ETV Bharat / bharat

Ladakh talks : মাঝপথে বৈঠক ভেস্তে যাওয়ায় ভারতের বিরুদ্ধে তোপ চিনের - প্রকৃত নিয়ন্ত্রণ রেখা

ভারত ও চিনের মধ্যে কমান্ডার-স্তরের 13তম রাউন্ডের বৈঠক ছিল ৷ রবিবার সন্ধ্যা 7টায় ওই বৈঠক শেষ হয় ৷

round-13-of-ladakh-talks-ends-on-bitter-note
Ladakh talks : মাঝপথে বৈঠক ভেস্তে যাওয়ায় ভারতের বিরুদ্ধে তোপ চিনের
author img

By

Published : Oct 11, 2021, 1:45 PM IST

নয়াদিল্লি, 11 অক্টোবর : প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (Line of Actual Control) বরাবর বিবাদ মেটানো নিয়ে এবার ভারতকেই অভিযুক্ত করল চিন ৷ ওই দেশের দাবি, ভারত অযৌক্তিক ও অবাস্তব দাবি করছে ৷ যা সমাধান-সূত্র খোঁজার পথকে আরও কঠিন করে দিচ্ছে ৷ পাশাপাশি ভারতের প্রতি চিনের আর্জি, এই পরিস্থিতিকে যেন ভুলভাবে বিচার না করা হয় ৷

প্রসঙ্গত, ভারত ও চিনের মধ্যে কমান্ডার-স্তরের 13তম রাউন্ডের বৈঠক (commander-level talks between the Indian and Chinese armies) ছিল ৷ রবিবার সন্ধ্যা 7 টায় ওই বৈঠক শেষ হয় ৷ সেই বৈঠক যে ফলপ্রসূ হয়নি, তার প্রমাণ এই বিবৃতিতেই স্পষ্ট ৷ রবিবার পূর্ব লাদাখের চুশুলের (Chushul in eastern Ladakh) কাছে এই আলোচনা হয় ৷ এর আগে পর্যন্ত বিভিন্ন রাউন্ডে আলোচনা প্রায় 16 ঘণ্টা হয়েছে ৷ আর রবিবার আলোচনা শেষ হয়ে যায় আট ঘণ্টাতেই ৷ তার উপর কোনও যৌথ বিবৃতিও দেওয়া হয়নি ৷

আরও পড়ুন : ISIS : জম্মু-কাশ্মীর থেকে গ্রেফতার তিন আইসিস জঙ্গি

ভারত ও চিনের মধ্যে সীমান্ত-বিবাদ কয়েক দশক ধরে চলছে ৷ গত বছর তা আচমকাই বড় আকার নেয় পূর্ব লাদাখে ৷ যার জেরে দুই দেশের সেনার মধ্যে রক্তক্ষয়ী সঙ্ঘর্ষও হয় ৷ তারপর বিভিন্ন স্তরের আলোচনার মাধ্যমে এই বিবাদ মেটানোর চেষ্টা চলছে ৷ দু’পক্ষ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনাও সরিয়েছে ৷

যদিও ভারতীয় সেনা মনে করে এই বিবাদ জিইয়ে রাখতে চায় চিন ৷ সম্প্রতি চিনের দিকে পরিকাঠামো তৈরির বিষয়টি সামনে আসে ৷ শনিবার এই নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন ভারতীয় সেনাপ্রধান এম এম নারাভানে ৷ তিনি বলেন, ‘‘এর মানে তারা (পিএলএ) সেখানে থাকতে চায় ৷ যদি তারা থাকতে চায়, তাহলে আমরাও থাকব ৷ আমাদের দিকে যা যা পরিকাঠামো তৈরি হয়েছে, তা পিএলএ (PLA)-র সমান ৷’’

আরও পড়ুন : Anantnag Encounter: অনন্তনাগে এনকাউন্টারে খতম জঙ্গি, জখম পুলিশকর্মী

সম্প্রতি চিন সীমান্তে দু’টি ঘটনা ঘটে ৷ তার একটি হয়েছিল চলতি বছরের 30 অগস্ট ৷ সেদিন উত্তরাখণ্ডের চামোলি জেলায় টুন জুন পাস দিয়ে 100 পিএলএ সৈন্য ও 55 টি ঘোড়া নিয়ে ভারতের সীমান্তের পাঁচ কিলোমিটারের মধ্যে ঢুকে পড়ে ৷ সেনা সূত্রে খবর, এই ধরনের ভুল হয়ে থাকে ৷ কিন্তু এত সৈন্য কখনও একসঙ্গে এই ধরনের ভুল করে না ৷ আর সেটাই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ৷

দ্বিতীয় ঘটনাটি ঘটে অরুণাচল প্রদেশে তাওয়াং সেক্টরে ৷ গত 28 সেপ্টেম্বর সেখানকার ইয়ংস্টের কাছে ম্যাকমোহন লাইনে দুই পক্ষের বাদানুবাদ হয় ৷ ভারতীয় সেনার দাবি, এই ধরনের ঘটনা সীমান্তে প্রায়ই হয়৷ কিন্তু চিন বিষয়টি নিয়ে বেশি হইচই করছে ৷ দ্বিপাক্ষিক চুক্তি না মানার অভিযোগ করছে ভারতের বিরুদ্ধে ৷

আরও পড়ুন : India-China 13th Meet : এলএসি-র মলডোতে ভারত-চিন 13তম বৈঠক

কূটনৈতিক মহলের মতে, এই বিষয়গুলিই সম্ভবত রবিবার বৈঠকে উঠেছিল ৷ তা নিয়ে আলোচনার সময় চিনের তরফে নিশ্চয় এই নিয়ে কিছু অনৈতিক দাবি করা হয়েছে ৷ যার জেরেই বৈঠক ভেস্তে যায় ৷ তাই ভারত এই নিয়ে মন্তব্য করার আগেই চিনের তরফে পুরো দোষ ভারতের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে ৷

নয়াদিল্লি, 11 অক্টোবর : প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (Line of Actual Control) বরাবর বিবাদ মেটানো নিয়ে এবার ভারতকেই অভিযুক্ত করল চিন ৷ ওই দেশের দাবি, ভারত অযৌক্তিক ও অবাস্তব দাবি করছে ৷ যা সমাধান-সূত্র খোঁজার পথকে আরও কঠিন করে দিচ্ছে ৷ পাশাপাশি ভারতের প্রতি চিনের আর্জি, এই পরিস্থিতিকে যেন ভুলভাবে বিচার না করা হয় ৷

প্রসঙ্গত, ভারত ও চিনের মধ্যে কমান্ডার-স্তরের 13তম রাউন্ডের বৈঠক (commander-level talks between the Indian and Chinese armies) ছিল ৷ রবিবার সন্ধ্যা 7 টায় ওই বৈঠক শেষ হয় ৷ সেই বৈঠক যে ফলপ্রসূ হয়নি, তার প্রমাণ এই বিবৃতিতেই স্পষ্ট ৷ রবিবার পূর্ব লাদাখের চুশুলের (Chushul in eastern Ladakh) কাছে এই আলোচনা হয় ৷ এর আগে পর্যন্ত বিভিন্ন রাউন্ডে আলোচনা প্রায় 16 ঘণ্টা হয়েছে ৷ আর রবিবার আলোচনা শেষ হয়ে যায় আট ঘণ্টাতেই ৷ তার উপর কোনও যৌথ বিবৃতিও দেওয়া হয়নি ৷

আরও পড়ুন : ISIS : জম্মু-কাশ্মীর থেকে গ্রেফতার তিন আইসিস জঙ্গি

ভারত ও চিনের মধ্যে সীমান্ত-বিবাদ কয়েক দশক ধরে চলছে ৷ গত বছর তা আচমকাই বড় আকার নেয় পূর্ব লাদাখে ৷ যার জেরে দুই দেশের সেনার মধ্যে রক্তক্ষয়ী সঙ্ঘর্ষও হয় ৷ তারপর বিভিন্ন স্তরের আলোচনার মাধ্যমে এই বিবাদ মেটানোর চেষ্টা চলছে ৷ দু’পক্ষ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনাও সরিয়েছে ৷

যদিও ভারতীয় সেনা মনে করে এই বিবাদ জিইয়ে রাখতে চায় চিন ৷ সম্প্রতি চিনের দিকে পরিকাঠামো তৈরির বিষয়টি সামনে আসে ৷ শনিবার এই নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন ভারতীয় সেনাপ্রধান এম এম নারাভানে ৷ তিনি বলেন, ‘‘এর মানে তারা (পিএলএ) সেখানে থাকতে চায় ৷ যদি তারা থাকতে চায়, তাহলে আমরাও থাকব ৷ আমাদের দিকে যা যা পরিকাঠামো তৈরি হয়েছে, তা পিএলএ (PLA)-র সমান ৷’’

আরও পড়ুন : Anantnag Encounter: অনন্তনাগে এনকাউন্টারে খতম জঙ্গি, জখম পুলিশকর্মী

সম্প্রতি চিন সীমান্তে দু’টি ঘটনা ঘটে ৷ তার একটি হয়েছিল চলতি বছরের 30 অগস্ট ৷ সেদিন উত্তরাখণ্ডের চামোলি জেলায় টুন জুন পাস দিয়ে 100 পিএলএ সৈন্য ও 55 টি ঘোড়া নিয়ে ভারতের সীমান্তের পাঁচ কিলোমিটারের মধ্যে ঢুকে পড়ে ৷ সেনা সূত্রে খবর, এই ধরনের ভুল হয়ে থাকে ৷ কিন্তু এত সৈন্য কখনও একসঙ্গে এই ধরনের ভুল করে না ৷ আর সেটাই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ৷

দ্বিতীয় ঘটনাটি ঘটে অরুণাচল প্রদেশে তাওয়াং সেক্টরে ৷ গত 28 সেপ্টেম্বর সেখানকার ইয়ংস্টের কাছে ম্যাকমোহন লাইনে দুই পক্ষের বাদানুবাদ হয় ৷ ভারতীয় সেনার দাবি, এই ধরনের ঘটনা সীমান্তে প্রায়ই হয়৷ কিন্তু চিন বিষয়টি নিয়ে বেশি হইচই করছে ৷ দ্বিপাক্ষিক চুক্তি না মানার অভিযোগ করছে ভারতের বিরুদ্ধে ৷

আরও পড়ুন : India-China 13th Meet : এলএসি-র মলডোতে ভারত-চিন 13তম বৈঠক

কূটনৈতিক মহলের মতে, এই বিষয়গুলিই সম্ভবত রবিবার বৈঠকে উঠেছিল ৷ তা নিয়ে আলোচনার সময় চিনের তরফে নিশ্চয় এই নিয়ে কিছু অনৈতিক দাবি করা হয়েছে ৷ যার জেরেই বৈঠক ভেস্তে যায় ৷ তাই ভারত এই নিয়ে মন্তব্য করার আগেই চিনের তরফে পুরো দোষ ভারতের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.