মুম্বাই, 28 মে: দিল্লিতে নতুন সংসদ ভবনের উদ্বোধনে যে বিভিন্ন ধর্মীয় এবং সামাজিক আচার অনুষ্ঠান দেখা গিয়েছে, তা নিয়েই এবার কটাক্ষ ছুড়ে দিলেন শরদ পাওয়ার ৷ তাঁর স্পষ্ট অভিযোগ, নয়া সংসদ ভবন উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে যে আচার অনুষ্ঠান দেখা গিয়েছে, তার জেরে দেশ আরও কয়েক দশক পিছিয়ে গেল ৷ আর দেশকে বর্তমান কেন্দ্রের শাসকদল পিছিয়ে নিয়ে যাচ্ছে বলেও সরাসরি অভিয়োগ করেন এনসিপি প্রধান ৷
রবিবার দেশের নতুন সংসদ ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিন রীতিমতো হোম যজ্ঞ, পূজার্চনার মধ্য দিয়ে এই উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয় ৷ ঐতিহাসিক কর্মকাণ্ডের অংশীদার ছিলেন প্রধানমন্ত্রী এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ৷ পুজো-পাঠের পর লোকসভার অধ্যক্ষের চেয়ারের পাশে স্থাপন করা হয় রাজদণ্ড বা সেঙ্গল ৷ এদিনের গোটা অনুষ্ঠানেই একাধিক সাধু সন্তদের উপস্থিতি যেমন দেখা গিয়েছে, তেমনই বৈদিক মন্ত্রোচ্চারণও শোনা গিয়েছে সংসদ ভবনজুড়ে ৷ সর্বধর্ম প্রার্থনা সভাও অনুষ্ঠিত হয়েছে এদিনের অনুষ্ঠানে ৷ আর তা নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক ৷ এদিন এনসিপি সভাপতি শরদ পাওয়ার জানান, দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু একটি বৈজ্ঞানিক ভিত্তির আধুনিক সমাজ এবং দেশের কল্পনা করেছিলেন ৷ কিন্তু নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যা ঘটল তা এই ধারণার পরিপন্থী বলেই জানাচ্ছেন পাওয়ার।
প্রধানমন্ত্রী মোদি এদিন সকালেই এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে নতুন ভবনের উদ্বোধন করেন ৷ যার একটি অংশ ছিল বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে যজ্ঞ এবং পুজো ৷ পাশাপাশি হয় সর্বধর্ম প্রার্থনা সভা ৷ যাবতীয় লৌকিক আচার অনুষ্ঠানের পর লোকসভা কক্ষে একটি বিশেষ কাচের ঘেরাটোপে সেঙ্গল স্থাপন করা হয় ৷ এরপর পুনেতে এক সাংবাদিক বৈঠকে পাওয়ার বলেন, "দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু যে আধুনিক ভারতের ধারণা নিয়ে কথা বলছিলেন তার সঙ্গে এদিন দিল্লিতে নতুন সংসদ ভবনের আচার অনুষ্ঠানের মধ্যে একটি বিশাল পার্থক্য রয়েছে। আমার আশঙ্কা, আমরা আমাদের দেশকে আরও কয়েক দশক পিছিয়ে নিয়ে যাচ্ছি !"
আরও পড়ুন: সেঙ্গল ইস্যুতে দলের বক্তব্যের পরিপন্থী থারুর, স্বাগত জানালেন সরকারের উদ্যোগকে
এরই সঙ্গে পাওয়ার বলেন, "কেউ বিজ্ঞানের সঙ্গে আপস করতে পারে না। নেহরু বৈজ্ঞানিক মতবাদের সঙ্গে একটি আধুনিক সমাজ গঠনের বিষয়ে অবিচল ছিলেন। কিন্তু আজ নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যা ঘটছে তা নেহরুর কল্পনার সম্পূর্ণ বিপরীত ৷" পাশাপাশি তিনি জানান, তিনি এটা ভেবে খুশি হয়েছেন যে, এদিনের অনুষ্ঠানে তিনি যাননি ৷ উল্লেখ্য, এনসিপি-সহ 20টি বিরোধী দল এদিন প্রধানমন্ত্রীর নতুন সংসদ ভবনের উদ্বোধন বয়কট করেছিল ৷ রাষ্ট্রপতিকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ না-জানানোয় ক্ষোভও উগরে দিয়েছে বিরোধীরা ৷