ETV Bharat / bharat

Health Bill Passed: দেশের মধ্যে প্রথম রাজস্থান বিধানসভায় পাশ হল স্বাস্থ্য অধিকার বিল - Free Treatment

জরুরি প্রয়োজনে বেসরকারি হাসপাতাল গুলিকেও বিনামূল্যে চিকিৎসা (Free Treatment) দিতে হবে । রাজ্যের কোনও সরকারি বা বেসরকারি হাসপাতাল কোনও রোগীর চিকিৎসা প্রত্যাখ্যান করতে পারবে না। বিরোধীদের প্রবল আপত্তি এবং যাবতীয় প্রতিবাদকে উপেক্ষা করে রাজস্থান বিধানসভায় মঙ্গলবার পাশ হল স্বাস্থ্য অধিকার (রাইট টু হেল্থ বিল) বিল ৷ (Right to Health Bill)

Etv Bharat
স্বাস্থ্য অধিকার বিল
author img

By

Published : Mar 21, 2023, 10:00 PM IST

Updated : Mar 21, 2023, 10:09 PM IST

জয়পুর, 21 মার্চ: বিজেপি-সহ বিরোধীদের প্রবল আপত্তি এবং যাবতীয় প্রতিবাদকে কার্যত উপেক্ষা করে মঙ্গলবার রাজস্থান বিধানসভায় পাশ হল স্বাস্থ্য অধিকার (রাইট টু হেল্থ) বিল ৷ সেই সঙ্গে দেশের মধ্য়ে প্রথম রাজ্য হিসেবে স্বাস্থ্যের অধিকার বিল (Right to Health Bill) পাশ করে দৃষ্টান্ত স্থাপন কর রাজস্থান। বিল পাশের পর রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী জানান, এবার থেকে রাজ্যের কোনও সরকারি বা বেসরকারি হাসপাতাল রোগীর চিকিৎসা প্রত্যাখ্যান করতে পারবে না । এখান থেকে রাজ্যের প্রতিটি মানুষ নিশ্চিত চিকিৎসা পাবে।

এই বিল অনুযায়ী, জরুরি প্রয়োজনে বেসরকারি হাসপাতাল গুলিকেও বিনামূল্যে চিকিৎসা (Free Treatment) দিতে হবে। এক্ষেত্রে বেসরকারি হাসপাতাল গুলিকে জরুরি ভিত্তিতে বিনামূল্যে চিকিৎসার (Free Treatment) জন্য আলাদা তহবিলও গঠন করতে হবে । এক্ষেত্রে, হাসপাতাল স্তরে যে কোনও ধরনের অবহেলা পর্যবেক্ষণের জন্য জেলা এবং রাজ্যস্তরে বিশেষ কমিটিও গঠন করা হবে । চিকিৎসা সংক্রান্ত অভিযোগের বিষয়ে এই কমিটিতেই শুনানি হবে । বিলে স্পষ্ট করে দেওয়া হয়েছে, চিকিৎসা প্রদানের ক্ষেত্রে গাফিলতি সামনে এলে অথবা দোষী প্রমাণিত হলে 10 থেকে 25 হাজার টাকা জরিমানা করা হবে ৷

এদিন বিধানসভায় বিল পেশের সময় চিকিৎসকদের উদ্দেশে কড়া সমালোচনা শোনা গেল স্বাস্থ্যমন্ত্রী পরসাদি লাল মীনার গলায় ৷ তিনি স্পষ্টতই অভিযোগের সুরে বলেন, "চিকিৎসকরা তাদের ধর্ম ভুলে গিয়েছেন ।" স্বাস্থ্যমন্ত্রী পরসাদি লাল মীনা নাম না-করে চিকিৎসক এবং কয়েকটি বেসরকারি হাসপাতালকে আক্রমণ করে বলেন, "জনগণ আমাদের নির্বাচিত করে পাঠিয়েছে। আমাদের উচিত জনগণের পাশে থাকা । কারও সঙ্গে আমার কোন সম্পর্ক নেই । জয়পুরের কত বিখ্যাত ও বড় হাসপাতাল চিকিৎসার নামে প্রতারণা করে সবই আমার জানা । এই বিল পাশ হওয়ার পর আমরা তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেব । সবার সম্মতিতে বিলটি সিলেক্ট কমিটির কাছে পাঠানো হয়েছে ।"

এর আগে, এই বিল পাশ নিয়ে ক্ষমতাসীন কংগ্রেস (Congress) এবং বিরোধীদের মধ্যে তীব্র বিতর্ক হয় । এদিন স্বাস্থ্যমন্ত্রী জানান, বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলাকালীন রোগীর মৃত্যু হলে সম্পূর্ণ বিল পরিশোধ করলে দেহ ছেড়ে দেওয়া হয় । অনেক সময় বিল লক্ষ টাকাও ছাড়িয়ে যায় । কিন্তু একজন গরীব মানুষের পক্ষে কি লক্ষ টাকা দেওয়া সম্ভব ? মীনা বলেন, "আমাদের উচিত জনগণের যত্ন নেওয়া । অনেক হাসপাতাল আছে যারা চিকিৎসার নামে মানুষের সঙ্গে প্রতারণা করে । চিকিৎসকরা এই বিল প্রত্যাহারের বিষয়ে অনড় ছিলেন । এটা কতটা যুক্তিযুক্ত ?"

আরও পড়ুন: অয়নের সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্টের হদিশ মিলল তাঁর বান্ধবীর, কে এই শ্বেতা ?

অন্যদিকে, জয়পুরে স্বাস্থ্য অধিকার বিল প্রত্যাহারের দাবিতে কয়েক হাজার চিকিৎসক, চিকিৎসা কর্মী এবং একাধিক চিকিৎসক সমিতির সদস্যরা বিক্ষোভ দেখায় । স্বাস্থ্যের অধিকার বিল প্রত্যাহারের দাবিতে এক বিক্ষোভকারী বলেন, "এই বিলে যেভাবে আমাদের হাত-পা বেঁধে দেওয়া হয়েছে তাতে হাসপাতাল, কর্মচারী এবং বিদ্যুতের খরচ আমরা কীভাবে বহন করব ? এই বিল মেনে নেওয়া কার্যত অসম্ভব ৷" এদিন, জয়পুরে স্বাস্থ্য অধিকার বিলের বিরুদ্ধে বিক্ষোভরত চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করে বলে অভিযোগ ।

জয়পুর, 21 মার্চ: বিজেপি-সহ বিরোধীদের প্রবল আপত্তি এবং যাবতীয় প্রতিবাদকে কার্যত উপেক্ষা করে মঙ্গলবার রাজস্থান বিধানসভায় পাশ হল স্বাস্থ্য অধিকার (রাইট টু হেল্থ) বিল ৷ সেই সঙ্গে দেশের মধ্য়ে প্রথম রাজ্য হিসেবে স্বাস্থ্যের অধিকার বিল (Right to Health Bill) পাশ করে দৃষ্টান্ত স্থাপন কর রাজস্থান। বিল পাশের পর রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী জানান, এবার থেকে রাজ্যের কোনও সরকারি বা বেসরকারি হাসপাতাল রোগীর চিকিৎসা প্রত্যাখ্যান করতে পারবে না । এখান থেকে রাজ্যের প্রতিটি মানুষ নিশ্চিত চিকিৎসা পাবে।

এই বিল অনুযায়ী, জরুরি প্রয়োজনে বেসরকারি হাসপাতাল গুলিকেও বিনামূল্যে চিকিৎসা (Free Treatment) দিতে হবে। এক্ষেত্রে বেসরকারি হাসপাতাল গুলিকে জরুরি ভিত্তিতে বিনামূল্যে চিকিৎসার (Free Treatment) জন্য আলাদা তহবিলও গঠন করতে হবে । এক্ষেত্রে, হাসপাতাল স্তরে যে কোনও ধরনের অবহেলা পর্যবেক্ষণের জন্য জেলা এবং রাজ্যস্তরে বিশেষ কমিটিও গঠন করা হবে । চিকিৎসা সংক্রান্ত অভিযোগের বিষয়ে এই কমিটিতেই শুনানি হবে । বিলে স্পষ্ট করে দেওয়া হয়েছে, চিকিৎসা প্রদানের ক্ষেত্রে গাফিলতি সামনে এলে অথবা দোষী প্রমাণিত হলে 10 থেকে 25 হাজার টাকা জরিমানা করা হবে ৷

এদিন বিধানসভায় বিল পেশের সময় চিকিৎসকদের উদ্দেশে কড়া সমালোচনা শোনা গেল স্বাস্থ্যমন্ত্রী পরসাদি লাল মীনার গলায় ৷ তিনি স্পষ্টতই অভিযোগের সুরে বলেন, "চিকিৎসকরা তাদের ধর্ম ভুলে গিয়েছেন ।" স্বাস্থ্যমন্ত্রী পরসাদি লাল মীনা নাম না-করে চিকিৎসক এবং কয়েকটি বেসরকারি হাসপাতালকে আক্রমণ করে বলেন, "জনগণ আমাদের নির্বাচিত করে পাঠিয়েছে। আমাদের উচিত জনগণের পাশে থাকা । কারও সঙ্গে আমার কোন সম্পর্ক নেই । জয়পুরের কত বিখ্যাত ও বড় হাসপাতাল চিকিৎসার নামে প্রতারণা করে সবই আমার জানা । এই বিল পাশ হওয়ার পর আমরা তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেব । সবার সম্মতিতে বিলটি সিলেক্ট কমিটির কাছে পাঠানো হয়েছে ।"

এর আগে, এই বিল পাশ নিয়ে ক্ষমতাসীন কংগ্রেস (Congress) এবং বিরোধীদের মধ্যে তীব্র বিতর্ক হয় । এদিন স্বাস্থ্যমন্ত্রী জানান, বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলাকালীন রোগীর মৃত্যু হলে সম্পূর্ণ বিল পরিশোধ করলে দেহ ছেড়ে দেওয়া হয় । অনেক সময় বিল লক্ষ টাকাও ছাড়িয়ে যায় । কিন্তু একজন গরীব মানুষের পক্ষে কি লক্ষ টাকা দেওয়া সম্ভব ? মীনা বলেন, "আমাদের উচিত জনগণের যত্ন নেওয়া । অনেক হাসপাতাল আছে যারা চিকিৎসার নামে মানুষের সঙ্গে প্রতারণা করে । চিকিৎসকরা এই বিল প্রত্যাহারের বিষয়ে অনড় ছিলেন । এটা কতটা যুক্তিযুক্ত ?"

আরও পড়ুন: অয়নের সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্টের হদিশ মিলল তাঁর বান্ধবীর, কে এই শ্বেতা ?

অন্যদিকে, জয়পুরে স্বাস্থ্য অধিকার বিল প্রত্যাহারের দাবিতে কয়েক হাজার চিকিৎসক, চিকিৎসা কর্মী এবং একাধিক চিকিৎসক সমিতির সদস্যরা বিক্ষোভ দেখায় । স্বাস্থ্যের অধিকার বিল প্রত্যাহারের দাবিতে এক বিক্ষোভকারী বলেন, "এই বিলে যেভাবে আমাদের হাত-পা বেঁধে দেওয়া হয়েছে তাতে হাসপাতাল, কর্মচারী এবং বিদ্যুতের খরচ আমরা কীভাবে বহন করব ? এই বিল মেনে নেওয়া কার্যত অসম্ভব ৷" এদিন, জয়পুরে স্বাস্থ্য অধিকার বিলের বিরুদ্ধে বিক্ষোভরত চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করে বলে অভিযোগ ।

Last Updated : Mar 21, 2023, 10:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.