আগরা, 7 জুন: অবসরপ্রাপ্ত এক সিআরপিএফ জওয়ানের বিরুদ্ধে স্ত্রী'কে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে ৷ মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আগরা সদর থানা এলাকার দুর্গানগরে ৷ অবসরপ্রাপ্ত সিআরপিএফ জওয়ান মহেন্দ্র সিং রাঠোরকে পুলিশ গ্রেফতার করেছে ৷ ঘটনায় মৃত মহিলার নাম নীতু ৷ তবে, কেন ওই অবসরপ্রাপ্ত ওই জওয়ান স্ত্রীকে গুলি করেছেন ? সেই কারণ এখনও স্পষ্ট নয় ৷ পুলিশ ঘটনায় খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে ৷ মহেন্দ্র সিং রাঠোরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷
আগরা সদর থানার পুলিশ জানিয়েছে, দুর্গানগরের বাসিন্দা মহেন্দ্র সিং রাঠোর কিছুদিন আগেই সিআরপিএফ থেকে ভিআরএস নিয়ে বাড়ি ফিরে এসেছিলেন ৷ তাঁর স্ত্রী নীতু ছাড়াও পরিবারে দুই ছেলে রয়েছে ৷ যার মধ্যে বড় ছেলের বিয়ে হয়ে গিয়েছে ৷ পুলিশ জানিয়েছে, সম্প্রতি মহেন্দ্রর বড় ছেলে একটি দুর্ঘটনায় আহত হন ৷ মঙ্গলবার বিকেলে তাঁকে নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন মহেন্দ্রর ছোট ছেলে ৷ সে সময় বাড়িতে স্ত্রী নীতু এবং পুত্রবধূর সঙ্গে ছিলেন মহেন্দ্র রাঠোর ৷
আরও পড়ুন: পরিবারের সম্মান রক্ষায় মেয়েকে খুন ! অভিযুক্ত বাবা
অভিযোগ, বাথরুমে স্ত্রী যখন স্নান সারছিলেন, সে সময় বাথরুমের দরজার বাইরে থেকে মহেন্দ্র তাঁর লাইসেন্সড বন্দুক থেকে একে পর এক গুলি চালাতে শুরু করেন ৷ মোট সাতটি গুলি চালান তিনি ৷ ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় তাঁর স্ত্রী মাটিতে লুটিয়ে পড়েন ৷ গুলির শব্দে বাড়ির সামনে পাড়া-প্রতিবেশীরা জমায়েত করেন ৷ কিন্তু, সে সময় মহেন্দ্রর পুত্রবধূ কী করছিলেন তা স্পষ্ট নয় ৷ প্রতিবেশীরা পুলিশকে জানিয়েছেন, গুলি চালানোর পর মহেন্দ্র বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান ৷ এরপর এক পরিচিতের সঙ্গে দেখা করেন ৷
আরও পড়ুন: হোলি না খেলায় বাবার সামনে নাবালিকা কন্যাকে গুলি করে হত্যা !
পুলিশের কথায়, পরিচিতকে মহেন্দ্র বলেন, ‘‘ওকে মেরে দিয়েছি ৷’’ সেই কথা শোনার পর, ওই ব্যক্তি মহেন্দ্রকে নিজের বাড়িতে নিয়ে যান ৷ সেখান থেকে তিনি পুলিশকে ফোন করেন ৷ পুলিশ সেখানে গিয়ে অভিযুক্ত অবসরপ্রাপ্ত আধাসেনা আধিকারিককে গ্রেফতার করে ৷ এরপর মহেন্দ্রর বাড়িতে গিয়ে নীতুদেবীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ৷ এই ঘটনায় পুলিশ মহেন্দ্রকে জিজ্ঞাসাবাদ করছে ৷ কেন তিনি স্ত্রী'কে খুন করলেন ? সেনিয়ে মুখে কুলুপ এঁটেছেন তিনি ৷ পুলিশ খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করছে ৷ পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা ৷