ETV Bharat / bharat

Road Accident : উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনায় মৃত 18 জন - ভোর রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন 18 জন

অতি দ্রুত গতিতে আসা একটি ট্রাক একটি ডবল ডেকার বাসের পিছনে ধাক্কা মারে ৷ লখনউ জোনের এডিজি-র দেওয়া তথ্য অনুযায়ী ঘটনাস্থলেই 18 জন প্রাণ হারিয়েছেন ৷ গুরুতর আহত আরও 15 জন ৷ তাই বাড়তে পারে মৃতের সংখ্যা ৷

উত্তরপ্রদেশে মর্মান্তিক পথ দুর্ঘটনা
উত্তরপ্রদেশে মর্মান্তিক পথ দুর্ঘটনা
author img

By

Published : Jul 28, 2021, 6:45 AM IST

Updated : Jul 28, 2021, 10:09 AM IST

বারাবাঁকি, 28 জুলাই : ভোর রাতে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন 18 জন ৷ গুরুতর আহত কমপক্ষে আরও 15 জন ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বারাবাঁকি জেলার লখনউ-অযোধ্যা জাতীয় সড়কের উপর ৷

অতি দ্রুত গতিতে আসা একটি ট্রাক একটি ডবল ডেকার বাসের পিছনে ধাক্কা মারে ৷ লখনউ জোনের এডিজি-র দেওয়া তথ্য অনুযায়ী ঘটনাস্থলেই 18 জন প্রাণ হারিয়েছেন ৷ গুরুতর আহত আরও 15 জন ৷ তাই বাড়তে পারে মৃতের সংখ্যা ৷

দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মৃতদের পরিবারকে 2 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা যোঘণা করা হয়েছে পিএমও থেকে ৷ এছাড়া আহতদের 50 হাজার টাকা করে দেওয়া হবে বলেও জানানো হয়েছে ৷

আরও পড়ুন : Modi-Mamata : উপানির্বাচনের প্রসঙ্গ এড়িয়ে মোদির সঙ্গে কি শুধুই সৌজন্য সাক্ষাৎ মমতার ?

স্থানীয়রা উদ্ধার কার্যে হাত লাগান ৷ আহতদের প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে লখনউ ট্রমা কেয়ার সেন্টারে স্থানান্তরিত করা হয়েছে ৷ প্রত্যক্ষদর্শীদের কথা মতো দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত 1টা 30 মিনিট নাগাদ ৷ বাসটি হরিয়ানা থেকে বিহারের উদ্দেশ্যে যাচ্ছিল বলে খবর ৷

বারাবাঁকি, 28 জুলাই : ভোর রাতে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন 18 জন ৷ গুরুতর আহত কমপক্ষে আরও 15 জন ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বারাবাঁকি জেলার লখনউ-অযোধ্যা জাতীয় সড়কের উপর ৷

অতি দ্রুত গতিতে আসা একটি ট্রাক একটি ডবল ডেকার বাসের পিছনে ধাক্কা মারে ৷ লখনউ জোনের এডিজি-র দেওয়া তথ্য অনুযায়ী ঘটনাস্থলেই 18 জন প্রাণ হারিয়েছেন ৷ গুরুতর আহত আরও 15 জন ৷ তাই বাড়তে পারে মৃতের সংখ্যা ৷

দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মৃতদের পরিবারকে 2 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা যোঘণা করা হয়েছে পিএমও থেকে ৷ এছাড়া আহতদের 50 হাজার টাকা করে দেওয়া হবে বলেও জানানো হয়েছে ৷

আরও পড়ুন : Modi-Mamata : উপানির্বাচনের প্রসঙ্গ এড়িয়ে মোদির সঙ্গে কি শুধুই সৌজন্য সাক্ষাৎ মমতার ?

স্থানীয়রা উদ্ধার কার্যে হাত লাগান ৷ আহতদের প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে লখনউ ট্রমা কেয়ার সেন্টারে স্থানান্তরিত করা হয়েছে ৷ প্রত্যক্ষদর্শীদের কথা মতো দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত 1টা 30 মিনিট নাগাদ ৷ বাসটি হরিয়ানা থেকে বিহারের উদ্দেশ্যে যাচ্ছিল বলে খবর ৷

Last Updated : Jul 28, 2021, 10:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.