ETV Bharat / bharat

Nupur Sharma: 'নূপুর শর্মাকে নিয়ে সুপ্রিম কোর্টের মন্তব্য দুর্ভাগ্যজনক', খোলা চিঠি প্রাক্তন বিচারপতি ও আমলাদের - Nupur Sharma

বিতর্কিত মন্তব্যের জন্য গত সপ্তাহে বিজেপির সাসপেন্ডেড নেত্রী নূপুর শর্মার (Nupur Sharma) কড়া সমালোচনা করেছিল সুপ্রিম কোর্ট ৷ এবার শীর্ষ আদালতের মন্তব্যের বিরোধিতা করে খোলা চিঠি প্রাক্তন বিচারপতি, আমলা ও সেনা আধিকারিকদের ৷

Nupur Sharma case
খোলা চিঠি প্রাক্তন বিচারপতিদের
author img

By

Published : Jul 5, 2022, 4:17 PM IST

Updated : Jul 5, 2022, 4:30 PM IST

নয়াদিল্লি, 5 জুলাই: বিতর্কিত মন্তব্যের জন্য গত সপ্তাহে বিজেপির সাসপেন্ডেড নেত্রী নূপুর শর্মার কড়া সমালোচনা করেছিল সুপ্রিম কোর্ট (Nupur Sharma case) ৷ বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জেবি পার্দিওয়ালার বেঞ্চ বলেছিল, দেশে এই মুহূর্তে যা হচ্ছে তার জন্য একমাত্র দায়ী নূপুর শর্মা, দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত তাঁর ৷ এবার শীর্ষ আদালতের বিচারপতিদের এই মন্তব্যের পালটা সমালোচনা করে খোলা চিঠি দিলেন দেশের 15 জন প্রাক্তন বিচারপতি, 77 জন অবসরপ্রাপ্ত আমলা ও সশস্ত্র বাহিনীর 25 জন প্রাক্তন আধিকারিক ৷

এই খোলা চিঠিতে সুপ্রিম কোর্টের ওই মন্তব্যকে 'নজিরবিহীন ও দুর্ভাগ্যজনক' বলে উল্লেখ করা হয়েছে ৷ চিঠিতে লেখা হয়েছে, "এই মন্তব্যে লক্ষ্মণরেখা অতিক্রম করা হয়েছে ৷ বিচার ব্যবস্থার সঙ্গে এই মন্তব্য সমঞ্জস্যপূর্ণ নয় ৷ এই ধরণের মন্তব্য বৃহত্তম গণতান্ত্রিক বিচারব্যবস্থায় এমন এক দাগের মতো, যা মোছা যায় না ৷" মামলার শুনানি না করেই এই ধরনের মন্তব্য, ভারতীয় গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থী এবং ও একজন ব্যক্তিকে নিজের বক্তব্য পেশের আইনি সুযোগ না দেওয়ার সমান বলে এই চিঠিতে বলা হয়েছে ৷

আরও পড়ুন: প্রধানমন্ত্রীত্বের পদে মোহ নেই, দেশ ও দশের ভালো চাই: মমতা

জানা গিয়েছে এই চিঠিতে মোট 117 জন প্রাক্তন বিচারপতি, অবসরপ্রাপ্ত আমলা ও প্রাক্তন সেনা আধিকারিকদের স্বাক্ষর রয়েছে ৷

নয়াদিল্লি, 5 জুলাই: বিতর্কিত মন্তব্যের জন্য গত সপ্তাহে বিজেপির সাসপেন্ডেড নেত্রী নূপুর শর্মার কড়া সমালোচনা করেছিল সুপ্রিম কোর্ট (Nupur Sharma case) ৷ বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জেবি পার্দিওয়ালার বেঞ্চ বলেছিল, দেশে এই মুহূর্তে যা হচ্ছে তার জন্য একমাত্র দায়ী নূপুর শর্মা, দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত তাঁর ৷ এবার শীর্ষ আদালতের বিচারপতিদের এই মন্তব্যের পালটা সমালোচনা করে খোলা চিঠি দিলেন দেশের 15 জন প্রাক্তন বিচারপতি, 77 জন অবসরপ্রাপ্ত আমলা ও সশস্ত্র বাহিনীর 25 জন প্রাক্তন আধিকারিক ৷

এই খোলা চিঠিতে সুপ্রিম কোর্টের ওই মন্তব্যকে 'নজিরবিহীন ও দুর্ভাগ্যজনক' বলে উল্লেখ করা হয়েছে ৷ চিঠিতে লেখা হয়েছে, "এই মন্তব্যে লক্ষ্মণরেখা অতিক্রম করা হয়েছে ৷ বিচার ব্যবস্থার সঙ্গে এই মন্তব্য সমঞ্জস্যপূর্ণ নয় ৷ এই ধরণের মন্তব্য বৃহত্তম গণতান্ত্রিক বিচারব্যবস্থায় এমন এক দাগের মতো, যা মোছা যায় না ৷" মামলার শুনানি না করেই এই ধরনের মন্তব্য, ভারতীয় গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থী এবং ও একজন ব্যক্তিকে নিজের বক্তব্য পেশের আইনি সুযোগ না দেওয়ার সমান বলে এই চিঠিতে বলা হয়েছে ৷

আরও পড়ুন: প্রধানমন্ত্রীত্বের পদে মোহ নেই, দেশ ও দশের ভালো চাই: মমতা

জানা গিয়েছে এই চিঠিতে মোট 117 জন প্রাক্তন বিচারপতি, অবসরপ্রাপ্ত আমলা ও প্রাক্তন সেনা আধিকারিকদের স্বাক্ষর রয়েছে ৷

Last Updated : Jul 5, 2022, 4:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.