মোহালি, 10 মে : পঞ্জাবের মোহালিতে পুলিশের গোয়েন্দা বিভাগের সদর দফতরের বাইরে গ্রেনেড হামলা । ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা 7.45 নাগাদ । পঞ্জাব সরকার জানিয়েছে, জঙ্গিরা এই হামলায় জড়িত নয় । দফতরের সামনের রাস্তায় রকেট চালিত গ্রেনেড হামলায় ঘটনাটি ঘটেছে (RPG hits Punjab Police Intelligence wing HQ) ।
সরকারি বিবৃতিতে মোহালি পুলিশ জানিয়েছে, সন্ধ্যা 7.45 নাগাদ এসএএস নগরের সেক্টর 77-এ পঞ্জাব পুলিশের গোয়েন্দা সদর দফতরে একটি বিস্ফোরণ হয় । তবে কোনও হতাহতের খবর নেই । ঘটনার পরই বিস্ফোরণস্থল ঘিরে ফেলে পুলিশ । ফরেন্সিক দল ঘটনাস্থলে রয়েছে ।
মোহালির পুলিশ সুপার হরবিন্দর সান্ধু জানিয়েছেন, প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, দুই সন্দেহভাজন একটি গাড়িতে গোয়েন্দা অফিস ভবন থেকে প্রায় 80 মিটার দূরে দাঁড়ায় ৷ সেখান থেকে আরপিজি হামলা শুরু হয় । যদিও রকেট চালিত গ্রেনেডটির নির্দিষ্ট লক্ষ্যবস্তু ছিল না ৷ রাজ্যের গোয়েন্দা আধিকারিকরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন । রাজ্যে হাই-অ্যালার্ট জারি করা হয়েছে।
-
Shocked to hear about the blast at the @PunjabPoliceInd Intelligence headquarter in Mohali. Thankfully nobody was hurt.
— Capt.Amarinder Singh (@capt_amarinder) May 9, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
This brazen attack on our police force is deeply concerning and I urge CM @BhagwantMann to ensure perpetrators are brought to justice at the earliest.
">Shocked to hear about the blast at the @PunjabPoliceInd Intelligence headquarter in Mohali. Thankfully nobody was hurt.
— Capt.Amarinder Singh (@capt_amarinder) May 9, 2022
This brazen attack on our police force is deeply concerning and I urge CM @BhagwantMann to ensure perpetrators are brought to justice at the earliest.Shocked to hear about the blast at the @PunjabPoliceInd Intelligence headquarter in Mohali. Thankfully nobody was hurt.
— Capt.Amarinder Singh (@capt_amarinder) May 9, 2022
This brazen attack on our police force is deeply concerning and I urge CM @BhagwantMann to ensure perpetrators are brought to justice at the earliest.
আরও পড়ুন : শান্তি ভঙ্গকারীদের রেয়াত নয়, লুধিয়ানা আদালতে বিস্ফোরণের পর মন্তব্য পঞ্জাবের মুখ্যমন্ত্রীর
গোয়েন্দা সূত্রে খবর, রকেট লঞ্চারটি ড্রোনের মাধ্যমে সরবরাহ করা হতে পারে । গত কয়েকমাসে পাকিস্তান থেকে পঞ্জাবে অস্ত্র ও বিস্ফোরক ড্রোনের পাঠানো হচ্ছে ৷ যা সম্প্রতি উল্লেখযোগ্য হারে বেড়েছে । প্রসঙ্গত, পঞ্জাব পুলিশ সম্ভাব্য জঙ্গি হামলা ঠেকানোর জন্য তারান জেলার একটি গ্রাম থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করে ৷ তার ঠিক একদিন পরেই বিস্ফোরণটি ঘটে ।
পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং টুইটে লেখেন, "মোহালিতে পঞ্জাব পুলিশের গোয়েন্দা সদর দফতরে বিস্ফোরণের কথা শুনে হতবাক । সৌভাগ্যবশত কেউ হতাহত হননি । পুলিশের উপর এই হামলা উদ্বেগজনক ৷ মুখ্যমন্ত্রীকে দ্রুত দোষীদের ধরার জন্য অনুরোধ করছি ।" পুলিশের কাছে ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়েছেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ।