শাহদোল, 26 নভেম্বর: মধ্যপ্রদেশে বেআইনি বালি বোঝাই ট্রাক্টরের নীচে পিষ্ট হয়ে মৃত্যু রাজস্ব দফতরের আধিকারিকের ৷ ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ট্রাক্টর চালককে ৷ ঘটনাটি ঘটেছে শনিবার মধ্যরাতে মধ্যপ্রদেশের শাহদোল জেলায় গোপালপুর এলাকায় ৷ মৃতের নাম প্রসন্ন সিং ৷
জানা গিয়েছে, তিনি অভিযোগ পান যে ওই এলাকায় বেআইনিভাবে বালি পাচার হচ্ছে ৷ এই অভিযোগ পেয়ে ওই আধিকারিক-সহ সরকারি কর্মচারীদের একটি দল গোপালপুর এলাকায় সোন নদীর কাছে যায় ৷ বেআইনিভাবে খনন করা বালি পরিবহনকারী ট্রাক্টরকে আটক করে আধিকারিকরা ৷ এমনটাই দেওলন্ড থানার ইনচার্জ রাজকুমার মিশ্র জানিয়েছেন ।
তিনি জানান, নদীতে পৌঁছনোর পর বোহারি তহসিলের খাড্ডায় পাটোয়ারী হিসাবে নিযুক্ত প্রসন্ন সিং একটি ট্র্যাক্টরে বেআইনিভাবে বালি নিয়ে যেতে দেখেন ৷ সেটিকে থামানোর চেষ্টা করেন তিনি ৷ কিন্তু চালক তাঁর উপর দিয়ে গাড়ি চালিয়ে দেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই আধিকারিকের ৷ এরপর অভিযুক্ত চালক সেখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায় ।
শাহদোলের পুলিশ সুপার (এসপি) কুমার প্রতীক বলেছেন, "পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ ট্র্যাক্টরের চালক শুভম বিশ্বকর্মাকে রবিবার সকালে গ্রেফতার করা হয়েছে । ঘটনাস্থল থেকে প্রায় 8 কিলোমিটার দূরে মাইহার জেলায় বাড়ি অভিযুক্তের ৷ তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা 302 (খুন) এর অধীনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে । ট্রাক্টরটি বাজেয়াপ্ত করে সেটির মালিকের খোঁজ করছে পুলিশ ।"
জেলা কালেক্টর বন্দনা বৈদ্য বলেন, "অবৈধ বালি উত্তোলনের অভিযোগ পাওয়ার পর রাজস্ব, খনি বিভাগ এবং পুলিশের একটি যৌথ দল 23 নভেম্বর এলাকাটি পরিদর্শন করেছিল । বৃহস্পতিবার ও শুক্রবার ওই একই এলাকা থেকে অবৈধভাবে উত্তোলন করা বালি বাজেয়াপ্ত করা হয় । শনিবার রাত 8.30টা পর্যন্ত বোহারির সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) এবং অন্যান্য আধিকারিকরা ওই এলাকায় অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে অভিযান চালায় । পরে প্রসন্ন সিং এবং তাঁর তিন সহকর্মী পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে যান । সেসময়ই এই দুর্ঘটনাটি ঘটে ৷"
(পিটিআই)
আরও পড়ুন: