বালাসোর, 4 জুন: বালাসোরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে পেরেছে রেলমন্ত্রক ৷ এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদেরও চিহ্নিত করা গিয়েছে ৷ রবিবার এ কথা জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷ তবে এর থেকে বেশি কিছু খোলসা করতে চাননি তিনি ৷ তিনি জানিয়েছেন, ইলেকট্রনিক ইন্টারলকিং পরিবর্তনের কারণে এই দুর্ঘটনা ঘটেছে ৷ আগামী বুধবার সকালের মধ্যে ওই ট্র্যাক স্বাভাবিক ট্রেন চলাচলের জন্য প্রস্তুত করা সম্ভব হবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি ৷ এ দিকে, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক আজ বাহানাগা ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারকে 5 লাখ টাকা এবং গুরুতর আহতদের 1 লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন ।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে চলে যান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷ দুর্ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি গোটা পরিস্থিতির তদারকি করছেন তিনি ৷ রবিবার তিনি জানিয়েছেন, "রেলওয়ে নিরাপত্তা কমিশনার বিষয়টির তদন্ত করেছেন এবং তদন্ত রিপোর্ট প্রকাশিত হতে দিন ৷ তবে আমরা ঘটনার কারণ এবং এর জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করেছি ৷ ইলেকট্রনিক ইন্টারলকিং পরিবর্তনের কারণে এটি ঘটেছে ।"
তিনি আরও জানান, "গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী মোদি । আমরা আজ ট্র্যাক পুনরুদ্ধার করার চেষ্টা করব । সব দেহ সরিয়ে ফেলা হয়েছে । আমাদের লক্ষ্য হল বুধবার সকালের মধ্যে ট্র্যাক পুনরুদ্ধারের কাজ শেষ করা, যাতে ট্রেনগুলি এই ট্র্যাকে চলা শুরু করতে পারে ৷"
রেলমন্ত্রক আগেই ঘোষণা করেছে যে, বালাসোরে ট্রেন দুর্ঘটনার কবলে পড়া যাত্রীদের উদ্ধারের কাজ শেষ হয়েছে ৷ জোরকদমে চলছে ট্র্যাককে স্বাভাবিক করে তোলার কাজ ৷ করমণ্ডল এবং বেঙ্গালুরু-হাওড়া এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনায় 288 জন যাত্রী মারা গিয়েছেন এবং 1,000 জনেরও বেশি আহত হয়েছেন । ভয়াবহ এই দুর্ঘটনা কীভাবে ঘটল তার অনুসন্ধানে শুরু হয়েছে তদন্ত । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন যে, তিনি এই ট্র্যাজেডি বর্ণনা করার মতো কোনও শব্দ খুঁজে পাচ্ছেন না । কোনও ব্যক্তির ভুল নাকি প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই বিপর্যয়, তা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ।
দুর্ঘটনাস্থলে দ্রুত রেস্টোরেশনের কাজ চলছে বলে জানিয়েছে রেলমন্ত্রক । এক হাজারেরও বেশি শ্রমিক সেখানে অক্লান্ত পরিশ্রম করছেন । রেলওয়ের টুইটারে পোস্ট করা একটি বার্তায় জানানো হয়েছে, সাতটিরও বেশি পোক্লেইন, দুটি দুর্ঘটনা ত্রাণ ট্রেন এবং বিশাল ক্রেন পরিষেবার মাধ্যমে কাজ চলছে ৷ দুর্ঘটনায় আহত প্রায় 1,175 যাত্রীকে বালাসোর এবং আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷
দুর্ঘটনার সময় করমণ্ডল এবং বেঙ্গালুরু-হাওড়া এক্সপ্রেস ট্রেনে 2,000 এরও বেশি যাত্রী ছিলেন । আহত যাত্রীদের মধ্যে 790 জনেরও বেশিকে ইতিমধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ তাঁদের আঘাত সামান্যই ছিল ৷ ভয়াবহ দুর্ঘটনায় দোষীদের শাস্তি দিতে কঠোর পদক্ষেপ করবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার । রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই শোকের সময়ে জনগণকে একসঙ্গে থাকার আহ্বান জানিয়েছেন এবং তিনি বলেন যে, এটি 'রাজনীতি করার' সময় নয় ৷
আরও পড়ুন: ওড়িশার ট্রেন দুর্ঘটনায় শোকপ্রকাশ আমেরিকার, ব্যথিত সস্ত্রীক বাইডেন