পটনা, 28 মে: নতুন সংসদ ভবনের কাঠামোকে কফিনের সঙ্গে তুলনা করে বিতর্কের মুখে রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) ৷ রবিবার দেশের নয়া সংসদ ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আর সেদিনই নতুন সংসদ ভবনের ছবির সঙ্গে একটি কফিনের ছবি টুইট করে দু'টির কাঠামোকে সমতুল্য করে দেখিয়েছে বিহারের লালুপ্রসাদের দল ৷ যা নিয়ে বিজেপির পাশাপাশি আরজেডিকে তীব্র কটাক্ষে বিদ্ধ করেছে রাজনৈতিক মহলের একাংশ ৷
এদিন সকালে নয়াদিল্লিতে একাধিক জাঁকজমকপূর্ণ ভব্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে নতুন সংসদ ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মোদি। ছিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, রাজ্যসভার ভাইস-চেয়ারম্যান হরিবংশ ছাড়াও বিশিষ্ট ব্যক্তিরা ৷ এর মাঝেই এদিন সকালে আরজেডি তাদের টুইটার হ্যান্ডেলে নতুন সংসদ ভবনের সঙ্গেই একটি কফিনের ছবি পোস্ট করে ৷ এর সঙ্গেই ছবির ক্যাপশনে হিন্দিতে লেখা হয়, 'এটা কী?' ? যা নিয়েই শুরু হয় বিতর্ক ৷ তীব্র প্রতিক্রিয়া এসেছে একাধিক মহল থেকে ৷
-
ये क्या है? pic.twitter.com/9NF9iSqh4L
— Rashtriya Janata Dal (@RJDforIndia) May 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">ये क्या है? pic.twitter.com/9NF9iSqh4L
— Rashtriya Janata Dal (@RJDforIndia) May 28, 2023ये क्या है? pic.twitter.com/9NF9iSqh4L
— Rashtriya Janata Dal (@RJDforIndia) May 28, 2023
আরজেডি-সহ দেশের প্রায় 20টি অবিজেপি এবং কংগ্রেস সমমনা রাজনৈতিক দল নতুন সংসদ ভবনের উদ্বোধনের এদিনের অনুষ্ঠেন বয়কট করে। তাদের তরফে একটি যৌথ বিবৃতিতে জানানো হয়, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে সম্পূর্ণভাবে দূরে সরিয়ে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজে এই সংসদ ভবনের উদ্বোধন করার সিদ্ধান্ত অসাংবিধানিক এবং অনৈতিক ৷ সেই সঙ্গেই, এই ঘটনা রাষ্ট্রপতিকে শুধুমাত্র অপমান করাই নয়, দেশের গণতন্ত্রের উপর সরাসরি আক্রমণ বলেও দাবি করেছে বিরোধীরা। তবে নতুন সংসদ ভবনের সঙ্গে আরজেডি যেভাবে কফিনের তুলনা টেনেছে তাকে অবশ্য ভালো নজরে দেখছে না অবিজেপি দলের একাংশও ৷ অন্যদিকে, কফিন প্রসঙ্গে সাফাই দিয়েছে আরজেডি ৷ দলের নেতা শক্তি সিং যাদব বলেন, "আমাদের টুইটের কফিনের ছবি আদতে গণতন্ত্রকে সমাহিত করার একটি প্রতীক মাত্র। দেশ এই ঘটনা মেনে নেবে না। সংসদ হল গণতন্ত্রের মন্দির।"
-
RJD ने अपने ट्विटर हैंडल पर एक ओर नये संसद भवन का चित्र और दूसरी और मृतक को रखने वाले बक्सा यानी coffin का चित्र डाला है ।पहला चित्र भारत का भविष्य है और दूसरा चित्र RJD का भविष्य है ।भारत के गौरव दिवस पर इतनी शर्मनाक हरकत आरजेडी और जदयू ही कर सकता है ।@News18Bihar @ANI
— Sushil Kumar Modi (@SushilModi) May 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">RJD ने अपने ट्विटर हैंडल पर एक ओर नये संसद भवन का चित्र और दूसरी और मृतक को रखने वाले बक्सा यानी coffin का चित्र डाला है ।पहला चित्र भारत का भविष्य है और दूसरा चित्र RJD का भविष्य है ।भारत के गौरव दिवस पर इतनी शर्मनाक हरकत आरजेडी और जदयू ही कर सकता है ।@News18Bihar @ANI
— Sushil Kumar Modi (@SushilModi) May 28, 2023RJD ने अपने ट्विटर हैंडल पर एक ओर नये संसद भवन का चित्र और दूसरी और मृतक को रखने वाले बक्सा यानी coffin का चित्र डाला है ।पहला चित्र भारत का भविष्य है और दूसरा चित्र RJD का भविष्य है ।भारत के गौरव दिवस पर इतनी शर्मनाक हरकत आरजेडी और जदयू ही कर सकता है ।@News18Bihar @ANI
— Sushil Kumar Modi (@SushilModi) May 28, 2023
আরও পড়ুন: নতুন সংসদ ভবন 140 কোটি ভারতীয়ের আকাঙ্ক্ষার প্রতীক, প্রথম বক্তৃতায় বললেন মোদি
আরজেডিকে পাল্টা আঘাত করে, বিজেপি নেতা সুশীল মোদি দাবি করেন, যে নতুন সংসদ ভবনকে কফিনের সঙ্গে তুলনা করার জন্য আরজেডির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা উচিত। এদিন সুশীল মোদি বলেন, "এমন লোকদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা উচিত, যারা নতুন সংসদ ভবনকে কফিনের সঙ্গে তুলনা করছে।" অন্যদিকে আরজেডির এই টুইটের তীব্র নিন্দা করেছে মিম প্রধান আসাদউদ্দিন ওয়েসি ৷ পাশাপাশি এদিন কংগ্রেস, আপ, তৃণমূল, ডিএমকে, বাম, আরজেডি, জেডিইউ, এনসিপি, সমাজবাদী পার্টি, শিবসেনা-সহ মোট 20টি দল নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করে ৷