারা এর তদন্ত শুরু করেছে ৷
আরও পড়ুন: মেয়ের ইচ্ছে পূরণ ! আরেক মা-কে খুন দম্পতির
ওই পোস্টারে রীতিমতো শাসানি দেওয়া হয়েছে পরিবারের সদস্যদের ৷ তাঁদের উদ্দেশ্যে বলা হয়েছে, অবিলম্বে 10 লক্ষ টাকা না দেওয়া হলে এই বাড়ির সদস্যদের খুন করা হবে ! রানা নাভেদ নামে কোনও এক ব্যক্তির পক্ষ থেকে এই বার্তা দেওয়া হয়েছে ৷ তবে, সেই রানা নাভেদ আদতে কে, বা আদৌ ওই নামে কারও অস্তিত্ব আছে কি না, তা এখনও জানা যায়নি ৷
বৃহস্পতিবার সকালে যখন গ্রামের মানুষ রোজের কাজে বাড়ির বাইরে আসেন, তখনই তাঁদের নজরে আসে এই ঘটনা ৷ ওই বাড়ির সদস্যদেরও বাইরে ডেকে বিষয়টি দেখানো হয় ৷ তারপর থেকেই আতঙ্কে রয়েছেন পরিবারের সদস্যরা ৷ লক্ষ্মী প্রসাদের পুত্রবধূ এই বাড়িতেই থাকেন ৷ ঘটনার কথা ইতিমধ্যেই আত্মীয় ও পরিজনদের জানিয়েছেন তিনি ৷ তাঁদের তরফে পরে পুলিশকে গোটা ঘটনা জানানো হয় ৷
এই বিষয়ে প্রশ্ন করা হলে ডিএসপি শেওয়ান হাওয়ে ফকিরি সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জানান, "আমরা ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছি ৷ দ্রুত এ নিয়ে যথাযথ পদক্ষেপ করা হবে ৷ আপাতত ওই পরিবারের সকলের নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে ৷"